ধাক্কা দিয়ে ফেলে শিক্ষার্থী হত্যা, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, বাস ভাঙচুর
Published: 10th, May 2025 GMT
গাজীপুর মহানগরীর মাস্টারবাড়ি এলাকায় বাসচালকের সহকারীর ধাক্কায় শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ও বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহত শিক্ষার্থীর সহপাঠী ও এলাকার লোকজন।
এ সময় বিক্ষোভকারীরা তাকওয়া পরিবহনের একটি মিনিবাস ভাঙচুর করেন। অবরোধে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে বিচারের আশ্বাস পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা মহাসড়ক ছেড়ে দিলেও যানজটের প্রভাব রয়ে গেছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুরের মাস্টারবাড়ি এলাকায় ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে বাসচালকের সহকারীর ধাক্কায় সড়কে পড়ে সিয়াম (১৯) নামের এক কলেজছাত্র নিহত হন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। সিয়াম গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, এ ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপদে চলাচলের জন্য অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুনধাক্কা দিয়ে সড়কে ফেলে দিলেন চালকের সহকারী, বাসচাপায় কলেজছাত্র নিহত২২ ঘণ্টা আগেগাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আন্দোলনরত শিক্ষার্থী ও এলাকাবাসীকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অবর ধ
এছাড়াও পড়ুন:
রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি বাতিল দাবিতে বিক্ষোভ
কিশোরগঞ্জ রেলওয়ে শ্রমিক লীগের কার্যকরী কমিটির সভাপতি উসমান গণিকে রেলওয়ে শ্রমিক দলের সভাপতি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় এ বিক্ষোভ করেন পদবঞ্চিত কিশোরগঞ্জ রেলওয়ে শ্রমিক দলের নেতাকর্মীরা। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, দীর্ঘ ২২ বছর ধরে একটি চক্র রেলওয়ে শ্রমিক দলকে কুক্ষিগত করে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তারা সংগঠনের মঙ্গল চিন্তা না করে আর্থিক লেনদেনের বিনিময়ে কিশোরগঞ্জ রেলওয়ে শ্রমিক লীগের কার্যকরী কমিটির সভাপতি উসমান গণিকে সম্প্রতি রেলওয়ে শ্রমিক দলের সভাপতি করে কমিটি গঠন করেছে। অবিলম্বে এই কমিটি বাতিল না করলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে বক্তব্য দেন রেলওয়ে শ্রমিক দল নেতা বিজয় মিত্র শুভ, কিশোরগঞ্জ শ্রমিক দলের পদবঞ্চিত নেতা আবুল হাসেম, সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক দল কেওয়াটখালী শাখার সাধারণ সম্পাদক এনামুল কবির, ময়মনসিংহ শাখার কার্যকরী সভাপতি রাহাত খান প্রমুখ।