কৃষকলীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (১০ মে) সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কৃষকলীগ নেত্রী ও সাবেক এমপি অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে রাজধানীর ঝিগাতলা থেকে গ্রেপ্তার করেছে ডিবি।
আরো পড়ুন:
এসএসসি পরীক্ষার্থীকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে রিভলবারসহ যুবক গ্রেপ্তার
ঢাকা/মাকসুদ/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দরে ককশিটের গোডাউনে অগ্নিকান্ড
বন্দরে একটি ককশিটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন প্রানহানি খবর পাওয়া না গেলেও গোডাউনসহ ককশিট পুড়ে গিয়ে কমপক্ষে ৮ কোটি টাকা ক্ষতিসাধন হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছে ।
বুধবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে পৌনে ১টায় বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষনখোলাস্থ জনৈক বাবু মিয়ার ককশিটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ও কাঁচপুর ফায়ার সার্ভিসের আরো ২টি সর্বমোট ৪ ইউনিট কমপক্ষে সাড়ে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান গণমাধ্যমকে জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
আমাদের ২টি ও কাঁচপুর ফায়ার সার্ভিসের আরো ২টি ইউনিট কমপক্ষে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হই। সে সাথে অগ্নিকান্ডের স্থান থেকে ১৫ কোটি টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হই। এ ঘটনায় আহত বা প্রানহানীর কোন সংবাদ পাওয়া যায়নি। ###