Risingbd:
2025-12-06@15:01:11 GMT

শামীমা ও বিটু গ্রেপ্তার

Published: 10th, May 2025 GMT

শামীমা ও বিটু গ্রেপ্তার

কৃষকলীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (১০ মে) সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কৃষকলীগ নেত্রী ও সাবেক এমপি অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে রাজধানীর ঝিগাতলা থেকে গ্রেপ্তার করেছে ডিবি।

আরো পড়ুন:

এসএসসি পরীক্ষার্থীকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে রিভলবারসহ যুবক গ্রেপ্তার 

ঢাকা/মাকসুদ/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মাশরুম পালং বানাবেন যেভাবে, দেখুন রেসিপি

উপকরণ

মাশরুম: ১ ক্যান

তেল: ২ টেবিল চামচ

রসুন: ৪ কোয়া

ভাজা মরিচের গুঁড়া: আধা চা-চামচ

গোলমরিচগুঁড়া: আধা চা-চামচ

লবণ: স্বাদমতো

পালংশাক: ১ গোছা

লবণ: স্বাদমতো।

আরও পড়ুনশাক–সবজির কাবাব ২২ ফেব্রুয়ারি ২০২২প্রণালি

মাশরুমগুলো অর্ধেক করে কেটে নিন।

প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে দিন।

গরম করে তাতে ২টি ছেঁচা রসুন দিয়ে দিন।

এবার মাশরুম দিন।

অর্ধেক ভাজা মরিচের গুঁড়া ও গোলমরিচগুঁড়া দিয়ে দিন।

লবণ দিন।

চড়া আঁচে নেড়েচেড়ে নামিয়ে নিন।

এবার প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে দিন।

গরম করে সেটায় বাকি রসুনকুচি দিন, শুকনা মরিচ দিন।

পালংশাকের পাতা দিয়ে দিন।

চড়া আঁচে ভাজতে হবে।

বাকি গোলমরিচের গুঁড়া ও মরিচগুঁড়া দিয়ে নেড়ে অল্প লবণ ছিটিয়ে নেড়ে নামিয়ে ফেলুন।

পরিবেশন পাত্রে প্রথমে ভাজা শাক বিছিয়ে দিন, তার ওপরে ভেজে রাখা মাশরুম ঢেলে সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুনশীতে রাঁধুন মটরশুঁটি চিংড়ির স্যুপ, দেখুন রেসিপি০৪ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ