কৃষকলীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (১০ মে) সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কৃষকলীগ নেত্রী ও সাবেক এমপি অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে রাজধানীর ঝিগাতলা থেকে গ্রেপ্তার করেছে ডিবি।
আরো পড়ুন:
এসএসসি পরীক্ষার্থীকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে রিভলবারসহ যুবক গ্রেপ্তার
ঢাকা/মাকসুদ/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তালাবদ্ধ গ্যারেজ আটকা যুবককে ১২ ঘণ্টা পর উদ্ধার
মুন্সীগঞ্জ শহরে নিজের মোটরবাইক গ্যারেজের ভেতর আটকে পড়া যুবক মো. রিফাতকে ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শহরের ইদ্রাকপুর এলাকার গ্যারেজের তালা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়।
গতকাল বুধবার রাতে তাকে ভেতরে রেখে গ্যারেজ তালাবদ্ধ করে বাড়িতে চলে যান কর্মচারীরা।
রিফাত ইদ্রাকপুর এলাকার মো. আলমগীরের ছেলে। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রিফাত গ্যারেজের ভেতর ঘুমিয়ে পড়েন। কর্মচারীরা বাইরে থেকে গ্যারেজে তালা লাগিয়ে বাড়ি চলে যান। সকালে গ্যারেজ খুললে রিফাত বাড়ি ফিরতেন। আজ সকালে কর্মচারীরা গ্যারেজ খোলেননি। ফলে রিফাতের খোঁজে পরিবারের লোকজন গ্যারেজের সামনে আসেন। তারা ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।
তিনি আরো জানান, সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা গ্যারেজের তালা ভেঙে রিফাতকে উদ্ধার করেন। রাতে ঘুমানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েছিলের। তাকে চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢাকা/রতন/মাসুদ