কৃষকলীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (১০ মে) সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কৃষকলীগ নেত্রী ও সাবেক এমপি অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে রাজধানীর ঝিগাতলা থেকে গ্রেপ্তার করেছে ডিবি।
আরো পড়ুন:
এসএসসি পরীক্ষার্থীকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে রিভলবারসহ যুবক গ্রেপ্তার
ঢাকা/মাকসুদ/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মিনিট্রাকের আসনে লুকানো ছিল আগ্নেয়াস্ত্র, চালক-সহকারী গ্রেপ্তার
চট্টগ্রামের বাঁশখালীতে দেশে তৈরি করা একটি আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বাঁশখালী থানার যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি মিনিট্রাকও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন আহমদ মোস্তফা (২৬) ও অনীক কান্তি দে (২৪)। তাঁরা কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানক এলাকার বাসিন্দা। এর মধ্যে মোস্তফা জব্দ করা মিনিট্রাকটির চালক ও অনীক সহকারী।
পুলিশ জানায়, রাতে উপজেলার ডায়াবেটিক হাসপাতালের সামনে ডিবি ও থানা-পুলিশের তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছিল। মহেশখালী থেকে চট্টগ্রামমুখী মিনিট্রাকটিতে সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় মিনিট্রাকের সামনের আসনের পেছনে দেশে তৈরি আগ্নেয়াস্ত্রটি (এলজি) পাওয়া যায়। এরপর চালক ও সহকারীকে গ্রেপ্তার এবং মিনিট্রাকটি জব্দ করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ সাইফুল্লাহ অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মিনিট্রাকটির চালক ও সহকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি তাঁরা কোথায় পেয়েছেন, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল—বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।