মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী শনিবার ঘোষণা করবেন আদালত। অভিযোগ গঠন বা বিচার শুরুর ২১ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো।

যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মনিরুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা অংশ নেন। এ সময় মামলার চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ দেওয়া হয় অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদাপ্রাপ্ত আইনজীবী এহসানুল হক সমাজীকে। তিনিও মঙ্গলবার শুনানিতে অংশ নেন। শুনানি শেষে এহসানুল হক সমাজী সাংবাদিকদের বলেন, ‘এ মামলায় আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল অ্যাভিডেন্স ও সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। আমরা আশা করছি, আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে। এ ধরনের অপরাধ যাতে আর না ঘটে, এ রায় সেটার একটা দৃষ্টান্ত তৈরি করবে।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মনিরুল ইসলাম মুকুল জানান, এ মামলায় রাষ্ট্রপক্ষ ২৯ জন সাক্ষী উপস্থাপন করেছে। আদালত ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের শনাক্ত করা ও তাঁদের বক্তব্য শুনেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ছুটির দিন বাদে টানা শুনানি চলেছে। আদালতে আসামিদের উপস্থিতিতে এ শুনানি হয়। মামলায় শিশুটির বোনের শ্বশুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/২ ধারায় (ধর্ষণের ফলে মৃত্যুর অপরাধ), শিশুটির বোনের স্বামী ও ভাশুরকে দণ্ডবিধির ৫০৬ ধারার দ্বিতীয় অংশ (ভয়ভীতি প্রদর্শন) এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে দণ্ডবিধির ২০১ ধারায় (অপরাধের আলামত নষ্টের অভিযোগ) অভিযোগ গঠন করা হয়।

গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ও মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো.

আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ১৭ এপ্রিল মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয় এবং ২০ এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করা হয়। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়।

এর আগে গত ১৫ মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে শিশুটির বোনের শ্বশুর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে ওই ব্যক্তি বলেন, ৬ মার্চ সকালে ছোট ছেলের কক্ষে (শিশুটির বোনের স্বামীর কক্ষে) শিশুটিকে একা পেয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন তিনি।

শিশুটি বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। ৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে ৮ মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

আরও পড়ুনমাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন১৭ ঘণ্টা আগেআরও পড়ুনমাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ০৭ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ষ ট রপক ষ আইনজ ব আল চ ত অপর ধ উপস থ

এছাড়াও পড়ুন:

এমবাপ্পের বিরুদ্ধে মানহানির মামলা পিএসজির, ক্ষতিপূরণ দাবি

কিলিয়ান এমবাপ্পে ও পিএসজির লড়াইয়ে এবার নতুন এক অধ্যায় যোগ হয়েছে। যে অধ্যায়ে প্যারিসের ক্লাবটি তাদের সাবেক খেলোয়াড় এমবাপ্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকারের বিরুদ্ধে কোটি কোটি ইউরোর মানহানি মামলা করেছে পিএসজি।

ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত গতকাল খবর দিয়েছে, পিএসজি প্রথমে আদালতে একটি আবেদন করে যে এমবাপ্পের অভিযোগের ভিত্তিতে ক্লাবটির ব্যাংক হিসাবে ৫ কোটি ৫০ লাখ ইউরো জব্দ করে রাখার যে আদেশ দিয়েছেন, সেটা যেন তুলে নেন।

পিএসজির দাবি, এমবাপ্পে তাদের কাছ থেকে কোনো অর্থ পাবেন না। তারাই বরং এমবাপ্পের কাছে ৯ কোটি ৮০ লাখ ইউরো পাবে। এই অর্থ পিএসজি মূলত দাবি করেছে ক্লাবের মানহানির ক্ষতিপূরণ হিসেবে। এর জন্য পিএসজি একটি ক্ষতিপূরণ মামলাও করেছে বলে জানিয়েছে আরএমসি স্পোর্ত।

পিএসজি থেকে বলা হচ্ছে, এমবাপ্পে যে তাদের কাছে পাওনা হিসাবে ৫ কোটি ৫০ লাখ ইউরো দাবি করছেন, সেটার দ্রুত নিষ্পত্তি চায় তারা। কিন্তু এ ব্যাপারে এমবাপ্পের দিক থেকে খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছিল, ২৬ মে পরবর্তী শুনানির দিনই বিষয়টি নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা। এর মধ্যেই পিএসজি এমবাপ্পের বিরুদ্ধে মামলা করে বসল।

তবে এমবাপ্পের এ নিয়ে কোনো ভয় নেই বলেই দাবি করেছেন তাঁর আইনজীবী। আইনজীবীর কথা, সবকিছু তাঁদের পক্ষেই আছে।

আরও পড়ুনএমবাপ্পে ক্ষমা চেয়েছেন, ভুল বুঝতে পেরেছেন১৪ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • এমবাপ্পের বিরুদ্ধে মানহানির মামলা পিএসজির, ক্ষতিপূরণ দাবি
  • আইনজীবীদের দুয়োধ্বনি, দৌড়ে গারদে ঢুকলেন সাবেক এমপি মমতাজ
  • হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম
  • মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন
  • মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন
  • মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন
  • বিডিআর বিদ্রোহ: বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আরও ৪০ জনের জামিন মঞ্জুর
  • সাবেক সংসদ সদস্য শামীমা ও সাবেক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী কারাগারে
  • নতুন বিদ্যুৎকেন্দ্র দূষণ বাড়াবে, আশঙ্কা স্থানীয়দের