ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকস বিভাগে ২০২৫-২৬ সেশনে হেলথ ইকোনমিকস বিষয়ে এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।

প্রোগ্রামের বিবরণ—

১. ক্রেডিট সংখ্যা ৪৮টি, ১২টি কোর্স।

২. মেয়াদ ১৮ মাস, ৪ সেমিস্টার।

৩. আসনসংখ্যা : ৪০টি।

প্রোগ্রামের প্রধান বিষয়—

১. হেলথ ইকোনমিকস,

২.

হেলথ পলিসি ও প্ল্যানিং,

৩. ইকোনমিক্যাল ইভোলিউশন

৪. বায়োস্ট্যাটিকস ও এপিডারমিওলজি,

৫. ইকোনমিক ইভ্যালুয়েশন অব হেলথ কেয়ার,

৬, হেলথ প্রজেক্ট ডিজাইন ও প্রজেক্ট পেপার,

৭. ফার্মাসিউটিক্যালস,

৮. অ্যাডভান্সড হেলথ ইকোনমিকস,

৯. হসপিটাল ম্যানেজমেন্ট,

১০. রিসার্চ মেথোটলজি।

আরও পড়ুনউচ্চশিক্ষার সুযোগ সীমিত, বেতন কম, কারিগরিতে আগ্রহ হারাচ্ছেন শিক্ষার্থীরা৪ ঘণ্টা আগে

ভর্তির যোগ্যতা—

১. স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ব্যাচেলর ডিগ্রি, সিজিপিএ ২.৫ (৪.০–এর মধ্যে) পেতে হবে।

২. চাকরি করা প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৩. সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ৩ বছর অভিজ্ঞ গবেষক, এক্সিকিউটিভদের প্রাধান্য দেওয়া হবে।

৪. কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

পরীক্ষার বিস্তারিত—

১. সব প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

২. লিখিত পরীক্ষায় ফাংশনাল ইংলিশ, বিশ্লেষণী দক্ষতা পরীক্ষা করা হবে।

ভর্তির বিস্তারিত তথ্য—

১. আবেদন করার শেষ তারিখ : ৩০ জুন।

২. লিখিত পরীক্ষার তারিখ : ৪ জুলাই ২০২৫, শুক্রবার, সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত। মৌখিক পরীক্ষার সময় : দুপুর ১টা ৩০ মিনিটে।

৩. ক্লাসের সময় : প্রতি শুক্রবার। সকাল ৯টা থেকে ১২টা, বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।

* বিস্তারিত তথ্যের জন্য ওয়েসাইট

আরও পড়ুনসৌদি আরব সরকারের বৃত্তি, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আবেদনের সুযোগ১২ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

ইংরেজি ও জাপানি ভাষা জানলে বাড়তি সুবিধা

উন্নত গবেষণা সুবিধা, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয় এবং নিরাপদ ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পরিবেশ– এসবের সমন্বয়ে জাপান এখন বিশ্বের উচ্চশিক্ষার্থীদের কাছে একটি কাঙ্ক্ষিত গন্তব্য। প্রতিবছর বিশ্বের হাজার হাজার শিক্ষার্থীর মতো বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী জাপানে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পা বাড়াচ্ছেন।  জাপান স্টাডি সাপোর্ট স্কলারশিপ  আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা অর্জনের একটি চমৎকার সুযোগ। 
এটি মূলত স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। জাপানে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা টিউশন ফি এবং জীবনযাত্রার ব্যয় নির্বাহ করতে পারে। এই স্কলারশিপ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের জাপানি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনে সহায়তা করে। এই স্কলারশিপে সাধারণত আর্থিক সুবিধা প্রদান করা হয়। যদিও বিভিন্ন সেশনে এর পরিমাণ ভিন্ন হতে পারে
২০২৫ সালের জন্য আবেদনের প্রক্রিয়া চলছে। বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তি পেতে চাইলে আবেদন করতে হবে। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান, যেখানে প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কেন্দ্র রয়েছে, যা পড়াশোনার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে।
বৃত্তির সুযোগ–সুবিধা
l নির্বাচিত শিক্ষার্থীরা জীবনযাত্রার খরচ পাবেন।
l শিক্ষার ব্যয় নির্বাহের জন্য মিলবে আর্থিক সহায়তা।
l জাপানের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ।
l আর্থিক সুবিধা হিসেবে থাকছে পাঁচ লাখ জাপানি ইয়েন।
আবেদনের যোগ্যতা
প্রার্থীদের সেপ্টেম্বর–নভেম্বর সেশনে দেশটির বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে। প্রার্থীদের অবশ্যই জাপান স্টাডি সাপোর্টের একটি নিবন্ধিত ‘মাই পেজ’ থাকতে হবে। ইংরেজি ও জাপানিজ দুই ভাষার দক্ষতা থাকতে হবে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানে প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কেন্দ্র রয়েছে, যা পড়াশোনার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি করে।
আবেদনের শেষ তারিখ
৩১ অক্টোবর ২০২৫।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানা যাবে : https://www.jpss.jp/en/
 

সম্পর্কিত নিবন্ধ

  • বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • আজ টিভিতে যা দেখবেন (২ জুলাই ২০২৫)
  • মেসির ইন্টার মায়ামি ছাড়ার গুঞ্জন  
  • রাইট শেয়ার ইস্যুতে সম্মতি পায়নি কনফিডেন্স সিমেন্ট
  • আজ টিভিতে যা দেখবেন (১ জুলাই ২০২৫)
  • চাষাবাদে ৫৬% কৃষি জমির টেকসই ব্যবহার হচ্ছে না
  • সাহিত্য রিপোর্টাস ক্লাব নির্বাচনে প্রিন্স সভাপতি ডালিম সম্পাদক
  • সাধারণ জ্ঞান-১০: মে ২০২৫: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ জুন ২০২৫)
  • ইংরেজি ও জাপানি ভাষা জানলে বাড়তি সুবিধা