ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকস বিভাগে ২০২৫-২৬ সেশনে হেলথ ইকোনমিকস বিষয়ে এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।

প্রোগ্রামের বিবরণ—

১. ক্রেডিট সংখ্যা ৪৮টি, ১২টি কোর্স।

২. মেয়াদ ১৮ মাস, ৪ সেমিস্টার।

৩. আসনসংখ্যা : ৪০টি।

প্রোগ্রামের প্রধান বিষয়—

১. হেলথ ইকোনমিকস,

২.

হেলথ পলিসি ও প্ল্যানিং,

৩. ইকোনমিক্যাল ইভোলিউশন

৪. বায়োস্ট্যাটিকস ও এপিডারমিওলজি,

৫. ইকোনমিক ইভ্যালুয়েশন অব হেলথ কেয়ার,

৬, হেলথ প্রজেক্ট ডিজাইন ও প্রজেক্ট পেপার,

৭. ফার্মাসিউটিক্যালস,

৮. অ্যাডভান্সড হেলথ ইকোনমিকস,

৯. হসপিটাল ম্যানেজমেন্ট,

১০. রিসার্চ মেথোটলজি।

আরও পড়ুনউচ্চশিক্ষার সুযোগ সীমিত, বেতন কম, কারিগরিতে আগ্রহ হারাচ্ছেন শিক্ষার্থীরা৪ ঘণ্টা আগে

ভর্তির যোগ্যতা—

১. স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ব্যাচেলর ডিগ্রি, সিজিপিএ ২.৫ (৪.০–এর মধ্যে) পেতে হবে।

২. চাকরি করা প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৩. সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ৩ বছর অভিজ্ঞ গবেষক, এক্সিকিউটিভদের প্রাধান্য দেওয়া হবে।

৪. কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

পরীক্ষার বিস্তারিত—

১. সব প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

২. লিখিত পরীক্ষায় ফাংশনাল ইংলিশ, বিশ্লেষণী দক্ষতা পরীক্ষা করা হবে।

ভর্তির বিস্তারিত তথ্য—

১. আবেদন করার শেষ তারিখ : ৩০ জুন।

২. লিখিত পরীক্ষার তারিখ : ৪ জুলাই ২০২৫, শুক্রবার, সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত। মৌখিক পরীক্ষার সময় : দুপুর ১টা ৩০ মিনিটে।

৩. ক্লাসের সময় : প্রতি শুক্রবার। সকাল ৯টা থেকে ১২টা, বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।

* বিস্তারিত তথ্যের জন্য ওয়েসাইট

আরও পড়ুনসৌদি আরব সরকারের বৃত্তি, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আবেদনের সুযোগ১২ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

সাধারণ জ্ঞান-৭, এপ্রিল-২০২৫: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব

১. ফ্রান্স নির্মিত আধুনিক ও মাল্টি রোল যুদ্ধবিমান হলো—রাফাল। এটি নির্মাণ করে দাসো এভিয়েশন।

২. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাগরিকত্ব বিক্রির ঘোষণা দেন— ‘গোল্ড কার্ড’ নামে।

৩. ছাত্র-জনতার জুলাই আন্দোলনের দুই ক্যাটাগরিতে ১৪০১ জনকে— ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ।

৪. ‘স্বাধীনতা পুরস্কার’ প্রবর্তন করেন ১৯৭৭ সালে— রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বীর শহীদের স্মরণে এ পুরস্কার প্রবর্তন করা হয়।

৫. ঢাকার সাত সরকারি কলেজের প্রস্তাবিত নতুন নাম— ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।

৬. বাংলাদেশের ব্যাংকের বর্তমানে বিভাগ রয়েছে— ৬৫টি।

৭. বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত দেশের সংখ্যা— মোট ৩০টি। সর্বশেষ গাম্বিয়া।

৮. ‘জাতিসংঘ হাউস’ অবস্থিত হলো— ঢাকার গুলশানে।

৯. আফগানিস্তানের নারীদের সম্প্রচারের মাধ্যমের নাম—রেডিও বেগম।

১০. হাতি কূটনীতি শুরু করার দেশের নাম— মিয়ানমার।

১১. দুবাইয়ের অভিবাসী অধিদপ্তরের কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্ম হলো— ‘সালামা’।

১২. বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ (২০২৫ সাল)— বুরকিনা ফাসো। আফ্রিকা মহাদেশের পশ্চিম ভাগে অবস্থিত একটি রাষ্ট্র।

আরও পড়ুনএসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে বেশি নম্বর পেতে সাতটি কৌশল১০ মে ২০২৫

১৩. বাল্যবিবাহে বিশ্বে বাংলাদেশের অবস্থান— ৮ম। এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে।

১৪. বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান— ৩৫তম।

১৫. ২০২৫ সালে অস্কার লাভ করা তথ্যচিত্র হলো— ‘নো আদার ল্যান্ড’।

১৬. সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে ‘প্রতিবাদী তারুণ্য’ ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার ২০২৫ লাভ করেন— আবরার ফাহাদ (মরণোত্তর)।

আরও পড়ুনকম খরচ এবং সহজে ভিসার কারণে উচ্চশিক্ষায় বেছে নিতে পারেন এই ৫ দেশ০৮ মে ২০২৫

১৭. বিশ্বের অন্যতম রক্তদাতা হলেন— জেমস ক্রিস্টোফার হ্যারিসন। তার রক্তরসে বেঁচে গেছে ২৪ লাখ শিশুর প্রাণ।

১৮. ‘মেঘমল্লার’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হয় কথাসাহিত্যিক আক্তারুজ্জামান ইলিয়াসের গল্প—‘রেইনকোট’ অবলম্বনে।

১৯. বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটারের নাম— রোনাল্ড ড্রাপার (দক্ষিণ আফ্রিকা)।

২০. চাঁদে সফলভাবে অবতরণ করে বেসরকারি মার্কিন মহাকাশ যানের নাম— ‘ব্লু ঘোস্ট’।

আরও পড়ুনসাধারণ জ্ঞান-৬: এপ্রিল ২০২৫: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব০৪ মে ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১৩ মে ২০২৫)
  • আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের প্রজ্ঞাপনে কী লেখা আছে
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স, আবেদন শেষ ১৫ মে
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স, সুযোগ স্নাতক ডিগ্রিধারীদের
  • এনসিসি ব্যাংকের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৬৬.৬৭ শতাংশ
  • প্যারামাউন্ট টেক্সটাইলের ৯ মাসে মুনাফা বেড়েছে ১২.৫০ শতাংশ
  • বিএটির প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ২৩ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (১২ মে ২০২৫)
  • সাধারণ জ্ঞান-৭, এপ্রিল-২০২৫: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব