সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশের জন্য উপযুক্ত কি না, তা রাজনৈতিক দলগুলোকে বিবেচনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে জাতীয় নির্বাচন সামনে রেখে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার দাবিসহ নিত্যনতুন ইস্যু পলাতক ফ্যাসিস্টের পুনর্বাসনের পথ সুগম করে দিচ্ছে কিনা, সে প্রশ্নও তুলেছেন তিনি।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে ‘গণ-অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা এবং শহীদ, গুম-খুনের শিকার পরিবারের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তারেক রহমান এই আহ্বান ও প্রশ্ন রেখেছেন।

তারেক রহমান বলেন, ‘কোনো কোনো দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি তুলেছেন। বিশ্বের কোনো কোনো দেশে সংখ্যানুপাতিক নির্বাচনী বিধান রয়েছে। তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায়, ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা কতটুকু উপযোগী, বা উপযোগী কিনা ভেবে দেখার জন্য অনুরোধ রাখব।’ তিনি বলেন, ‘আমি মনে করি, নিত্যনতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি, এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে।’

তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি ছিলেন। তিনি ভিডিও বক্তব্য দেন।

খালেদা জিয়া রক্তস্নাত জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির সামনে আসা সুযোগ কাজে লাগাতে ঐক্য বজায় রাখার ওপর জোর দেন। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্টদের নির্মম অত্যাচার, গ্রেপ্তার, হত্যা, খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসকগোষ্ঠী। ছাত্রজনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। সুযোগ সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশে গড়বার। সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। তা দ্রুত সম্পন্ন করতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানান বিএনপির চেয়ারপারসন। তিনি বলেন, তাঁদের এই আত্মত্যাগ জাতি জাতি চিরকাল মনে রাখবে। গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার যাঁরা শিকার হয়েছেন, তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। ঐক্য বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং বিগত আওয়ামী লীগের সময় গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনেরা উপস্থিত ছিলেন।

সভায় ভিডিও বার্তা দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত র ক রহম ন ব যবস থ ব এনপ র ত করত

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের মিলাদ ও দোয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী আব্দুল কাদির জিলানী হিরার আয়োজনে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নাসিক ৪ নং ওয়ার্ডের আটি হাউজিং এলাকায় একটি মাদ্রাসায় এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

নাসিক ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মৃদুলের সঞ্চালনায় উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, দাম্মাম বিএনপির সভাপতি রিপন মোল্লা, নাসিক ৪ নং ওয়ার্ড বিএনপির সিনি: যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান সেন্টু, সরকারী তোলারাম কলেজের ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয়, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ফাহিম চৌধুরি, মহানগর ছাত্রদলের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক রাসেল আহম্মেদ, সাবেক সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক ইস্রাফিল হোসেন, সদর থানা ছাত্রদল নেতা ফাহিম, ফাহাদ, দিগন্ত, রিয়াজ, নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, নাসিক ১ নং ওয়ার্ড ছাত্রদল নেতা রাকিব, মেহেদী, আজমীর, নাসিক ৩ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সিহাব, রাকিব, রাব্বি, নাসিক ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা আনন্দ ইসলাম রাফি, ইয়াছিন মির্জা, রুবেল, আল আমিন, মতিউর, ফারুক, নাসিক ৫ নং ওয়ার্ড ছাত্রদল নেতা আরিয়ান রাকিব, নাসিক ৯ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সিয়াম, জুয়েল, শাহ পরাণ, নাসিক ১০ নং ওয়ার্ড ছাত্রদল নেতা হাবিব, নাহিদ, উৎসব, দিগন্ত প্রমুখ।

দোয়া ও মিলাদ মাহফিলে ছাত্রদল নেতা হিরা বলেন, আমরা এমন একজন নেত্রীর জন্মদিন পালন করছি যিনি ছিলেন আপোষহীন নেত্রী। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা একাধিকবার আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে নানা ভাবে প্রলোভন দেখিয়ে ছিলেন।

জনগণের ভোট হরন করে অবৈধভাবে দিনের ভোট রাতে হয়েছিলো সেই নির্বাচনে অংশ গ্রহন করার জন্য নানা ভাবে চাপে ফেলা হয়েছিলো। দেশের মানুষের কথা চিন্তা করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছিলেন।

যার ফলে আমাদের আপোষহীন নেত্রীকে কারাভোগও করতে হয়েছে। তাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় সকলেই দোয়া করবেন।

সম্পর্কিত নিবন্ধ

  • জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড
  • সরকার উৎখাতের যড়যন্ত্রের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
  • খালেদা জিয়াকে কারাগারে ফুড পয়জনে হত্যার চেষ্টা করা হয়েছিল: পিন্টু
  • বঙ্গবন্ধুর স্মরণে শোকসভা, নরসিংদীতে আ.লীগ নেতা আটক
  • খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের মিলাদ ও দোয়া
  • পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে ‘অনুপ্রবেশ’কে হাতিয়ার করতে চাইছেন মোদি
  • হংকংয়ের কারাবন্দী নেতা জিমি লাইকে ‘রক্ষায়’ জোর চেষ্টা চালাবেন ট্রাম্প
  • ৩১ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার ঘটনায় ডিইউজের উদ্বেগ
  • বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট আ.লীগ ও তাদের দোসররা
  • আবার জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে: জামায়াত