ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ড. সাঈদ-উর রহমানের একটি বইয়ের নাম ‘অনিশ্চিত গন্তব্যে বাংলাদেশ’। বইটির প্রকাশকাল নব্বইয়ের দশকের শেষ ভাগ। বইটিতে তিনি সে সময়ের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে দেশের অনিশ্চিত গন্তব্যে যাত্রার কথা তুলে ধরেছিলেন। তারপর কেটে গেছে প্রায় ৩০ বছর। কিন্তু এখনও আমাদের দেশের সঠিক গন্তব্য ঠাহর করা যাচ্ছে না। একটি প্রশ্ন প্রায়ই শুনতে হয়– ‘ভাই, কোন দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি?’ এ প্রশ্নের সঠিক জবাব কারও কাছে আছে বলে মনে হয় না। সবাই ধন্দে পড়ে গেছেন বাংলাদেশ নামে এই জাতি-রাষ্ট্রটির গন্তব্য নিয়ে।
দীর্ঘ সাড়ে ১৫ বছর রাষ্ট্রক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিলেন শেখ হাসিনা। ক্ষমতায় টিকে থাকতে তিনি ভোট কারচুপি, ভোটারবিহীন নির্বাচন, আইশৃঙ্খলা বাহিনীর যথেচ্ছ ব্যবহার-অপব্যবহার করে বিরোধী দলকে দমন, মতপ্রকাশের স্বাধীনতা হরণসহ এমন কোনো হীনপন্থা নেই, যা গ্রহণ করেননি। শুধু আওয়ামী লীগের কর্মী-সমর্থক ছাড়া দেশের প্রায় সব মানুষ সেই দুঃশাসন থেকে যে কোনো উপায়ে মুক্তি কামনা করছিল প্রতি মুহূর্তে।
শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনকালের শেষ দিকে মানুষ তেমনি বলত– কবে শেষ হবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি? আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির আন্দোলনে একের পর এক ব্যর্থতায় মানুষ হয়ে পড়েছিল হতাশ। অনেকেরই মনে এই প্রতীতি জন্মেছিল, এই অমানিশার অন্ধকার বোধ হয় কাটবে না। ঠিক এমন সময়ে সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নিয়ে শেখ হাসিনার পতন ঘটায়। আওয়ামী লীগ বাদে গোটা দেশের মানুষ সেই পরিবর্তনকে স্বাগত জানায়।
এক পর্যায়ে গঠিত হয় ড.
এরই মধ্যে দেশে নতুন রাজনৈতিক মেরূকরণ শুরু হয়েছে। জুলাই আন্দোলনের অগ্রভাগে থাকা শিক্ষার্থীরা সরকারের অংশীদারিত্বসহ সর্বক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যাপৃত হয়। এরই মধ্যে তারা একটি রাজনৈতিক দলও গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি নামে। বিভিন্ন জাতীয় ইস্যুতে চাপ দিয়ে দাবি আদায়ের প্রবণতা তাদের পেয়ে বসেছে। অনেকেই নতুন সংগঠনকে অন্তর্বর্তী সরকারের ‘বাই প্রডাক্ট’ হিসেবে দেখছেন।
দলটির সর্বশেষ সাফল্য হলো সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করানো। ৮ মে রাতে সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের দেশত্যাগের ঘটনাকে উছিলা করে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন শুরু করে। প্রথমে তারা এ দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ঘেরাও করলেও পরে তা শাহবাগ চৌরাস্তায় সরিয়ে নেয়। তাদের সঙ্গে যোগ দেয় জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক সংগঠন। তিন দিনের মাথায় অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি বৈঠক ডেকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। আর পরদিন নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।
গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ছিল সবার। কিন্তু তখন সরকারের উপদেষ্টারা বলেছিলেন, তেমন চিন্তাভাবনা নেই। এ অবস্থায় রাজনীতির অংশীজনের সঙ্গে আলোচনা না করে কেন এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো?
এদিকে শাহবাগ চৌরাস্তার আন্দোলনে আহ্বান জানানো সত্ত্বেও বিএনপি অংশগ্রহণ না করায় এনসিপি ও তদীয় সঙ্গীরা দলটির ওপর বেজায় নাখোশ। যার বহিঃপ্রকাশ ঘটেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা প্রচারের পর শাহবাগে ‘বিএনপি ভুয়া’ বলে ধ্বনি দেওয়া এবং বিএনপিকেও নিষিদ্ধ করতে হবে বলে একটি অংশের দাবি জানানোর ঘটনায়। একই সঙ্গে সমাবেশে জাতীয় সংগীত পরিবেশন করা হলে এক দল লোকের আপত্তি এবং তা বন্ধ করে দেওয়া জাতীয় ইতিহাসকে মুছে ফেলার ইঙ্গিত কিনা– সে প্রশ্নও দেখা দিয়েছে।
বিদ্যমান পরিস্থিতিতে অনেকেই সন্দেহ পোষণ করেন, নবগঠিত এনসিপির জন্য পর্যাপ্ত পরিসর তৈরি করতে অন্তর্বর্তী সরকার নানা কায়দাকানুন করছে। এ ক্ষেত্রে বিএনপির একসময়ের জোট ও ভোটসঙ্গী দলটির মদত রয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর এখন তারা বিএনপির দিকে হাত বাড়ানোর চেষ্টা করছে। যদিও বিএনপিকে নিষিদ্ধ করার মতো কোনো সুযোগ বা ক্ষমতা এদের নেই, তবে নানা রকম অসংগত চাপে ফেলে দলটিকে পর্যুদস্ত করে রাখা তাদের সম্মিলিত উদ্দেশ্য হতে পারে।
এদিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নতুন সংবিধান প্রণয়নে দুই থেকে তিন বছর সময় লাগবে। তাঁর এ উক্তি কি ‘অন্তর্বর্তী’ শাসন প্রলম্বিত করার ইঙ্গিত? উদ্ভূত পরিস্থিতিতে জনমনের প্রশ্ন– বাংলাদেশ সঠিক গন্তব্যে এগিয়ে যেতে পারবে, নাকি পথ হারাবে?
মহিউদ্দিন খান মোহন: সাংবাদিক ও
রাজনীতি বিশ্লেষক
উৎস: Samakal
কীওয়ার্ড: র জন ত ন ষ দ ধ কর র র জন ত ক পর স থ ত সরক র র ব এনপ আওয় ম
এছাড়াও পড়ুন:
মাদ্রিদে বসে ব্রাজিল নিয়ে যা বললেন আনচেলত্তি
৩ ম্যাচ, ১১ দিন—এরপরই কার্লো আনচেলত্তি পুরোপুরি হয়ে যাবেন ব্রাজিলের।
দুদিন দিন আগে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে তাঁকে কোচ করার ঘোষণা দেয়। এরপরই শুরু নানা আলোচনা—পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নেওয়ার কী কারণ, রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি মেয়াদ এক বছর বাকি থাকার পরও কেনই–বা ব্রাজিলকে ‘হ্যাঁ’ বলা।
গতকাল মাদ্রিদে হওয়া সংবাদ সম্মেলনে এ বিষয়গুলো নিয়েই একাধিক উত্তর দিতে হয়েছে আনচেলত্তিকে। ব্রাজিলের হবু কোচ অবশ্য মন খুলেই কথা বলেছেন। জানিয়েছেন রিয়ালের হয়ে শেষ তিনটা ম্যাচ জয়ে রাঙাতে চান।
আরও পড়ুনযে তিন কারণে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারেন আনচেলত্তি৮ ঘণ্টা আগেলা লিগায় আজ রাতে মায়োর্কার বিপক্ষে খেলবে রিয়াল। এরপর ১৮ মে সেভিয়া আর ২৫ মে রিয়াল সোসিয়েদাদ ম্যাচ দিয়ে মাদ্রিদ অধ্যায়ের ইতি টানবেন আনচেলত্তি। তার আগে শেষটা সুন্দর হোক, সেটাই চাওয়া তাঁর, ‘শেষ ম্যাচগুলো সব সময় কঠিনই হয়। দলে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় নেই। তারপরও চেষ্টা থাকবে ভালো কিছু করে তিনটা ম্যাচ জয়ের।’
২৬ মে থেকে আনচেলত্তি কাগজে–কলমে ব্রাজিলের কোচ। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঘর সাজাতেই তো তাঁকে নেওয়া। কিন্তু এখনই দল গোছানোর কাজে মন দিতে চান না এই ইতালিয়ান কোচ, ‘২৬ মে থেকে আমি ব্রাজিলের কোচ। তখন তাদের জন্য অনুভূতিটাও কাজ করবে। এটা গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ। কিন্তু এখনো আমি রিয়াল মাদ্রিদের কোচ। এই দারুণ যাত্রাটা সুন্দরভাবে শেষ করতে চাই। আমি জানি, যেটা আমি করতে চাই, সেটা নিয়ে তারাও (ব্রাজিল) আগ্রহী হবে। আমি এসব নিয়ে সেদিন থেকে ভাবব, যেদিন এখান থেকে বিদায় নেব। কারণ, এই ক্লাব এবং ক্লাবের সমর্থকদের আমি সম্মান করি।’
রিয়ালও আনচেলত্তিকে রাজসিকভাবে বিদায় জানাতে প্রস্তুত। এরই মধ্যে আনুষ্ঠানিক বিবৃতিতেও সেই আভাস মিলেছে। আনচেলত্তির চলে যাওয়ার খবরটা ইতিবাচকভাবেই নিয়েছে রিয়াল।
রিয়াল মাদ্রিদের সংবাদ সম্মেলন কক্ষ ছেড়ে যাচ্ছেন আনচেলত্তি। এই দৃশ্য আর বেশি দিন দেখা যাবে না