চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সভা থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে বিএনপির এক নেতা বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে অভিযোগটি করেন এক্সটেনসিভ মিডিয়া নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ সরোজ বড়ুয়া। 

জানা যায়, প্রতিষ্ঠানটি চসিকের সৌন্দর্যবর্ধন কাজের দরপত্রে অংশ নিয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সিটি মেয়র ধারাবাহিক সভা করছেন। গত সোমবার চসিকের টাইগারপাস কার্যালয়ে সভা বসে। এ সময় সভায় উপস্থিত থাকা ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা মিনহাজুল আলমকে নগর বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম স্বপন বের করে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। তবে অভিযোগ অস্বীকার করেছেন স্বপন। 
সরোজ বড়ুয়ার অভিযোগ, গত সোমবার সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা ডাকেন মেয়র। দুপুর ২টার দিকে তাঁর প্রতিষ্ঠানের কর্মকর্তা মিনহাজুল সভাকক্ষে উপস্থিত হন। এ সময় বিএনপি নেতা স্বপন তাঁকে ধাক্কা দিয়ে বের করে দেন। বের না হলে পিটিয়ে বের করবেন বলেও হুমকি দেন। পরে মিনহাজুল সভাকক্ষ থেকে বেরিয়ে যান।

মিনহাজুল বলেন, ‘মেয়রের সঙ্গে সকাল ১০টা থেকে পূর্বনির্ধারিত সভা ছিল। দুপুর একটা পর্যন্ত আমার প্রতিষ্ঠানকে পরিকল্পনা তুলে ধরতে ডাকা হয়নি। বিরতির সময় মেয়রকে বিষয়টি জানানো হলে তিনি ২টার পর সভাস্থলে আসতে বলেন। পৌনে দুইটার দিকে উপস্থিত হলে বিএনপি নেতা স্বপন আমাকে বের করে দেন।’

বিএনপি নেতা স্বপনের দাবি, ‘অভিযোগটি মিথ্যা ও বানোয়াট। সোমবার আমি সিটি করপোরেশনেই যাইনি। সিসি ক্যামেরা দেখুন, এ ধরণের কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত না।’

চসিকের নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর সমকালকে বলেন, ‘সোমবার সোয়া ২টা থেকে সভা শুরু হয়ে ৪টা পর্যন্ত চলে। শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়েছে। এ ধরণের কোনো ঘটনা আমার সামনে ঘটেনি। কেউ অভিযোগও করেনি।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কর মকর ত স মব র ব র কর ব এনপ স বপন

এছাড়াও পড়ুন:

প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া

আফগানিস্তানের তালেবানশাসিত সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে রাশিয়া এ সরকাকে স্বীকৃতি দিলো। এর আগে চীন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান ও পাকিস্তান কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ করলেও তালেবান সরকারের চার বছরের শাসনামলে রাশিয়াই একমাত্র দেশ যারা তাদের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলো। রাশিয়ার এ সিদ্ধান্তকে ‌‘সাহসী’ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। খবর-বিবিসি 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তান’কে আনুষ্ঠানিক স্বীকৃতি দ্বিপাক্ষিক কার্যকর সহযোগিতার পথে গতি আনবে। রাশিয়া জানিয়েছে, তারা জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামো খাতে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা দেখছে। সন্ত্রাস ও মাদক চোরাচালানের বিরুদ্ধে কাবুলকে সহযোগিতা অব্যাহত রাখবে রাশিয়া। 

এর আগে কাবুলে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনোভের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন মুত্তাকি। সেখানে দিমিত্রি আনুষ্ঠানিকভাবে রুশ সরকারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানকে জানিয়ে দেন। এই স্বীকৃতিকে মুত্তাকি ‘ইতিবাচক সম্পর্কের নতুন অধ্যায়, পারস্পরিক সম্মান এবং গঠনমূলক অংশীদারিত্ব’ এর সূচনা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘এটি অন্য দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’
 

সম্পর্কিত নিবন্ধ