দেশের ই-কমার্স খাতের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ৩১ মে হওয়ার কথা থাকলেও আজ বুধবার এক চিঠিতে নির্বাচন স্থগিত করেছে ই-ক্যাবের নির্বাচন বোর্ড। বিষয়টি স্বীকার করে ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল; কিন্তু আজ নির্বাচন স্থগিত করা হয়েছে। এর আগে ই-ক্যাবের কয়েকজন সদস্য ভোটার হতে না পারায় ও নির্বাচনে ভোটার সংখ্যা কম থাকার অজুহাতে নির্বাচন পেছানোর আবেদন করেছিলেন। আমরা সে আবেদন আমলে নিইনি, কারণ তাঁদের সংখ্যা ছিল খুবই কম। কিন্তু তাঁরা পরে বাণিজ্য মন্ত্রণালয়ে নির্বাচন স্থগিতের আবেদন করেন। আমরা নতুন তারিখ ঘোষণা করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করব।’

নির্বাচন স্থগিত করার বিষয়ে ই-ক্যাবের নির্বাচন বোর্ডের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদি দ্বিবার্ষিক-বার্ষিক নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ড কর্তৃক গত ৩ মার্চ ২০২৫ তারিখে ঘোষিত নির্বাচন তফসিলের সার্বিক কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।’ নির্বাচন স্থগিত সম্পর্কে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে নির্বাচন বোর্ডের সদস্য শাহাদাৎ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে ‘টিম ইউনাইটেড’ ও ‘টিম টাইগার’ নামের দুটি প্যানেল ঘোষণা করেছেন আগ্রহী প্রার্থীরা। নিজেদের প্যানেলের পক্ষে সদস্যদের কাছে প্রচারণাও চালাচ্ছিলেন তাঁরা। আর তাই হঠাৎ করে নির্বাচন স্থগিত হওয়ায় বেশ ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ সদস্য ও প্রার্থীরা। এ বিষয়ে টিম টাইগার প্যানেলের প্রার্থী মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ‘কোনো কারণ ছাড়াই নির্বাচন স্থগিত করা হয়েছে। মাত্র এক–দুজন সদস্য নির্বাচন পেছানোর দাবি করেছেন। এর আগেও নির্বাচন পেছানো হয়েছে। নির্বাচন স্থগিতের পর নতুন করে ভোটার হওয়ার সুযোগ দেওয়া কতটুকু ভালো হবে, তা আমার জানা নেই। আমরা ই-ক্যাব কর্তৃপক্ষের কাছে নির্বাচন পেছানোর কারণ জানতে চেয়েছিলাম। তাঁরা জানিয়েছেন, ই-ক্যাব কার্যালয় থেকে কোনো কিছু করা হয়নি। বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে।’

আরও পড়ুনই-ক্যাব নির্বাচনে ‘টিম টাইগার’ প্যানেলের আত্মপ্রকাশ১২ মে ২০২৫

টিম ইউনাইটেড প্যানেলের প্রার্থী মোছা জান্নাতুল হক বলেন, ‘নির্বাচন স্থগিত হওয়াটা সদস্য, ভোটার ও প্রার্থী সবার জন্য খুবই হতাশাজনক। দীর্ঘদিন প্রশাসক থাকার কারণে সংগঠনের নীতিনির্ধারণী বিভিন্ন কাজ ঠিকমতো করা যাচ্ছে না। এর ফলে উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি  সংগঠনও পিছিয়ে পড়ছে। এর আগেও একবার নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছিল। এভাবে চলতে থাকলে ই-ক্যাবের সদস্যদের গণতান্ত্রিক চর্চা ব্যাহত হবে এবং সংগঠন হিসেবে ই-ক্যাব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ই-কমার্স খাতের উন্নয়নে এই স্থগিতাদেশ প্রত্যাহার করে যথা সময়ে নির্বাচন আয়োজন চাই আমরা।’

উল্লেখ্য, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার রয়েছেন ৫০২ জন।

আরও পড়ুনই-ক্যাব নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করল ‘টিম ইউনাইটেড’০৯ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সদস য স গঠন

এছাড়াও পড়ুন:

৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা

হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।

‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।

‘টুরিস্ট ফ্যামিলি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ

  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৩০ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা