মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আলমগীর মিয়া (২৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবককে চোর সন্দেহে খুঁটিতে বেঁধে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালং গ্রামে এ ঘটনা ঘটে। 

আলমগীর উপজেলার পতনঊষার ইউনিয়নে রসুলপুর গ্রামের আলতা মিয়ার ছেলে। তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

জানা যায়, গত সোমবার আলমগীর স্থানীয় নয়াবাজার থেকে পথ হারিয়ে টিলাগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডে চলে যান। সেখানে চোর সন্দেহে তাকে আটক করা হয়। স্থানীয় ইউপি সদস্য কয়ছর রশীদের উপস্থিতিতে কয়েকজন মিলে খুঁটিতে বেঁধে তাকে বেধড়ক পেটানো হয়। পরে সিএনজিচালিত অটোরিকশায় তার বাড়ির পাশে তাকে রেখে যায়।

আলমগীরের চাচাতো ভাই আবু রায়হান বলেন, ‘আমার ভাই মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী। মঙ্গলবার ভোরে আহত অবস্থায় সে বাড়িতে আসে। সে কোথায় ছিল কিছু বলতে পারছে না। শুধু বলছে, তাকে চোর সন্দেহে খুব মারধর করা হয়েছে। সে অনেকবার অনুরোধ করছে তাকে না মারার জন্য, কিন্তু কেউ তার কথা শোনেনি। এমন মেরেছে যে শরীর থেকে রক্ত পড়ছিল। পরবর্তীতে আমরা জেনেছি, ইউপি সদস্য কয়ছর রশীদের উপস্থিতিতে এলাকার কয়েকজন খুব পিটিয়েছে তাকে। সে বাড়ি ঠিকানা যতটুকু পেরেছে, বলেছে। বাবা-চাচার নাম বলেছে, তার পরও সবাই থাকে পিটিয়ে রক্তাক্ত করেছে। এ ঘটনায় আমরা কুলাউড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে ইউপি সদস্য কয়ছর রশীদ বলেন, ‘আমি যাওয়ার আগে লোকজন চোর সন্দেহ হয়তো পিটিয়েছে। আমার এলাকায় কিছুদিন আগে ২টি ডাকাতির ঘটনা ঘটেছে। এজন্য এলাকাবাসী চোর সন্দেহ করেছে। পরে প্রতিবন্ধী বুঝতে পেরে বাড়িতে পাঠিয়েছি।’

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.

কনক কান্তি সিনহা বলেন, প্রতিবন্ধী আলমগীরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ 

উৎস: Samakal

কীওয়ার্ড: আলমগ র উপজ ল

এছাড়াও পড়ুন:

নৌপথে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছি : নৌ পুলিশ না’গঞ্জ 

“দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‎নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ নারায়ণগঞ্জ নদী বন্দর বিআইডব্লিউটির এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎‎সোমবার (১২ মে) বিকেলে নারায়নগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন বিআইডব্লিউটিএর ভবনে নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আলমগীর হোসেন। 

‎এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ‎নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন বলেন, নৌপথে চাঁদাবাজির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স জারি করেছি। পুলিশ থাকবে আর কোনো চাঁদাবাজ থাকবে না, এটাই শেষ কথা। আপনাদের যদি কোন তথ্য থাকে, সেটা দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আমরা পরিচয় গোপন রেখে তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

নদী দূষণ প্রসঙ্গে আলমগীর হোসেন বলেন, নদী দূষণ হওয়ার জন্য আমরা সবাই দায়ী। নারায়ণগঞ্জে আগে নদীর যে নাব্যতা ছিল, সেই নাব্যতা এখন আর নেই। কলকারখানার বর্জ্য এসে নদী যেভাবে দূষণ করছে এটা যেমন ঠিক, তেমনি আমরাও বিভিন্নভাবে বর্জ্য ফেলে নদীকে দূষিত করছি। তাই টার্মিনালে মাইকিং এর মাধ্যমে এ বিষয়ে সকল যাত্রীদের সচেতন করার আহবান জানাচ্ছি।

‎নারায়ণগঞ্জ নদী বন্দর বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক মুহাম্মদ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও  নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ নারায়ণগঞ্জ নদী বন্দর এর উপ-পরিচালক মোহাম্মদ নাহিদ হোসেন এর সার্বিক তত্বাবধানে এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ডিইপিটিসি বিআইডব্লিউটি এর অধ্যক্ষ মোহাম্মদ শাজাহান, নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) একেএম আমিনুল হক, শ্রমিক নেতা মাহমুদ হোসেন ও মোঃ সাত্তার সহ বিভিন্ন কর্মকর্তা।
 

সম্পর্কিত নিবন্ধ

  • কুলাউড়ায় চোর সন্দেহে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণকে খুঁটিতে বেঁধে নির্যাতন
  • চুয়াডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর ভুট্টাখেত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • পরিচালক ও সাবেক এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সাউথইস্ট ব্যাংকের
  • চোখের চিকিৎসা নিতে ব্যাংকক গেলেন মির্জা ফখরুল
  • চোখের চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে ফখরুল
  • জমি দখল উচ্ছেদ অপমান সইতে না পেরে আত্মহত্যা
  • নৌপথে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছি : নৌ পুলিশ না’গঞ্জ 
  • আমাদের একরকম মেরে ফেলা হয়েছে: ওমর সানী