রাজধানীর মোহাম্মদপুরে ‘ছিনতাইয়ের সময়’ দুইজনকে ধরে জনতা পিটুনি দেওয়ার পর হাসপাতালে একজন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় এ ঘটনায় নিহত যুবকের নাম রাকিব (২৮)। আহত মিলন (৩৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, সকালে কয়েকজন যুবক বসিলার ওই আবাসিক এলাকায় দেশি অস্ত্রসহ ছিনতাইয়ে নেমেছিল। এসময় স্থানীয়রা জড়ো হয়ে দুইজনকে ধরে ফেলেন। বাকিরা পালিয়ে যান। গণপিটুনিতে আহত দুইজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাকিব নামের একজন মারা যান।

তিনি বলেন, রাকিবের বিরুদ্ধে এর আগে মোহাম্মদপুর থানায় একটি চুরির মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প ট য় হত য ম হ ম মদপ র

এছাড়াও পড়ুন:

হুইসেন আসছেন রিয়ালে, কারেরার সঙ্গে আলোচনা শুরু 

ক্লাব বিশ্বকাপের আগেই অন্তত তিনটি চুক্তি সম্পন্ন করতে চায় রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে লিভারপুলের রাইট ব্যাক ট্রেন্ট অ্যালেক্সজান্ডার অর্নাল্ডের লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দেওয়ার বিষয়টি একপ্রকার নিশ্চিত হয়েছে।

কথা-বার্তা পাকা হয়ে গেছে বোর্নামাউথের ২০ বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার ডিন হুইসেনের সঙ্গে। এবার বেনফিকার ২২ বছর বয়সী স্প্যানিশ লেফট ব্যাক আলভারো কারেরাসের সঙ্গে আলোচনা শুরু করেছে রিয়াল মাদ্রিদ বোর্ড।

হুইসেনসে দলে নিতে লিভারপুল ও আর্সেনাল মুখিয়ে ছিল। তার রিলিজ ক্লজের ৫০ মিলিয়ন ইউরো দিতেও প্রস্তুত ছিল প্রিমিয়ার লিগের ক্লাব দুটি। রিয়াল মাদ্রিদ ওই লড়াইয়ে যোগ দেওয়ায় অন্যদের আশা শেষ হয়ে গেছে। তবে ৫০ মিলিয়ন দিয়েই তরুণ এই ডিফেন্ডারকে কিনতে হচ্ছে রিয়ালের।

তার সঙ্গে ৫ বছরের চুক্তি করতে যাচ্ছে লস ব্লাঙ্কোস বোর্ড। তবে বোর্নামাউথকে চুক্তির সব অর্থ এখন পরিশোধ করবে না। শর্তে ২০২৬ মৌসুম শেষে অর্থ পরিশোধের বিষয়টি উল্লেখ থাকছে। ক্লাব বিশ্বকাপের জন্য ১ থেকে ১০ জুন পর্যন্ত দলবদলের সংক্ষিপ্ত দরজা খোলা হবে। রিয়াল ওই সময়ে তার সঙ্গে সম্পন্ন করতে পারে আনুষ্ঠানিক চুক্তি।

হুইসেনের জন্ম নেদারল্যান্ডসে। ডাচদের জার্সিতে বয়সভিত্তিক দলে খেলেছেন তিনি। তবে শৈশবে পরিবারের সঙ্গে স্পেনে চলে আসা হুইসেন স্পেন অনূর্ধ্ব-২১ দলের পর স্পেন জাতীয় দলকে বেছে নেন। জুভেন্টাসে যোগ দিয়ে এক মৌসুম রোমায় ধারে খেলে চলতি মৌসুমে বোর্নামাউথে যোগ দেন ৬ ফিট ৫ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার। সের্গিও রামোস তার আদর্শ ফুটবলার।

কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ার পর জাবি আলোনসো দলটির কোচের দায়িত্ব নেবেন। আলোনসোর পছন্দ ২২ বছর বয়সী কারেরাস। তরুণ এই লেফট ব্যাক গতিময় এবং আক্রমণে ভালো ভূমিকা রাখতে পারেন। আলোনসোর কৌশলের সঙ্গে মানানসই। যে কারণে এসি মিলানের থিও হার্নান্দেজকে উপেক্ষা করে হুইসেনকে দলে আনতে যাচ্ছে রিয়াল। তাকে ২০ মিলিয়নের মধ্যে পেতে পারে ব্লাঙ্কোসরা।

এই তিন চুক্তি সম্পন্ন হয়ে গেলে ক্লাব বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদ একজন অ্যাটাকিং মিডফিল্ডার দলে ভেড়ানোর জোর চেষ্টা করতে পারে। টনি ক্রুসের পর লুকা মডরিচ বার্নাব্যু ছাড়তে যাচ্ছেন। তাদের শূন্যস্থান পূরণে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট একজন মিডফিল্ডার কিনবেন বলেও জানা গেছে।

সম্পর্কিত নিবন্ধ

  • মোহাম্মদপুরে ‘ছিনতাইয়ের সময়’ ধরা, রাকিবকে পিটিয়ে হত্যা
  • যোগসূত্র
  • এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান কাইজার এ চৌধুরী
  • তথ্য উপদেষ্টার ওপর বোতল নিক্ষেপকারী শনাক্ত, ‘কম সময়ের মধ্যে’ গ্রেপ্তারের আশা পুলিশের
  • ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের পাঁচ ইউনিটের নতুন কমিটি
  • হুইসেন আসছেন রিয়ালে, কারেরার সঙ্গে আলোচনা শুরু 
  • নারায়ণগঞ্জে অটোরিকশাচালককে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড
  • ফতুল্লায় দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১
  • ফতুল্লায় হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতার ভাতিজা গ্রেপ্তার