বিশ্বজুড়ে ক্ষুধা পরিস্থিতি ২০২৪ সালে নতুন মাত্রায় পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত বছর ৫৩টি দেশ ও অঞ্চলে ২৯৫ মিলিয়নেরও বেশি মানুষ চরম খাদ্য সংকটে ছিল। ২০২৫ সালে এ পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘের সহযোগিতায় তৈরি ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস-২০২৫’ বলছে, টানা ছয় বছর ধরে বাড়ছে খাদ্য সংকট ও শিশু অপুষ্টির হার। সংঘাত, চরম আবহাওয়া এবং অর্থনৈতিক ধাক্কাই এ অবস্থার মূল কারণ।
২০২৪ সালে শুধু সংঘাতের কারণে ২০টি দেশে ১৪ কোটিরও বেশি মানুষ খাদ্য সংকটে পড়েছে। সুদান, গাজা, হাইতি ও মালিতে এ পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। ইতোমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে সুদানে। দাতা দেশগুলোর তহবিল কমিয়ে দেওয়ায় ২০২৫ সালের পূর্বাভাস ‘উদ্বেগজনক’ বলে সতর্ক করেছে জাতিসংঘ। আলজাজিরা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল বুধবার (২৯ অক্টোবর) থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষা শুরুর আগে অভিভাবকের সঙ্গে এক পরীক্ষার্থী