হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ, বিক্ষোভ
Published: 16th, May 2025 GMT
কুলাউড়া উপজেলার হাজীপুরে কলেজছাত্র রাজু আহমদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় এলাকাবাসী।
গতকাল শুক্রবার হাজীপুর ইউনিয়নের পীরেরবাজারে স্থানীয় দুই শতাধিক বাসিন্দার উপস্থিতিতে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পরে বাজারে একটি বিক্ষোভ মিছিলও করেন এলাকাবাসী।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ব্যক্তিগত ইস্যুতে বিলেরপাড় গ্রামের সুফিয়ান মিয়া ও সুলতান আহমদ পাখির লোকজন ৩০ মার্চ রাজুকে চেয়ারম্যানের বাগানের চৌমুহনী থেকে তুলে নেয় এবং তাদের বাড়িতে নিয়ে অমানবিক নির্যাতন চালায়। তারা রাজুর হাত-পা ভেঙে দেয় এবং বেধড়ক হাতুড়িপেটা করে। রাজুর মা পরিজা বেগম ৯৯৯ এ কল দিয়ে সহযোগিতা চাইলে ওই রাতে পুলিশ রাজুকে উদ্ধার করে। ঘটনার দেড় মাস পরও হামলাকারীদের কেউ ধরা পড়েনি।
কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা আতিক হোসেন, আবুল কালাম, তারেক আহমদ, আক্তার আলী, মো.
আত্মীয়তার সূত্র ধরেই সুলতান আহমদ পাখির মেয়ের সঙ্গে পরিচয় এবং এক পর্যায়ে সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রস্তাব নিয়ে উভয় পরিবারের মধ্যে মনোমানিল্য দেখা দেয়। যার জের ধরে রাজুকে তুলে নিয়ে নির্যাতন করা হয়।
এদিকে নির্যাতনের দিন রাতে গুরুতর আহত হওয়ার বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবগত করে সিলেটে ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে যায় রাজু। এ সুযোগে নিজেদের নিরাপদ রাখতে উল্টো রাজুর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেন সুলতান আহমদ পাখি।
হাজীপুর ইউপি চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুল বলেন, তারা আত্মীয়। ছেলেটি গুরুতর আহত হয়েছে। সর্বশেষ বৈঠকে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় বৈঠক মুলতবি করা হয়।
কুলাউড়া থানার ওসি গোলাম আপছার বলেন, আহত হয়ে থানায় এলে ছেলের মাকে বলা হয়েছিল। তারা চিকিৎসা নিতে গিয়ে আর আসেনি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নানকের স্ত্রী-কন্যাসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু নার্গিস, মেয়ে এস. আমরীন রাখীসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বুধবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক চার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ, তার ছেলে ও ব্যাংকটির পরিচালক কাজী খুররম আহমদ, মশিউর সিকিউরিটিজ সিটি সেন্টারের চেয়ারম্যান মশিউর রহমান, পরিচালক মোগল জান রহমান ও জিয়াউল হাসান চিশতী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কমিশনার আবুল কাসেম কাসু, তার স্ত্রী আসমা কাসেম, মেয়ে উম্মে কুলসুম ও ছেলে আশরাফ ফজল অনিক।
আরো পড়ুন:
স্বামীসহ সাবেক এমপি রুবিনার বিরুদ্ধে মামলা
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির দুর্নীতি অনুসন্ধানে দুদক
নানক পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ-পরিচালক মনিরুজ্জামান।
আবেদনে বলা হয়, জাহাঙ্গীর কবির নানক একং অন্যান্যদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্টদের বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।
ঢাকা/এম/মাসুদ