সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় পুকুর খননকারীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে যুবদল ও কৃষক দলের তিন নেতাকর্মীকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় তাদের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। ওই গণপিটুনির ১ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানিয়েছেন, ওই তিন জনকে শুক্রবার (১৬ মে) বিকেলে রায়গঞ্জের ধুবিল ইউনিয়নের নইপাড়া এলাকায় পিটুনি দেয় এলাকাবাসী। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

গণপিটুনির শিকার হওয়া ব্যক্তিরা হলেন—সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, সদস্য রোকনুজ্জামান খোকন ও সলঙ্গা থানা কৃষক দলের সদস্য সচিব আব্দুস সোবহান।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম ও আরব আলী জানিয়েছেন, শুক্রবার বিকেলে শহিদুল ইসলামের পুকুর খনন চলাকালে সাত-আটটি মোটরসাইকেলে করে আট-দশ জন এসে চাঁদা দাবি করেন। এ সময় এলাকার বিক্ষুব্ধ নারী-পুরুষরা তাদের তিন জনকে আটকে রেখে গণপিটুনি দেন। বাকিরা পালিয়ে যায়। উত্তেজিত জনতা তাদের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। 

ফেসবুকে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিক্ষুব্ধ জনতা যুবদল ও কৃষক দলের ওই নেতাকর্মীদের আটকে রেখে মারধর করছে।   

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেছেন, সংবাদ পেয়ে আটক রাখা তিন জনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। মামলা হলে তাদের আদালতে পাঠানো হবে।

জেলা বিএনপির সহ-সভাপতি ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার বলেছেন, চাঁদা দাবি ও মারপিটের বিষয়টি আমার জানা নেই। পরে বিস্তারিত জানাতে পারব।

ঢাকা/অদিত্য/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গণপ ট ন ত কর ম য বদল সলঙ গ

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ