সিরাজগঞ্জে যুবদল-কৃষক দলের ৩ নেতাকর্মীকে গণপিটুনি
Published: 17th, May 2025 GMT
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় পুকুর খননকারীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে যুবদল ও কৃষক দলের তিন নেতাকর্মীকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় তাদের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। ওই গণপিটুনির ১ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
শনিবার (১৭ মে) দুপুরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানিয়েছেন, ওই তিন জনকে শুক্রবার (১৬ মে) বিকেলে রায়গঞ্জের ধুবিল ইউনিয়নের নইপাড়া এলাকায় পিটুনি দেয় এলাকাবাসী। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গণপিটুনির শিকার হওয়া ব্যক্তিরা হলেন—সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, সদস্য রোকনুজ্জামান খোকন ও সলঙ্গা থানা কৃষক দলের সদস্য সচিব আব্দুস সোবহান।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম ও আরব আলী জানিয়েছেন, শুক্রবার বিকেলে শহিদুল ইসলামের পুকুর খনন চলাকালে সাত-আটটি মোটরসাইকেলে করে আট-দশ জন এসে চাঁদা দাবি করেন। এ সময় এলাকার বিক্ষুব্ধ নারী-পুরুষরা তাদের তিন জনকে আটকে রেখে গণপিটুনি দেন। বাকিরা পালিয়ে যায়। উত্তেজিত জনতা তাদের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে।
ফেসবুকে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিক্ষুব্ধ জনতা যুবদল ও কৃষক দলের ওই নেতাকর্মীদের আটকে রেখে মারধর করছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেছেন, সংবাদ পেয়ে আটক রাখা তিন জনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। মামলা হলে তাদের আদালতে পাঠানো হবে।
জেলা বিএনপির সহ-সভাপতি ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার বলেছেন, চাঁদা দাবি ও মারপিটের বিষয়টি আমার জানা নেই। পরে বিস্তারিত জানাতে পারব।
ঢাকা/অদিত্য/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গণপ ট ন ত কর ম য বদল সলঙ গ
এছাড়াও পড়ুন:
জবিতে ৪ বছর পর নিজস্ব পদ্ধতিতে ভর্তি, ক্লাস শুরু ২২ জুন
৪ বছর পর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব ব্যবস্থায় ভর্তি পরীক্ষা গ্রহণ করে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
ভর্তি প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী ২২ জুন স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হবে।
শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠাসো বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
আরো পড়ুন:
চবির অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা চেয়েছে শিবির
সরকার জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে: ইউজিসি চেয়ারম্যান
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার ফলে ভর্তির প্রক্রিয়া আরো স্বচ্ছ, দ্রুত ও নির্ভরযোগ্য হয়েছে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে আগ্রহ যেমন বেড়েছে, তেমনি ভর্তির সার্বিক কার্যক্রমও সুচারু হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষার অংশ হিসেবে নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
দীর্ঘদিন সমন্বিত ভর্তি পরীক্ষার অংশ হিসেবে পরিচালিত ভর্তি কার্যক্রম থেকে বেরিয়ে এসে বিশ্ববিদ্যালয়টি এবার নিজেদের আয়োজনে পরীক্ষার আয়োজন করে। যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
ঢাকা/লিমন/মেহেদী