নিষেধাজ্ঞা উপেক্ষা করে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকার করায় ১৬ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এসময় জব্দ করা হয়েছে তিনটি মাছ ধরার ট্রলার।

শনিবার (১৭ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাতরার বন সংলগ্ন সাগর থেকে তাদের আটক করা হয়। আটক জেলেদের বাড়ি উপজেলার মহিপুর ও লতাচাপলী ইউনিয়নে।

নৌ পুলিশ জানায়, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। কিন্তু, নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব জেলেরা শনিবার সকালে সাগরে গিয়ে জাল ফেলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক জেলেদের ট্রলারসহ তীরে নিয়ে আসার পর উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা তিন ট্রলারের মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেন। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সাগরে আর মাছ শিকার করবে না মর্মে মুচলেকা দিলে জেলে ও ট্রলার ছেড়ে দেওয়া হয়।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

রেললাইনের ওপর পড়ে ছিল খণ্ড-বিখণ্ড মরদেহ

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, ‘‘অবরোধ শতভাগ সফল করতে সাগরে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলেদের সাগরে মাছ শিকাররত অবস্থায় পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

ঢাকা/ইমরান/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক

এছাড়াও পড়ুন:

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।

আরো পড়ুন:

ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ

খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত নিবন্ধ