নিষেধাজ্ঞা উপেক্ষা করে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকার করায় ১৬ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এসময় জব্দ করা হয়েছে তিনটি মাছ ধরার ট্রলার।

শনিবার (১৭ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাতরার বন সংলগ্ন সাগর থেকে তাদের আটক করা হয়। আটক জেলেদের বাড়ি উপজেলার মহিপুর ও লতাচাপলী ইউনিয়নে।

নৌ পুলিশ জানায়, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। কিন্তু, নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব জেলেরা শনিবার সকালে সাগরে গিয়ে জাল ফেলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক জেলেদের ট্রলারসহ তীরে নিয়ে আসার পর উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা তিন ট্রলারের মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেন। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সাগরে আর মাছ শিকার করবে না মর্মে মুচলেকা দিলে জেলে ও ট্রলার ছেড়ে দেওয়া হয়।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

রেললাইনের ওপর পড়ে ছিল খণ্ড-বিখণ্ড মরদেহ

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, ‘‘অবরোধ শতভাগ সফল করতে সাগরে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলেদের সাগরে মাছ শিকাররত অবস্থায় পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

ঢাকা/ইমরান/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক

এছাড়াও পড়ুন:

করিডোর ও বন্দর ইস্যুতে আন্দোলনে নামবে বামপন্থিরা

মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর লিজ দেওয়াসহ সাম্রাজ্যবাদের রাজনৈতিক স্বার্থরক্ষার নানা ধরনের পরিকল্পনার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে দেশের বামপন্থি জোট ও দলগুলো। এই আন্দোলনে সম্রাজ্যবাদবিরোধী রাজনৈতিক শক্তি এবং বিভিন্ন শ্রেণিপেশা ও জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে তারা। 

শনিবার রাজধানীর তোপখানা রোডে বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় মানবিক করিডোর, চট্টগ্রামে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়া ও ইপিজেডে সমরাস্ত্রের যন্ত্রাংশ তৈরির উদ্যোগ এবং স্টার লিঙ্ক চুক্তি বাতিলের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানানো হয়। 

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে সভায় বাম গণতান্ত্রিক জোটের পক্ষে রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশীদ ফিরোজ, মোশরেফা মিশু, মাসুদ রানা, অধ্যাপক আবদুস সাত্তার, মিহির ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার পক্ষে এর সমন্বয়ক নাসির উদ্দিন আহম্মদ নাসু, শুভ্রাংশু চক্রবর্তী, হারুনার রশিদ ভূঁইয়া, মাসুদ খান, শহিদুল ইসলাম, মনজুর আলম মিঠু প্রমুখ সভায় যোগ দেন। 

নেতারা বলেন, সরকার মার্কিন সাম্রাজ্যবাদের ভূ-রাজনৈতিক স্বার্থরক্ষায় আমাদের দেশের জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থবিরোধী নানা ধরনের পরিকল্পনা নিচ্ছে। এর বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে হবে। 

সম্পর্কিত নিবন্ধ