রোবটের ফুটবল, টেকাথন, আরও নানা আয়োজনে উৎসবমুখর চুয়েট
Published: 18th, May 2025 GMT
ছবি: তানবির আহমেদ চৌধুরী
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আইএসপিএবির নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন, এখন ফলাফলের অপেক্ষা
দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২৫-২৭ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা। রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এ নির্বাচন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলেছে। নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯ জন এবং সহযোগী সদস্য শ্রেণি থেকে ৪ জন করে মোট ১৩ জন নির্বাচিত হবেন।
আজ আইএসপিএবি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভোট সকাল থেকেই শুরু হয়েছে। এর মধ্যে সাধারণ শ্রেণিতে ২২৮ ভোট পড়েছে ও অ্যাসোসিয়েটসে ৫৫৭ জন ভোটার ভোট দিয়েছেন। সব মিলিয়ে একটা সুষ্ঠু নির্বাচন চলছে। আমরা ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ করেছি।’ আইএসপিএবির ভোটার সংখ্যা সাধারণ শ্রেণিতে ২৬৩ ও অ্যাসোসিয়েটসে ৫৯৯ জন।
নির্বাচনে একটি প্যানেলের নেতা আমিনুল হাকিম প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন উৎসবমুখর চলছে। আমাদের সদস্যরা দূর–দূরান্ত থেকে ভোট দিতে আসছেন।’
অপর একটি প্যানেলের নেতা মো. আজহারুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন ভালোভাবে চলছে। উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিয়েছেন। অনেক দিন ধরে এই খাতে আছি, আমি আশা করছি নির্বাচিত হলে ভালো কিছু এই খাতকে দিতে পারব।’
উল্লেখ্য, নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯ জন এবং সহযোগী সদস্য শ্রেণি থেকে ৪ জন করে মোট ১৩ জন নির্বাচিত হবেন।