চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটকের পর এই অভিনেত্রীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হচ্ছে।

ডিবির যুগ্ম কমিশনার (অ্যাডমিন) নাসিরুল ইসলাম রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সমকালকে জানান, নুসরাত ফারিয়াকে আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় একটি ‘হত্যাচেষ্টা’ মামলা রয়েছে। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে তাকে আসামি করা হয়েছে।

এদিকে, ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে সেখানে একটি মামলা থাকার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আমাদের থানায় তাকে হস্তান্তর করা হয়নি। যতদূর জেনেছি, তাকে গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হচ্ছে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক

এছাড়াও পড়ুন:

রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ফেলে দেওয়ায় জামায়া‌তের নিন্দা

ভারতীয় নৌ বাহিনীর জাহাজ থেকে ৪০ রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সমুদ্রে ফেলে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (১৮ মে) দ‌লটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতি‌তে এ প্রতিবাদ জানান।

আরো পড়ুন: ৪০ রোহিঙ্গাকে আটকের পর সাগরে ফেলে দিয়েছে ভারত

আরো পড়ুন:

ভারতের রোহিঙ্গাদের পুশইন প‌রিক‌ল্পিত: বিজিবি মহাপরিচালক

ভাসানচর থেকে পালানো ৩৫ রোহিঙ্গা চট্টগ্রামে আটক

তি‌নি ব‌লেন,  “ভারতের দিল্লী থেকে নারী-শিশুসহ অন্তত ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে আন্দামান সমুদ্রের মিয়ানমার সীমান্তের কাছে নিয়ে লাইফ জ্যাকেট পরিয়ে আন্তর্জাতিক পানি সীমানায় নিয়ে ভারতীয় নৌ বাহিনীর জাহাজ থেকে গত ৮ মে সমুদ্রে ফেলে দেওয়া হয়। দুনিয়ার সভ্য ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল। আমরা ভারতের এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই অমানবিক ঘটনার মাধ্যমে ভারত আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে।”

তিনি আরো বলেন, “ভারতের এই ধরনের মর্মান্তিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমরা শান্তিকামী বিশ্বাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে এই ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ