ব্রিটিশ-আমেরিকার অধিকাংশ জাদুঘরের সম্পত্তি ভারত থেকে চুরি-ডাকাতি করে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।

তিনি বলেন, “পৃথিবীর অধিকাংশ জাদুঘর বিশেষ করে ইউরোপ-আমেরিকার বেশিরভাগ জাদুঘরের সম্পত্তি ভারত থেকে চুরি-ডাকাতি করে নেওয়া হয়েছে। যেমন- বিখ্যাত ‘ময়ুর সিংহাসন’ ভারত থেকে ইরানে নিয়েছিলেন নাদির শাহ। সেটি পরে সেখান থেকে ব্রিটিশ মিউজিয়ামে স্থান পেয়েছে।”

রবিবার (১৮ মে) সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন মিলনায়তনে ‘গ্রন্থাগার, জাদুঘর, মহাফেজখানা: সত্যের সাধনা না রাষ্ট্রের পাহারা?’ শীর্ষক বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন:

চবিতে প্রথমবারের মতো হাল্ট প্রাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেয়েকে ঢাবিতে পড়ানোর স্বপ্ন পাহাড়ি মায়ের

তিনি বলেন, “জাদুঘরে কোনো জিনিস সংরক্ষণ করবেন কোনটি করবেন না, তা প্রথমে সিদ্ধান্ত নিতে হবে। ২০০৩ সালে ইরাকে যুদ্ধের পর দেখা গেল, ইরাকের প্রাচীন মেসোপোটেমিয়া সভ্যতার সমৃদ্ধ বহু শিল্পদ্রব্য চুরি-ডাকাতি হয়ে ইউরোপ-আমেরিকার নানা জাদুঘরে স্থান পেল। আপনি জানেন, এটি চুরি করা। যে চুরি করছে, সে আরেকজনের কাছে বিক্রি করেছে। ভদ্রলোক সে সম্পত্তির মালিক হয়ে আপনার জাদুঘরে বিক্রি করতে এসেছে। এখন আপনি রাখবেন কী রাখবেন না, সে নৈতিক প্রশ্নটা দেখা গিয়েছে।”

১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে এ বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর’ কর্তৃপক্ষ।

ঢাকা/মিজান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম র ক র জ দ ঘর

এছাড়াও পড়ুন:

চিকিৎসার অভাবে শ্রমিক মৃত্যুর অভিযোগ, বন্দরে মহাসড়ক অবরোধ

অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়া, চিকিৎসার অভাবে মৃত্যুবরণের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের মদনপুর অংশে তারা এ অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিচারের আশ্বাসে এগারোটায় মহাসড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা। 

শ্রমিকরা জানান, 'লারিস ফ্যাশন' নামে একটি রপ্তানিমুখি গার্মেন্টসের নারী শ্রমিক রিনা (৩০) অসুস্থ অবস্থায় ডিউটি করে যাচ্ছিলেন। গতকাল তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে কর্তৃপক্ষ তার আবেদনে কোনো সাড়া না দিয়ে কাজ করে যেতে বাধ্য করেন। পরে অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক রিনা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে। অবরোধকারী শ্রমিকদের অভিযোগ এ মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী। 

বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেন। সড়কে যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ