বাংলাদেশে তরুণ কর্মক্ষম লোকের হার অনেক বেশি। তাঁদের একটা বড় অংশই আবার বেকার। এ সমস্যা দূর করার জন্য দেশে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা দরকার।

বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুমো পুটিআইনেন আজ সোমবার সংস্থাটির ঢাকা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি ২০১৮ সালের ৪ জুন আইএলওর কান্ট্রি ডিরেক্টর হিসেবে এ দেশে যোগ দেন। প্রায় সাত বছর দায়িত্ব পালনের পর বাংলাদেশে তাঁর শেষ কর্মদিবস হবে ৩১ মে।

আইএলওর আঞ্চলিক কার্যালয় অর্থাৎ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি আঞ্চলিক পরিচালক হিসেবে শিগগিরই যোগ দিতে যাচ্ছেন টুমো পুটিআইনেন। তাঁর বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করে আইএলও ঢাকা কার্যালয়।

সংবাদ সম্মেলনে আইএলওর কান্ট্রি ডিরেক্টর বলেন, কারিগরি শিক্ষায় বিনিয়োগে সরকারের মনোযোগ দরকার। যাতে শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করা সহজ হয়।

টুমো পুটিআইনেন বলেন, বাংলাদেশ থেকে যেসব শ্রমিক বিদেশে কাজ করতে যান, অনেক ক্ষেত্রে তাঁদের কাজের নিশ্চয়তা থাকে না। বিদেশে পাঠানোর ক্ষেত্রেও থাকে অস্বচ্ছতা। টাকাও নেওয়া হয় অনেক বেশি। দক্ষ শ্রমগোষ্ঠী গড়ে তুলতে পারলে এসব বিষয়ে বিদেশগামী লোকেরা অধিকতর সচেতন থাকতে পারবেন।

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষাব্যবস্থাকে আরও সুসংহত করার ব্যাপারেও বাংলাদেশের মনোযোগ চান আইএলওর কান্ট্রি ডিরেক্টর। তিনি বলেন, যাঁরা কোনো চাকরিতে নিয়োজিত আছেন, তাঁদের হয়তো সামাজিক সুরক্ষাব্যবস্থার আওতায় থাকার দরকার নেই। কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিয়ে যেতে হবে।

রানা প্লাজা ট্র্যাজেডির পর বাংলাদেশের পোশাক খাতের কর্মপরিবেশের উন্নতি হয়েছে বলে মনে করেন আইএলওর কান্ট্রি ডিরেক্টর। তিনি বলেন, বিপুল শ্রমিক নিয়োজিত আছেন অপ্রাতিষ্ঠানিক খাতে। অপ্রাতিষ্ঠানিক খাতকে ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক খাতে রূপ দিতে হবে। তখন অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের অধিকার নিয়ে বেশি কাজ করার সুযোগ তৈরি হবে।

শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের সুপারিশ করে টুমো পুটিআইনেন শ্রমিকের স্বার্থে বিদ্যমান শ্রম আইন সংশোধনের তাগিদ দেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন আইএলওর ক ন ট র প ট আইন ন

এছাড়াও পড়ুন:

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ বৃহস্পতিবার বিকেলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বিশাখাপত্তনমে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়িয়েছে ম্যাচটি। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে বাংলাদেশ দুটি পরিবর্তন এনেছে। অস্ট্রেলিয়াও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে।

আরো পড়ুন:

নাঈমকে বাদ দিয়ে সৌম‌্যকে ফেরাল বিসিবি, নতুন মুখ মাহিদুল

বিশ্বকাপের আরো এক ম্যাচ বৃষ্টির পেটে

টস জিতে জ্যোতি বলেন, “আজ আমাদের মূল লক্ষ্য হলো বোর্ডে ভালো একটা স্কোর দাঁড় করানো। আগের ম্যাচে আমরা কমপক্ষে ৩০–৪০ রান কম করেছি। আজ দলে দুটি পরিবর্তন এনেছি ফারিহা তৃষ্ণা ও নিশিতা আখতার ফিরেছেন একাদশে। আমাদের বোলিং ইউনিটটা খুবই শক্তিশালী। আগের ম্যাচে নাহিদা আক্তার চোট পেয়েছে, ওর কিছুটা সময় লাগবে সেরে উঠতে। আগের ম্যাচের পর মানসিকভাবে সামলে ওঠা কঠিন ছিল, কিন্তু কোনো অজুহাত দিতে চাই না। আমরা চাই খেলা উপভোগ করতে, নিজেদের শতভাগ উজাড় করে দিতে।”

অ্যালিসা হিলি বলেন, “আমিও আসলে টস জিতলে ব্যাটিংই নিতে চেয়েছিলাম। আজ বাতাসটা মনোরম, সূর্যের আলোও ভালো—মেয়েরা খেলতে উপভোগ করবে নিশ্চয়ই। ২০১১ সালে এই মাঠটা ছিল আমার প্রিয় জায়গা, তাই এখানে খেলতে ফিরতে পেরে ভালো লাগছে। নতুন প্রতিপক্ষ, নতুন চ্যালেঞ্জ। দলে দুটি পরিবর্তন এনেছি- ডার্সি ব্রাউন ফিরেছে কিম গার্থের জায়গায়, আর জর্জিয়া ওয়ারহ্যাম খেলছে সোফি মোলিনিউক্সের জায়গায়। ইন্দোরে টানা দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, তাই সবাইকে সতেজ রাখতে চাই। ব্রাউনকে সুযোগ দেওয়া হয়েছে, ও কীভাবে শুরু করে সেটা দেখার জন্য মুখিয়ে আছি।”

বাংলাদেশ একাদশ:
রুবিয়া হায়দার, ফারজানা হক, শারমিন আখতার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারি, শর্না আখতার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, রিতু মনি, নিশিতা আখতার নিশি ও ফারিহা তৃষ্ণা।

অস্ট্রেলিয়া একাদশ:
অ্যালিসা হিলি (অধিনায়ক ও উইকেটকিপার), ফিবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, আনাবেল সাদারল্যান্ড, অ্যাশলি গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, জর্জিয়া ওয়ারহ্যাম, ডার্সি ব্রাউন, আলানা কিং ও মেগান শাট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ