ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জামায়াতের নারী নেতাদের সাক্ষাত
Published: 19th, May 2025 GMT
ঢাকা নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাত করেছে জামায়াতে ইসলামের মহিলা বিভাগের নেতারা। যুক্তরাজ্যের ঢাকাস্থ হাইকমিশনে সোমবার এই সাক্ষাত হয়। জামায়াত ও হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈঠকের ছবি দেওয়া হয়েছে।
জামায়াত জানিয়েছে, মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকার নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে করেন। জামায়াতের মহিলা বিভাগের কার্যক্রম ও সামাজিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর জামায়াতের নারী নেতাকর্মীরা প্রকাশ্যে আসতে শুরু করেছে। ১৯৪০ সালে প্রতিষ্ঠার পর থেকেই জামায়াতের মহিলা বিভাগ রয়েছে। অতীতে দলটির নারী নেতাকর্মীর অংশগ্রহণ ছিল সাংগঠনিক ও ধর্মীয় কার্যক্রমের মধ্যে নিয়ন্ত্রিত।
ধর্ষণ, নারী ও শিশু নিপীড়নের প্রতিবাদে পাঁচ দফা দাবিতে ১০ মার্চ রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জামায়াতের মহিলা বিভাগ। হাজারখানেক নারী নেতাকর্মী মানববন্ধনে অংশ নিয়ে ধর্ষণের বিচার দাবিতে স্লোগান ও বক্তব্য দেন। অতীতে কখনই জামায়াতের নারী নেতাদের প্রকাশ্যে স্লোগান কিংবা বক্তব্য দিতে দেখা যায়নি।
এর আগে জামায়াতপন্থি সংগঠন নারী অধিকার আন্দোলন প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। নারী কর্মীর ওপর হামলার প্রতিবাদে ১১ মার্চ ঝিনাইদহের মহেশপুরে সরকারি ডিগ্রি কলেজ মাঠে নারী সমাবেশ করে স্থানীয় জামায়াত। নারী কমিশনের প্রতিবেদনের বিরোধিতা করে জামায়াতের নারী নেতাকর্মীরা গত কয়েক সপ্তাহ প্রেস ক্লাবের সামনেসহ বিভিন্ন এলাকায় সমাবেশ ও প্রকাশ্য বক্তৃতা করেছেন।
.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
হাইকোর্টের সামনে আগামীকাল মানববন্ধন করবেন পলিটেকনিকের শিক্ষার্থীরা
দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন থামছে না। ‘ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের’ নিয়ে করা রিট বাতিলের দাবিতে আগামীকাল রোববার ঢাকায় সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবেন।
কারিগরি ছাত্র আন্দোলনের কার্যনির্বাহী সদস্য রমজান আলী প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, একই সঙ্গে সারা বাংলাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন।
ছয় দফা দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসব কর্মসূচির মধ্যে ছিল ‘শাটডাউন’ সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ, ‘রেল ব্লকেড’ বা রেলপথ অবরোধ।
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথমটি হলো জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।
আরও পড়ুনউচ্চশিক্ষার সুযোগ সীমিত, বেতন কম, কারিগরিতে আগ্রহ হারাচ্ছেন শিক্ষার্থীরা১৩ মে ২০২৫উল্লেখ্য, পদোন্নতির বিধান না থাকায় কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানগুলোতে ক্যাডারবহির্ভূত গেজেটেড ও নন-গেজেটেড কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০-এর দুটি সিরিয়াল (২৭ ও ২৮) চ্যালেঞ্জ করে গত বছর ক্র্যাফট ইনস্ট্রাক্টর মো. আশিক মিয়াসহ কয়েকজন হাইকোর্টে রিট করেন।
আরও পড়ুনদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি২৯ এপ্রিল ২০২৫