কক্সবাজার থেকে হাঁটতে হাঁটতে এভারেস্ট চূড়ায়
Published: 20th, May 2025 GMT
সমুদ্র শহর কক্সবাজারের ইনানি সৈকত থেকে গত ২৫ ফেব্রুয়ারি হাঁটা শুরু করেছিলেন স্বপ্নবাজ তরুণ ইকরামুল হাসান শাকিল। লক্ষ্য দূর নেপালে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এর আগে বাংলাদেশ থেকে ছয়জন এভারেস্ট চূড়ায় উঠেছেন। কিন্তু তারা কেউই শাকিলের মতো হেঁটে সেখানে রওনা হননি। ফলে অন্যরকম উদ্দীপনা নিয়ে যাত্রা শুরু করেছিলেন শাকিল। অতঃপর নানা চড়াই-উতরাই শেষে ৮৪ দিনে ১৪০০ কিলোমিটার পেরিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁতে পেরেছেন তিনি। নেপাল সময় গতকাল সোমবার সকাল ৬টা ৩০ মিনিটে শাকিল পৌঁছান এভারেস্ট চূড়ায়।
সপ্তম বাংলাদেশি হিসেবে হিমালয় চূড়ায় আরোহণের পাশাপাশি বিরল এক রেকর্ড করে ফেলেছেন শাকিল। ‘সি টু সামিট’ নামে শাকিলের এ অভিযানকে ধরা হচ্ছে হেঁটে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে সবচেয়ে কম সময়ে এভারেস্ট জয়ের রেকর্ড। শাকিলের আগে আর মাত্র একজন এতে সফল হয়েছিলেন। ১৯৯০ সালে অস্ট্রেলিয়ার পর্বতারোহী টিম ম্যাকার্টনি-স্নেপ তাঁর ‘সি টু সামিট এক্সপেডিশন’ অভিযানে হেঁটে ভারতের গঙ্গাসাগর থেকে ৯৬ দিনে ১২শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পা রাখেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে। তবে শাকিল তাঁর চেয়েও বেশি পথ হেঁটে পাড়ি দিয়ে সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে এই কীর্তি গড়লেন।
শাকিলের নেপালি ট্রাভেল এজেন্সি ‘এইটকেএক্সপেডিশনস’ এভারেস্ট জয়েল তথ্য নিশ্চিত করেছে।
গতকাল দুপুরে শাকিলের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তাঁর অভিযানের সমন্বয়করা জানিয়েছেন, শাকিল সামিট শেষ করেছেন এবং সুস্থ আছেন। ক্যাম্প-৪-এ নেমে এসেছেন। নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য এখন দেওয়া যাচ্ছে না।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামের প্রয়াত খবির উদ্দিন ও শিরিন আক্তার দম্পতির তিন ছেলের মধ্যে শাকিল সবার বড়। স্কুলজীবন থেকেই পাহাড়-পর্বত চুম্বকের মতো টানত শাকিলকে। গাজীপুরের জনতা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। পড়াশোনা শেষ করে ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে পর্বতারোহণের প্রাথমিক ও উচ্চতর প্রশিক্ষণ নেন। এর আগে ২০২৩ সালের জুলাইয়ে নেপালের পূর্ব-পশ্চিমে অবস্থিত বিস্তীর্ণ গ্রেট হিমালয়ের ট্রেইলে শাকিল উড়িয়েছিলেন বাংলাদেশের পতাকা। সেবার ১০৯ দিনে ১৭শ কিলোমিটার পথ হেঁটে স্বপ্ন ছুঁইয়েছিলেন তিনি।
মাউন্ট এভারেস্টের আগে শাকিল আরও আরোহণ করেছেন ৬ হাজার ১৮৬ মিটার উঁচু মাউন্ট কায়াজো রি পর্বত, ৭ হাজার ১২৭ মিটার উঁচু হিমলুং, ৬ হাজার ৩৩২ মিটারের দোলমা খাংসহ বেশ কিছু পর্বতশৃঙ্গ।
শাকিলের বন্ধু এবি সিদ্দিক জানান, শাকিল গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানী সৈকত থেকে হাঁটতে শুরু করেন। হেঁটে ১২ দিনে ঢাকায় পৌঁছান। কয়েকদিন বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে ২৮ মার্চ পৌঁছান পঞ্চগড়ে। বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং হয়ে ৩১ মার্চ পা রাখেন নেপালে। এভাবে প্রায় ১৪শ কিলোমিটার পথ হেঁটে এভারেস্ট বেসক্যাম্পে পৌঁছান তিনি।
শাকিলের এভারেস্ট জয়ের খবরে আনন্দের বন্যা বইছে তাঁর স্বজন ও বন্ধুদের মধ্যে। শাকিলের শিক্ষক পিয়ার আলী কলেজের অধ্যক্ষ একেএম আবুল খায়ের বলেন, ‘পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে উড়েছে শাকিলের হাতে লাল সবুজের পতাকা। গর্বে বুকটা ভরে উঠেছে।’
কথা হয় শাকিলের মা শিরিনা আক্তার সঙ্গে। তিনি বলেন, ‘সারাক্ষণ আমি ভয়ের মধ্যেই থাকি। ছেলের দুশ্চিন্তায় রাতে ঘুম হয় না। আমার দোয়া আছে ওর সঙ্গে। শাকিলের সঙ্গে আমার গত ১৬ তারিখ রাতে শেষ কথা হয়। ও আমাকে জানায়, মা আমি পাহাড়ের ওপর দিকে যাচ্ছি। তোমরা চিন্তা করো না। ওর জন্য খুব টেনশন করছি। কী জানি কী হয়। এখন মোবাইল ফোনে পাচ্ছি না। তবে কেউ একজন নেপাল থেকে জানিয়েছে, শাকিল নাকি শেষ চূড়ায় উঠেছে।’
শাকিলের ‘সি টু সামিট’ অভিযানের প্রধান পৃষ্ঠপোষক ছিল ‘প্রাণ’। সহযোগী হিসেবে আছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), মিস্টার নুডলস, মাকলু-ই-ট্রেডার্স নেপাল ও সিস্টেমা টুথব্রাশ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিয়ের দুই সপ্তাহ যেতেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু লিভারপুল তারকার
বিশ্ব ফুটবলজুড়ে শোকের ছায়া। গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল ও পর্তুগালের তারকা ফরোয়ার্ড ডিয়োগো জোটা। বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। বিয়ের মাত্র দুই সপ্তাহ পরই না ফেরার দেশে পাড়ি জমালেন এই প্রতিভাবান ফুটবলার।
রয়টার্স জানিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর স্পেনের জামোরা প্রদেশের সারনাদিল্লা অঞ্চলে। স্থানীয় সময় ভোরে এ পর্তুগিজ ফুটবলার তার ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। এতে মুহূর্তেই গাড়িতে আগুন ধরে যায়। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে। এতে জোটার সঙ্গে তার ২৬ বছর বয়সী ভাই আন্দ্রে সিলভাও ঘটনাস্থলেই প্রাণ হারান। জোটার মত সিলভাও ফুটবলার ছিলেন। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন ২৬ বছর বয়সী সিলভা। তবে স্থানীয় সংবাদমাধ্যম নিশ্চিত করতে পারেনি, কে গাড়ি চালাচ্ছিলেন বা কী ভাবে দুর্ঘটনা হয়েছে।
মাত্র দুই সপ্তাহ আগেই শৈশবের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন জোতা। এই জুটির তিনটি সন্তান আছে। গত ২২ জুন পোর্তোয় বিয়ের ছবি সামাজিক কিছুদিন আগে (২৮ জুন) পোস্ট করেন জোতা। এরপর নিয়মিতই নিজেদের ছবি পোস্ট করেছেন। এর মধ্যেই ভেসে এল এমন মর্মান্তিক খবর।
দুর্ঘটনার মাত্র একদিন আগেই একটি সাক্ষাৎকারে স্ত্রী রুতে কারদোসো ও তিন সন্তানকে নিয়ে জোটা বলেছিলেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ।’ মাত্র দুই সপ্তাহ আগে পর্তুগালের পোর্তোতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তিনি।
পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোএঞ্জা জোতা ও তার ভাইয়ের মৃত্যু নিশ্চিত করে শোকবার্তায় বলেন, ‘ডিয়োগো শুধু একজন অসাধারণ খেলোয়াড়ই নয়, ছিলেন একজন দারুণ মানুষ। জাতীয় দলের হয়ে প্রায় ৫০টি ম্যাচ খেলেছেন। তার প্রাণবন্ততা ও আন্তরিকতা সবসময়ই মনে রাখবে পর্তুগাল।’
২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোটা। তার পরেই তৎকালীন কোচ জার্গেন ক্লপের দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। নিয়মিত প্রথম একাদশে সুযোগ পেতে থাকেন। গত মৌসুমে লিভারপুলের লিগ জয়ী দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২৬টি ম্যাচ খেলেছিলেন তিনি।