চার বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। ১০ জুন সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ সামনে রেখে বুধবার ঢাকায় এসেছেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। গতকাল বহুল আকাঙ্ক্ষিত ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। টিকিটের চাহিদা দেখে অনলাইনে করা হবে বিক্রি। সময়ের হিসাবে বাকি ১৯ দিন। এখনই সিঙ্গাপুর ম্যাচ ঘিরে উন্মাদনা শুরু হয়ে গেছে দেশের ফুটবলে।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে শিলংয়ে গত মার্চে ভারতের বিপক্ষে। শেফিল্ড ইউনাইটেডের এ ফুটবলারের বাংলাদেশের মাটিতে অভিষেক হবে ৪ জুন। এই প্রীতি ম্যাচের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত করেনি বাফুফে। বাংলাদেশের আসল ম্যাচ এএফসি কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে। সব পরিকল্পনা এ ম্যাচকে ঘিরে। সবকিছু ঠিক থাকলে হামজার সঙ্গে এই ম্যাচে দেখা যাবে কানাডাপ্রবাসী শমিত সোম ও ইতালিয়ান ফাহমিদুল ইসলামকে।
নতুন তিন প্রবাসীর সঙ্গে ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ডপ্রবাসী তারিক রায়হান কাজী তো আছেনই। ছুটিতে স্পেনে চলে যাওয়া ক্যাবরেরা কানাডাপ্রবাসী শমিতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। গতকাল দেশে ফিরে সংবাদমাধ্যমের সঙ্গে বাংলাদেশ কোচ বলেন, ‘শমিত সোমের অনুমোদনটা পাওয়া বাংলাদেশের জন্য ইতিবাচক। আমি তার সঙ্গে কয়েকবারই কথা বলেছি। সে বাংলাদেশের হয়ে খেলতে রোমাঞ্চিত। সে খুব ভালো অবস্থায় আছে।’
শুধু শমিতই নন, নিয়মিত খোঁজখবর রেখেছেন হামজা চৌধুরী ও যাকে বাদ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হয়েছেন, সেই ফাহমিদুল ইসলামের সঙ্গেও। ‘ফাহমিদুলের সঙ্গে ভিডিওকলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ ছিল আমার। তারা সবাই যখন বাংলাদেশে আসবে, তখন অন্যরকম একটা মুহূর্ত দেখতে পাবেন।’
স্পেনে বসে অনলাইনে লিগের ম্যাচগুলো দেখেছেন ক্যাবরেরা। দারুণ খুশি দীর্ঘদিন পর ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে, ‘চার বছর পর এই ভেন্যুতে খেলা হতে যাচ্ছে। আমরা আশা করছি, স্টেডিয়ামের গ্যালারি পরিপূর্ণ হবে। সিঙ্গাপুরের বিপক্ষে তিন পয়েন্টের জন্যই খেলব।’
ক্যাবরেরা যেমন গ্যালারিভর্তি দর্শক চান, বাফুফেও তাই। যেহেতু হামজার মতো বিশ্বমানের ফুটবলার প্রথমবার ঢাকা স্টেডিয়ামে খেলবেন, সেহেতু দর্শকের যে ঢল নামবে তা নিশ্চিত বলা যায়। এ কারণে সাধারণ গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি ২ ও ৩ বক্সের টিকিটের দাম ২৫০০ টাকা। স্কাই ভিউর টিকিটের দাম ৩০০০ টাকা। হসপিটালিটি বক্স, কর্পোরেট বক্সের প্রতিটি টিকেটের দাম ধরা হয়েছে ৫ হাজার টাকা করে। অনলাইনে টিকিট কেনা যাবে ২৪ মে দুপুর ১২টা থেকে টিকিফাই ডট লাইভে (tickify.
উৎস: Samakal
কীওয়ার্ড: হ য ভ য় র ক য বর র ক য বর র র ফ টবল প রব স
এছাড়াও পড়ুন:
অন্যরকম মুহূর্তের প্রত্যাশা কোচের
চার বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। ১০ জুন সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ সামনে রেখে বুধবার ঢাকায় এসেছেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। গতকাল বহুল আকাঙ্ক্ষিত ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। টিকিটের চাহিদা দেখে অনলাইনে করা হবে বিক্রি। সময়ের হিসাবে বাকি ১৯ দিন। এখনই সিঙ্গাপুর ম্যাচ ঘিরে উন্মাদনা শুরু হয়ে গেছে দেশের ফুটবলে।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে শিলংয়ে গত মার্চে ভারতের বিপক্ষে। শেফিল্ড ইউনাইটেডের এ ফুটবলারের বাংলাদেশের মাটিতে অভিষেক হবে ৪ জুন। এই প্রীতি ম্যাচের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত করেনি বাফুফে। বাংলাদেশের আসল ম্যাচ এএফসি কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে। সব পরিকল্পনা এ ম্যাচকে ঘিরে। সবকিছু ঠিক থাকলে হামজার সঙ্গে এই ম্যাচে দেখা যাবে কানাডাপ্রবাসী শমিত সোম ও ইতালিয়ান ফাহমিদুল ইসলামকে।
নতুন তিন প্রবাসীর সঙ্গে ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ডপ্রবাসী তারিক রায়হান কাজী তো আছেনই। ছুটিতে স্পেনে চলে যাওয়া ক্যাবরেরা কানাডাপ্রবাসী শমিতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। গতকাল দেশে ফিরে সংবাদমাধ্যমের সঙ্গে বাংলাদেশ কোচ বলেন, ‘শমিত সোমের অনুমোদনটা পাওয়া বাংলাদেশের জন্য ইতিবাচক। আমি তার সঙ্গে কয়েকবারই কথা বলেছি। সে বাংলাদেশের হয়ে খেলতে রোমাঞ্চিত। সে খুব ভালো অবস্থায় আছে।’
শুধু শমিতই নন, নিয়মিত খোঁজখবর রেখেছেন হামজা চৌধুরী ও যাকে বাদ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হয়েছেন, সেই ফাহমিদুল ইসলামের সঙ্গেও। ‘ফাহমিদুলের সঙ্গে ভিডিওকলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ ছিল আমার। তারা সবাই যখন বাংলাদেশে আসবে, তখন অন্যরকম একটা মুহূর্ত দেখতে পাবেন।’
স্পেনে বসে অনলাইনে লিগের ম্যাচগুলো দেখেছেন ক্যাবরেরা। দারুণ খুশি দীর্ঘদিন পর ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে, ‘চার বছর পর এই ভেন্যুতে খেলা হতে যাচ্ছে। আমরা আশা করছি, স্টেডিয়ামের গ্যালারি পরিপূর্ণ হবে। সিঙ্গাপুরের বিপক্ষে তিন পয়েন্টের জন্যই খেলব।’
ক্যাবরেরা যেমন গ্যালারিভর্তি দর্শক চান, বাফুফেও তাই। যেহেতু হামজার মতো বিশ্বমানের ফুটবলার প্রথমবার ঢাকা স্টেডিয়ামে খেলবেন, সেহেতু দর্শকের যে ঢল নামবে তা নিশ্চিত বলা যায়। এ কারণে সাধারণ গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি ২ ও ৩ বক্সের টিকিটের দাম ২৫০০ টাকা। স্কাই ভিউর টিকিটের দাম ৩০০০ টাকা। হসপিটালিটি বক্স, কর্পোরেট বক্সের প্রতিটি টিকেটের দাম ধরা হয়েছে ৫ হাজার টাকা করে। অনলাইনে টিকিট কেনা যাবে ২৪ মে দুপুর ১২টা থেকে টিকিফাই ডট লাইভে (tickify.live)। যে কোনো ব্যক্তি তাঁর জাতীয় পরিচয়পত্র দিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে টিকিট কিনতে পারবেন।