চার বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। ১০ জুন সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ সামনে রেখে বুধবার ঢাকায় এসেছেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। গতকাল বহুল আকাঙ্ক্ষিত ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। টিকিটের চাহিদা দেখে অনলাইনে করা হবে বিক্রি। সময়ের হিসাবে বাকি ১৯ দিন। এখনই সিঙ্গাপুর ম্যাচ ঘিরে উন্মাদনা শুরু হয়ে গেছে দেশের ফুটবলে।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে শিলংয়ে গত মার্চে ভারতের বিপক্ষে। শেফিল্ড ইউনাইটেডের এ ফুটবলারের বাংলাদেশের মাটিতে অভিষেক হবে ৪ জুন। এই প্রীতি ম্যাচের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত করেনি বাফুফে। বাংলাদেশের আসল ম্যাচ এএফসি কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে। সব পরিকল্পনা এ ম্যাচকে ঘিরে। সবকিছু ঠিক থাকলে হামজার সঙ্গে এই ম্যাচে দেখা যাবে কানাডাপ্রবাসী শমিত সোম ও ইতালিয়ান ফাহমিদুল ইসলামকে।
নতুন তিন প্রবাসীর সঙ্গে ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ডপ্রবাসী তারিক রায়হান কাজী তো আছেনই। ছুটিতে স্পেনে চলে যাওয়া ক্যাবরেরা কানাডাপ্রবাসী শমিতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। গতকাল দেশে ফিরে সংবাদমাধ্যমের সঙ্গে বাংলাদেশ কোচ বলেন, ‘শমিত সোমের অনুমোদনটা পাওয়া বাংলাদেশের জন্য ইতিবাচক। আমি তার সঙ্গে কয়েকবারই কথা বলেছি। সে বাংলাদেশের হয়ে খেলতে রোমাঞ্চিত। সে খুব ভালো অবস্থায় আছে।’
শুধু শমিতই নন, নিয়মিত খোঁজখবর রেখেছেন হামজা চৌধুরী ও যাকে বাদ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হয়েছেন, সেই ফাহমিদুল ইসলামের সঙ্গেও। ‘ফাহমিদুলের সঙ্গে ভিডিওকলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ ছিল আমার। তারা সবাই যখন বাংলাদেশে আসবে, তখন অন্যরকম একটা মুহূর্ত দেখতে পাবেন।’
স্পেনে বসে অনলাইনে লিগের ম্যাচগুলো দেখেছেন ক্যাবরেরা। দারুণ খুশি দীর্ঘদিন পর ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে, ‘চার বছর পর এই ভেন্যুতে খেলা হতে যাচ্ছে। আমরা আশা করছি, স্টেডিয়ামের গ্যালারি পরিপূর্ণ হবে। সিঙ্গাপুরের বিপক্ষে তিন পয়েন্টের জন্যই খেলব।’
ক্যাবরেরা যেমন গ্যালারিভর্তি দর্শক চান, বাফুফেও তাই। যেহেতু হামজার মতো বিশ্বমানের ফুটবলার প্রথমবার ঢাকা স্টেডিয়ামে খেলবেন, সেহেতু দর্শকের যে ঢল নামবে তা নিশ্চিত বলা যায়। এ কারণে সাধারণ গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি ২ ও ৩ বক্সের টিকিটের দাম ২৫০০ টাকা। স্কাই ভিউর টিকিটের দাম ৩০০০ টাকা। হসপিটালিটি বক্স, কর্পোরেট বক্সের প্রতিটি টিকেটের দাম ধরা হয়েছে ৫ হাজার টাকা করে। অনলাইনে টিকিট কেনা যাবে ২৪ মে দুপুর ১২টা থেকে টিকিফাই ডট লাইভে (tickify.
উৎস: Samakal
কীওয়ার্ড: হ য ভ য় র ক য বর র ক য বর র র ফ টবল প রব স
এছাড়াও পড়ুন:
অন্যরকম গহনা
সাজের অনুষজ্ঞ হিসেবে নারীরা ঠিক কবে থেকে গহনা ব্যবহার করেন তার সঠিক ইতিহাস অজানা। তবে ভারতীয় উপমহাদেশে গহনার প্রচলন শুরু হয় খ্রিষ্টপূর্ব যুগ থেকেই। শুধু সৌন্দর্য বাড়ানো নয়; একসময় সোনা, রুপা, পুঁতি ও মূল্যবান রত্ন দিয়ে তৈরি গহনা নারীর আর্থসামাজিক অবস্থানও জানান দিত। বর্তমানে গহনা শুধু ঐতিহ্য নয়, বরং ফ্যাশনের অংশ। লিখেছেন আশিকা নিগার
আজকালের ফ্যাশনে হালকা ও কম নকশার গহনাগুলোই বেশি ট্রেন্ডি। সোনা-রুপার মতো চকমকে ধাতুর জায়গা দখল করেছে ক্লে, মাটি, কাঠ, সুতা, পুঁতি ও কাপড় দিয়ে তৈরি নতুন ধারার গহনা। বিভিন্ন পোশাকের সঙ্গে এসব গহনা সাজে ভিন্ন মাত্রা যোগ করে।
মাটির গহনা
বাংলার মৃৎশিল্পের শিকড় বহু পুরোনো। সেই ধারাবাহিকতাতেই এখন তৈরি হচ্ছে মাটির তৈরি দুল, হার, কানের দুল, বালা কিংবা টিকলি।
রঙিন, হালকা ও অনন্য ডিজাইনের জন্য মাটির গহনা শহরের মেয়েদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফোক মোটিফ, আলপনা, পাখি, মাটির পাত্র, ফুল-পাতার ছাপ এমন সব ডিজাইন থাকে, যা একবার চোখে পড়লে সহজে ভোলা যায় না।
প্রিয় রঙের শাড়ি অথবা কুর্তির সঙ্গে সহজে মানিয়ে যায়। যাতে আরাম এবং স্টাইল একসঙ্গে ধরা দেয়।
কাঠের গহনা
কাঠের গহনা সাধারণত তৈরি হয় নিমগাছ, আমগাছ, বট কিংবা অন্য হালকা কাঠ দিয়ে। এগুলোকে নানা আকারে কেটে, পলিশ করে, হ্যান্ডপেইন্ট করে গড়া হয় আকর্ষণীয় রূপে। কখনও কখনও কাঠের সঙ্গে জুড়ে দেওয়া হয় কাপড়, ঝুট কাপড়, পুঁতি কিংবা সুতার কাজ। ফলে আরও বৈচিত্র্যময় হয়ে ওঠে গহনার সৌন্দর্য।
এ গহনাগুলো খুব ভালোভাবে মানিয়ে যায় তাঁতের শাড়ি, খদ্দরের কুর্তি, লিনেন কিংবা কটনের পোশাকের সঙ্গে। আবার যারা হ্যান্ডমেড বা ন্যাচারাল স্টাইল পছন্দ করেন, তাদের তো প্রথম পছন্দই এখন কাঠের গহনা।
মেটাল গহনা
পিতল, তামা, অক্সিডাইজড সিলভার– এসব মেটাল দিয়ে তৈরি দুল, নেকপিস, ব্রেসলেট কিংবা নোজপিন এখন শুধু ফ্যাশনের অনুষঙ্গ নয়, বরং একজন নারীর স্টেটমেন্ট হয়ে উঠছে।
মেটালের গহনার একটা বিশেষ দিক হলো– এগুলোর ডিজাইন সাধারণত জিওমেট্রিক, ট্রাইবাল বা ইথনিক ধাঁচে হয়। কখনও চোখ ধাঁধানো বড়সড়, আবার কখনও হয় ছোট অথচ স্টাইলিশ। মেটালের কালচে রং বা পিতলের উজ্জ্বলতা অনেক ক্ষেত্রেই একঘেয়ে গহনার বাইরে নতুন কিছু ভাবতে শেখায়।
আধুনিক নারীরা শাড়ি, স্কার্ট, কুর্তি কিংবা ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে মানিয়ে মেটালের গহনা পরে স্বচ্ছন্দে পার্টি কিংবা রেগুলার আড্ডায় যাচ্ছেন।
ক্লে দিয়ে তৈরি গহনা
যারা ভিন্নধর্মী সাজ ভালোবাসেন, তাদের কাছে এখন ক্লে দিয়ে বানানো গহনার জনপ্রিয়তা অন্যতম। চলতি ট্রেন্ডে এখন বেশি চলছে ফ্লোরাল ডিজাইন– যা কদম, গোলাপ, সূর্যমুখীর মোটিফে রঙিন দুল ও লকেট। কাস্টম নাম ও লেটার গহনা যাতে নিজের নাম বা প্রিয় শব্দ দিয়ে বানানো হয়। মিনিয়েচার আর্ট যা হাতে আঁকা পাখি, মুখোশ বা লোকশিল্পভিত্তিক দুল। চাঁদ-তারা ও কসমিক থিম যাতে মুনশেপ, তারা, গ্রহের মতো ডিজাইন থাকে। প্যাস্টেল ও ম্যাট রঙের গহনা, যা হালকা ন্যাচারাল শেডে নরম লুক। বোহো ও ফিউশন স্টাইল, যা ক্লের সঙ্গে কাঠ, পুঁতি বা সুতার সংমিশ্রণে বানানো হয়।
সুতার গহনা
রঙিন সুতা দিয়ে বানানো দুল, নেকপিস বা ব্রেসলেট এখন স্টাইল স্টেটমেন্ট। এগুলো সাধারণত তুলা বা উলের সুতা দিয়ে তৈরি হয়, সঙ্গে অনেক সময় কাঠ, ক্লে বা পুঁতির সংমিশ্রণ থাকে। এ গহনাগুলো হালকা ও আরামদায়ক হওয়ায় দৈনন্দিন সাজে যে কোনো পোশাকের সঙ্গেই মানিয়ে যায় সহজে।
চলতি ডিজাইন ট্রেন্ডে এখন চলছে মাল্টি লেয়ার সুতার হার, কানের বড় দুলে সুতা দিয়ে ঝুলন্ত ডিজাইন, রঙিন বোনা ব্রেসলেট বা রিস্টব্যান্ড।
পুঁতির গহনা
পুঁতির গহনা তরুণীদের অন্যতম পছন্দ। ছোট ছোট রঙিন বিডস দিয়ে তৈরি দুল, নাম লেখা ব্রেসলেট কিংবা মাল্টিকালার নেকপিস এখন শহুরে ফ্যাশনে বেশ জনপ্রিয়। এ গহনাগুলো সহজে বানানো যায়। ফলে অনেকেই নিজের মতো করে কাস্টম ডিজাইনও অর্ডার করছেন।
কাপড়ের গহনা
জামদানি, খাদি, বাটিক কিংবা ঝুট কাপড় দিয়ে তৈরি গহনা এখন শুধু গ্রাম্য মেলায় নয়, বরং শহুরে ফ্যাশনেরও এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আজকাল আবার কাপড়ের গহনায় আরও ভিন্নতা আনতে ফ্যাশনেবল নারীরা গামছা দিয়ে রুচিসম্মত গহনা তৈরি করছেন।
এ গহনায় থাকে হাতের আঁকা, ব্লক প্রিন্ট, প্যাচওয়ার্ক বা এমব্রয়ডারির কারুকাজ; যা পুরো লুককে দেয় এক ধরনের নান্দনিকতা।
ট্রেন্ডে এখন চলছে জামদানির ডিজাইনে তৈরি কাপড়ের দুল, পেইন্টেড বা ব্লক প্রিন্ট করা লকেট, কাপড় ঘষে বানানো ফুল বা পাতা আকৃতির হার, গামছা দিয়ে বানানো হাতের চুড়ি ইত্যাদি।
এ ধরনের গহনা বিশেষ করে এথনিক বা ফিউশন সাজের সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়।
গহনাগুলোর বিশেষত্ব কী
হস্তনির্মিত হওয়ায় প্রতিটি পিসেই আলাদা ইউনিকনেস থাকে। পরিবেশবান্ধব এবং সহজে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে তৈরি। দাম তুলনামূলকভাবে কম; তাই রোজকার ব্যবহারেও উপযোগী। ফ্যাশন ও সচেতনতাকে একসঙ্গে ধারণ করে।
বর্তমানের ট্রেন্ডি গহনা নিয়ে রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী সৌমিক দাস বলেন, ‘এ মুহূর্তে গহনার ট্রেন্ডে কিছু স্পষ্ট ধারা দেখা যাচ্ছে, যা ফ্যাশনের গতিপথ, সেলিব্রেটি প্রভাব, ইনস্টাগ্রাম-টিকটকের স্টাইল ও লাইফস্টাইল ট্রেন্ডের সঙ্গে জড়িত। বাংলাদেশের ফ্যাশনে এখন হালকা ও নান্দনিক গহনার চাহিদা বেশি। হস্তশিল্প ও দেশীয় মোটিফের গহনায় এসেছে আধুনিকতার ছোঁয়া। নকশিকাঁথা মোটিফ, কাঁথা ও তাঁতের ছাপ, কাঠ, কাপড়, টেরাকোটা, সুতার গহনা, আলপনা, নৌকা, ফুল, পাখি ইত্যাদি দেশজ মোটিফের এসব গহনা দৈনন্দিন ও উৎসব দুটোতেই মানানসই।’
তিনি আরও বলেন, ‘এসব গহনার দামও নাগালের মধ্যে। বেশির ভাগের দামই ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে। এ ছাড়া অন্যান্য গহনার মধ্যে পাতলা চেইন, ছোট দুল, লেয়ার্ড নেকলেস, পার্ল ও মিনিমাল রিং ছাড়াও আফগানি ও অক্সিডাইজড গহনাও বেশ জনপ্রিয়। সব গহনাই সাধারণত ৫০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে। তবে কাস্টম বা ব্র্যান্ডেড হলে তা আরও বেশি হতে পারে।
কোথায় পাবেন
রঙ বাংলাদেশ, অঞ্জন’স, বিবিয়ানা, আড়ং, বিশ্ব রঙসহ বিভিন্ন শপেই পেয়ে যাবেন এই ভিন্নধর্মী গহনাগুলো। তাছাড়া রাজধানীর নিউমার্কেট, টিএসসি, উত্তরার রাজলক্ষ্মী ইত্যাদি মার্কেটগুলোয় দামাদামি করে সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন আপনার পছন্দনীয় বিভিন্ন গহনা। ঘরে বসেই অনলাইনে অর্ডার করে বিমূর্ত, কায়রা, কাঠসুতা, কাজলরেখা, ধ্রুবর খেলাঘরসহ বিভিন্ন পেজ থেকে কিনতে পারবেন আপনার প্রিয় গহনা।
মডেল: ইমি; গহনা: রঙ বাংলাদেশ
ছবি: ফয়সাল সিদ্দিক কাব্য