ইসরায়েলের সঙ্গে কোন কোন দেশের বাণিজ্য বেশি, কী কেনাবেচা হয়
Published: 23rd, May 2025 GMT
ফিলিস্তিনের গাজায় হামলার জেরে ইসরায়েলের সঙ্গে গত মঙ্গলবার মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে তারা। এর এক দিন আগেই ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিল যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের কারণে ওই পদক্ষেপ নেয় যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের এই নিষেধাজ্ঞার মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করার পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার ইইউয়ের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, ইসরায়েল ও ইইউর মধ্যে একটি বাণিজ্য সহযোগিতা চুক্তি পর্যালোচনার পক্ষে ভোট দিয়েছেন তাঁরা।
যুক্তরাজ্য ও ইসরায়েল কতটা বাণিজ্য করে২০২২ সালের জুলাই মাসে একটি মুক্তবাণিজ্য চুক্তির (এফটিএ) লক্ষ্যে আলোচনা শুরু করে ইসরায়েল ও যুক্তরাজ্য। এর লক্ষ্য ছিল—দুই দেশের মধ্যে বর্তমানে বহাল থাকা বাণিজ্য চুক্তিগুলোর আওতায় যেসব খাত পড়ে না, ওই খাতগুলোয় অর্থনৈতিক অংশীদারত্ব বৃদ্ধি করা।
আন্তর্জাতিক বাণিজ্যসংক্রান্ত পরিসংখ্যানের ডেটাবেজ ইউনাইটেড নেশনস কমট্রেডের তথ্য বলছে, ২০২৪ সালে যুক্তরাজ্য থেকে ১৯৬ কোটি ডলারের পণ্য আমদানি করেছিল ইসরায়েল। সে বছর ইসরায়েলের ১১তম বৃহত্তম আমদানি অংশীদার ছিল যুক্তরাজ্য। দেশটি থেকে ইসরায়েলের আমদানি করা মূল পণ্যগুলোর মধ্যে রয়েছে জেট ইঞ্জিন, বৈদ্যুতিক সরঞ্জাম, ওষুধ ও গাড়ি।
অপর দিকে, ২০২৪ সালে ইসরায়েল যেসব দেশে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করেছে, তার মধ্যে যুক্তরাজ্যের অবস্থান অষ্টম। সে বছর যুক্তরাজ্যে প্রায় ১৫৭ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল ইসরায়েল। এর মধ্যে মূলত ছিল হীরা, রাসায়নিক পণ্য, যন্ত্রপাতি ও ইলেকট্রনিক।
ইসরায়েলের রপ্তানি বাণিজ্যের একটি মূল চালিকা শক্তি হলো তাদের ইলেকট্রনিকস খাত। এই খাতের নেতৃত্ব দিচ্ছে ইনটেলের মতো বিভিন্ন প্রতিষ্ঠান।যেসব পণ্য ইসরায়েল বেশি আমদানি–রপ্তানি করে২০২৪ সালে ইসরায়েল ৯ হাজার ১৫০ কোটি ডলারের পণ্য আমদানি করেছিল। রপ্তানি করেছিল ৬ হাজার ১৭০ কোটি ডলারের পণ্য। ইসরায়েলের আমদানি করা পণ্যগুলোর মধ্যে শীর্ষে ছিল:
—প্রায় ১ হাজার ৯০০ কোটি ডলারের ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, ইলেকট্রনিকস ও যন্ত্রাংশ।
—প্রায় ১ হাজার কোটি ডলারের গাড়ি, ট্রাক, বাস ও উড়োজাহাজ।
—৮০০ কোটি ডলারের ওষুধসহ বিভিন্ন রাসায়নিক পণ্য।
—৭০০ কোটি ডলারের পেট্রোলিয়াম, কয়লা, সিমেন্টসহ বিভিন্ন খনিজ পণ্য।
—৪০০ কোটি ডলারের রত্নপাথর ও গয়না।
ইসরায়েলের রপ্তানি করা পণ্যগুলোর মধ্যে শীর্ষে ছিল:
—প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলারের ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, ইলেকট্রনিকস ও যন্ত্রাংশ।
—১ হাজার কোটি ডলারের ওষুধসহ বিভিন্ন রাসায়নিক পণ্য।
—৯০০ কোটি ডলারের পালিশ করা হীরাসহ বিভিন্ন রত্নপাথর ও গয়না।
—৭০০ কোটি ডলারের অপটিক্যাল, প্রযুক্তিগত ও চিকিৎসা–সংক্রান্ত সরঞ্জাম।
—৫০০ কোটি ডলারের খনিজ পণ্য।
ইসরায়েলের রপ্তানি বাণিজ্যের একটি মূল চালিকা শক্তি হলো তাদের ইলেকট্রনিকস খাত। এই খাতের নেতৃত্ব দিচ্ছে ইনটেলের মতো বিভিন্ন প্রতিষ্ঠান। ইসরায়েলে মাইক্রোচিপ উৎপাদনের কারখানা রয়েছে ইনটেলের। এ ছাড়া দেশটির ইলেকট্রনিকস খাতে বড় ভূমিকা রয়েছে এলবিত সিস্টেমস ও অরবোটেকের মতো প্রতিষ্ঠানের। সামরিক–ইলেকট্রনিকস পণ্য তৈরির জন্য পরিচিত প্রতিষ্ঠান দুটি।
ওষুধ পণ্যের বড় রপ্তানিকারক দেশ ইসরায়েল। দেশটিতে টেভা ফার্মাসিউটিক্যালসের মতো বিশাল প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া বিশ্বে হীরা বাণিজ্যে নেতৃত্ব দিচ্ছে ইসরায়েল। বিভিন্ন দেশ থেকে শত শত কোটি ডলারের হীরা আমদানি করে তারা। এরপর পালিশ ও প্রক্রিয়াজাত করে সেগুলো আবার বিদেশে রপ্তানি করে দেশটি।
২০২৪ সালে ইসরায়েল থেকে নেদারল্যান্ডস ২৭৪ কোটি, জার্মানি ২৩৭ কোটি, ভারত ২৩১ কোটি, হংকং ২০০ কোটি, বেলজিয়াম ১৫১ কোটি, ফ্রান্স ১৪৩ কোটি, ইতালি ১২০ কোটি, ব্রাজিল ১১৫ কোটি, স্পেন ৯৭ কোটি, দক্ষিণ কোরিয়া ৯১ কোটি ও জাপান ৯০ কোটি ডলারের পণ্য আমদানি করেছিল।যেসব দেশ ইসরায়েল থেকে বেশি পণ্য কেনে২০২৪ সালের ৬ হাজার ১৭০ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে ইসরায়েল। দেশটির পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক যুক্তরাষ্ট্র। গত বছর ১ হাজার ৭৩০ কোটি ডলারের ইসরায়েলি পণ্য আমদানি করেছিল ওয়াশিংটন। এরপর আয়ারল্যান্ড ইসরায়েলি পণ্য কিনেছিল ৩২০ কোটি ডলারের। গত বছর ইসরায়েল থেকে ২৮০ কোটি ডলারের পণ্য আমদানি করেছিল চীন।
২০২৪ সালে ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্র মূলত হীরা, উচ্চপ্রযুক্তির ইলেকট্রনিকস, ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি), টেলিযোগাযোগ সরঞ্জাম ও রাসায়নিক পণ্য আমদানি করেছিল। সে বছর ইসরায়েল থেকে সবচেয়ে বেশি ইন্টিগ্রেটেড সার্কিট আমদানি করেছিল আয়ারল্যান্ড। এর অর্থমূল্য ছিল প্রায় ৩০০ কোটি ডলার। আর গত বছর চীনের আমদানি করা ইসরায়েলি পণ্যের মধ্যে ছিল অপটিক্যাল সরঞ্জাম, ইলেকট্রনিক সরঞ্জাম ও রাসায়নিক পণ্য।
এ ছাড়া অন্য দেশগুলোর মধ্যে ২০২৪ সালে ইসরায়েল থেকে নেদারল্যান্ডস ২৭৪ কোটি, জার্মানি ২৩৭ কোটি, ভারত ২৩১ কোটি, হংকং ২০০ কোটি, বেলজিয়াম ১৫১ কোটি, ফ্রান্স ১৪৩ কোটি, ইতালি ১২০ কোটি, ব্রাজিল ১১৫ কোটি, স্পেন ৯৭ কোটি, দক্ষিণ কোরিয়া ৯১ কোটি ও জাপান ৯০ কোটি ডলারের পণ্য আমদানি করেছিল।
যেসব দেশ ইসরায়েলে বেশি পণ্য বিক্রি করেবিভিন্ন দেশ থেকে ২০২৪ সালে ইসরায়েল ৯ হাজার ১৫০ কোটি ডলারের পণ্য আমদানি করেছিল। সে বছর দেশটিতে সবচেয়ে বেশি ১ হাজার ৯০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল চীন। যুক্তরাষ্ট্র রপ্তানি করেছিল ৯৪০ কোটি ডলারের পণ্য।
ইসরায়েলে ৫৬০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে তৃতীয় অবস্থানে ছিল জার্মানি।
২০২৪ সালে ইসরায়েলে চীন মূলত রপ্তানি করেছিল ইলেকট্রিক গাড়ি, মুঠোফোন, কম্পিউটার ও বিভিন্ন ধরনের ধাতু। যুক্তরাষ্ট্র রপ্তানি করেছিল বিস্ফোরক, হীরা, ইলেকট্রনিকস ও রাসায়নিক পণ্য। প্রতিবছর যুক্তরাষ্ট্র থেকে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা পায় ইসরায়েল। সেই অর্থ আবার যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনতে খরচ করে তারা। আর ইসরায়েলে ২০২৪ সালে জার্মানি রপ্তানি করেছে গাড়ি, ওষুধ, যন্ত্রপাতি ও ইলেকট্রনিকস।
এ ছাড়া ২০২৪ সালে ইতালি ৩৬২ কোটি, তুরস্ক ২৮৬ কোটি, রাশিয়া ২৩৭ কোটি, ফ্রান্স ২২০ কোটি, দক্ষিণ কোরিয়া ২১৫ কোটি, ভারত ২০৭ কোটি, স্পেন ২০৭ কোটি, জাপান ১৯৪ কোটি, নেদারল্যান্ডস ১৫৩ কোটি, ভিয়েতনাম ১৪৫ কোটি ও সুইজারল্যান্ড ১৩৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল ইসরায়েলে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসর য় ল র স ইসর য় ল থ ক র ইসর য় ল ২০২৪ স ল সরঞ জ ম কর ছ ল সবচ য়
এছাড়াও পড়ুন:
হোয়াইট হাউসে থাকাকালে কি ক্যানসারে আক্রান্ত ছিলেন বাইডেন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘোষণা তাঁর স্বাস্থ্য সম্পর্কে নানা প্রশ্নকে আবার আলোচনায় এনেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স যেমন বলেছেন, বাইডেনের উচিত ছিল জনসাধারণের সঙ্গে আরও স্বচ্ছ হওয়া।
রোম সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেন, মার্কিন জনগণ কেন তাঁর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে ধারণা পাননি?
‘তাঁর আসলে কী সমস্যা হয়েছিল, কেন সে সম্পর্কে জনগণ যথাযথ তথ্য পাননি? এটা তো একটা গুরুতর বিষয়।’ তিনি শুভকামনা জানান, যাতে বাইডেন ঠিকভাবে সেরে ওঠেন।
তার পর থেকে আলোচনা চলছিলই। রিপাবলিক পার্টির নেতা ভ্যান্সের মন্তব্যটি ৮২ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে চলমান সেই বাহাসের সঙ্গে তাল মিলিয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে বলা হয়েছে, ২০২৪ সালের নির্বাচনের জন্য প্রস্তুতির সময় বাইডেনের মানসিক স্থিরতা নিয়ে তাঁর সহকারীরা এবং দলের অনেক নেতাই উদ্বিগ্ন ছিলেন।
বইটির উদ্ধৃত অংশের জের ধরে নতুন করে প্রশ্ন উঠেছে, বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জনগণের কাছ থেকে লুকানো হয়েছিল কি? তবে তাঁর ঘনিষ্ঠ সহকারীরা এসব আশঙ্কা নাকচ করে দিয়ে বলেছেন, বাইডেন তখনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পুরোপুরি সক্ষম ছিলেন।
এ বিষয়ে রয়টার্স বাইডেনর একজন মুখপাত্রের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়েছিল, তাৎক্ষণিক কোনো সাড়া মেলেনি। তবে তিনি টেলিভিশনে এসে দাবি করেছেন, তাঁর মানসিক সক্ষমতা নিয়ে যে অভিযোগ উঠেছে, তার কোনো ভিত্তি নেই। ৮ মে এবিসির ‘দ্য ভিউ’ অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই।’
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট বাইডেন ২০২৪ সালের জুলাইয়ে পুনর্নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ান। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে বাইডেনের দুর্বল পারদর্শিতা ডেমোক্রেটিক পার্টি তাঁর সমর্থন কমিয়ে দেয়। এরপর ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস নিজে প্রার্থী হন, কিন্তু নভেম্বর ২০২৪ সালের নির্বাচনে তিনি ট্রাম্পের কাছে হেরে যান।
চিকিৎসকদের বিস্ময়বাইডেনের দপ্তর বলেছে, শুক্রবার তাঁর প্রস্টেট ক্যানসার শনাক্ত হয়েছে এবং সেটা হাড়ে ছড়িয়ে পড়েছে। রয়টার্সকে বেশ কয়েকজন চিকিৎসক জানিয়েছেন, সাধারণত এ ধরনের ক্যানসার এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগেই শনাক্ত হয়।
নর্থওয়েস্টার্ন হেলথ নেটওয়ার্কের ক্যানসার কর্মসূচির পরিচালক ডা. ক্রিস জর্জ বলেছেন, ‘আমি ধারণা করি, সাবেক প্রেসিডেন্ট প্রতিবছর খুব ভালো করে স্বাস্থ্য পরীক্ষা করান। এমনটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, গত বছর তাঁর রক্তের পরীক্ষার ফল ভালো ছিল।’
এনওয়াইইউ ল্যাঙ্গন হেলথের ইউরোলজিস্ট ড. হার্বার্ট লেপোর বলেছেন, আজকের দিনে এত রকম পরীক্ষা–নিরীক্ষার সুযোগ আছে যে এমন দেরিতে ক্যানসার ধরা পড়াটা একটু অস্বাভাবিক।
সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, প্রায় ৭০ শতাংশ ক্ষেত্রে প্রোস্টেট ক্যানসার অন্যত্র ছড়িয়ে পড়ার আগেই ধরা পড়ে।
যুক্তরাষ্ট্রের নির্দেশিকাগুলো ৭০ বছরের বেশি বয়সী পুরুষদের প্রতিবছর রক্ত পরীক্ষা করাতে বলে। এ ছাড়া প্রেসিডেন্টের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষায় এই পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল কি না, তা স্পষ্ট নয়।
সাংবাদিক জেক ট্যাপার ও অ্যালেক্স থম্পসনের নতুন বই ‘অরিজিনাল সিন’ ক্ষমতায় থাকার শেষ মাসগুলোতে বাইডেনের মানসিক সচলতার বিষয়টি সামনে এনেছে।
২০২৮ সালের ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন কনেকটিকাট থেকে আসা মার্কিন সেনেটর ক্রিস মারফি। রোববার সংবাদমাধ্যম এনবিসিতে তিনি বলেন, ‘আরও আগে ভোটারদের কথা না শুনে ডেমোক্র্যাটরা ভুল করেছেন।’
২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের মধ্য থেকে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে বাইডেনের কোনো বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন না। দলের শীর্ষ নেতারা বারবার জোর দিয়ে বলেছেন, তিনি দ্বিতীয়বার চার বছর মেয়াদে নেতৃত্ব দিতে সক্ষম। অথচ রয়টার্স/ইপসোসের জরিপ অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতে ৭৪ শতাংশ মার্কিন নাগরিক মনে করতেন, এই পদটির জন্য তাঁর বয়স অনেক বেশি।
বাইডেনের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পেয়ে তাঁর সমর্থক এবং ডোনাল্ড ট্রাম্পসহ প্রতিদ্বন্দ্বীরা একযোগে সমবেদনা প্রকাশ করেছেন। সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বাইডেন তাঁর স্ত্রী জিল এবং নিজের পক্ষ থেকে সবাইকে তাঁদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, ‘ক্যানসার আমাদের সবার জীবন স্পর্শ করে। অনেকের মতো, জিল আর আমি শিখেছি যে আমরা নাজুক জায়গাগুলোতেই সবচেয়ে বেশি শক্তি সঞ্চার করতে পারি। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’