আইপিএল মানেই রান-উৎসব। প্রতিবছর রান তোলায় এই টুর্নামেন্টে নতুন নতুন রেকর্ড দেখা যায়। এবার যেমন আইপিএলে দেখা গেল দলীয় ২০০ রান তোলার রেকর্ড।

সর্বশেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৩১ রান তুলেছে সানরাইজার্স হায়দরাবাদ, যা ছিল এবারের আইপিএলে দলীয় ইনিংসে ন্যূনতম ২০০ রান তোলার ৪২তম ঘটনা। আইপিএলের ইতিহাসে এক মৌসুমে এর চেয়ে বেশিবার দলীয় ইনিংসে ২০০ রান এর আগে দেখা যায়নি।

আইপিএলের চলতি মৌসুম এখনো শেষ হয়নি। এখনো ম্যাচ বাকি ৯টি। এই ৯ ম্যাচে আর কতবার ২০০ বা এর চেয়ে বেশি রান ওঠে, সেটাই এখন দেখার অপেক্ষা। এর আগে গত মৌসুমে দলীয় ২০০ রানের কোটায় দলগুলো পৌঁছেছিল ৪১ বার। এত দিন সেটিই ছিল রেকর্ড। ২০২৩ সালে দলীয় ২০০ রান দেখা গেছে ৩৭ বার আর ২০২২ সালে ১৮ বার।

৭আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার ২০০ রান তুলেছে গুজরাট টাইটানস।

এবারের আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার ২০০ রান তুলেছে গুজরাট টাইটানস—৭ ইনিংসে। পাঞ্জাব কিংস তুলেছে ৬ ইনিংসে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস ৫ বার ২০০ রান তুলেছে।

আরও পড়ুনবাংলাদেশের হয়ে টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড সাকিবের১ ঘণ্টা আগে

৪ বার করে ২০০–এর ক্লাব ছুঁয়েছে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানস। বেঙ্গালুরু ২০০ রান তুলেছে ৩ বার। চেন্নাই সুপার কিংস এবং মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস দুবার করে ২০০ রান করতে পেরেছে।

আইপিএলে প্লে-অফের চার দল এরই মধ্যে নিশ্চিত হয়েছে। পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাট, পাঞ্জাব দুইয়ে বেঙ্গালুরু তিনে এবং মুম্বাই চারে।

আরও পড়ুনপ্রথম পরীক্ষায় ‘এ’ গ্রেড রিশাদের২ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ২০০ র ন ত ল ছ ব র ২০০ র কর ড

এছাড়াও পড়ুন:

নুসরাত মাটিকে বিয়ে করলেন সংগীতশিল্পী সানি

তিন বছরের বন্ধুত্ব, এরপর প্রেম। অবশেষে বিয়ে করলেন সংগীতশিল্পী ও নির্মাতা আহমেদ হাসান সানি। শুক্রবার ঘরোয়া আয়োজনে তিনি বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন বলে জানা গেছে।

পাত্রী নুসরাত মাটি। তিনি ইউরোপে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছেন। গল্প ও চিত্রনাট্য লিখছেন, সঙ্গে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে শিক্ষকতা করছেন।

সানি গণমাধ্যমে বলেন, ‘গান থেকে সাহিত্য, সিনেমা-সব কিছুতে আমাদের মধ্যে ভীষণ মিল পেলাম। এটাই এ সম্পর্ক এগিয়ে নিতে সহায়তা করেছে। মাটি ভীষণ মেধাবী; অনেক জানে, এটাই আমাকে বেশি আকর্ষিত করেছে।’

গেল ১৬ মে মুক্তি পেয়েছে মাটির লেখা সিনেমা ‘জয়া আর শারমিন’। সিনেমাটি নির্মাণ করেছেন পিপলু খান। এ ছাড়া গত বছর সনি ফিউচার ফিল্মমেকার অ্যাওয়ার্ডস লাভ করেছে মাটির নির্মিত শর্টফিল্ম ‘বিলো দ্য উইন্ডো’।

এদিকে ২০১২ সালে গান শুরু করেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। ‘শহরের দুইটা গান’, ‘হয়তো আমরা’, ‘মানুষ কেন এ রকম’, ‘কেমনে কী’ ইত্যাদি গান গেয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন। বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবেও পরিচিতি রয়েছে তার। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সং ফ্রম দ্য সাউথ’ নির্মাণ করেছেন সানি।

সম্পর্কিত নিবন্ধ