চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
Published: 24th, May 2025 GMT
কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চকরিয়া সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শাহজাহান (৩৮)। তিনি কুমিল্লার কোতোয়ালি থানা এলাকার শামশুজ্জামান ভূঁইয়ার ছেলে। তিনি চকরিয়া অঞ্চলে একটি ওষুধ বিপণন প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
চিরিংগা হাইওয়ে পুলিশ ও দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। চকরিয়া সরকারি কলেজ মোড় এলাকায় পাশে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় কাভার্ড ভ্যানটি। এ সময় মোটরসাইকেল থাকা শাহজাহান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিরিংগা হাইওয়ে পুলিশের পরিদর্শক আরিফুল আমিন প্রথম আলোকে বলেন, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহত শাহজাহানের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। কুমিল্লা থেকে পরিবারের সদস্যরা পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চকর য়
এছাড়াও পড়ুন:
দাবি মেনে প্রজ্ঞাপন না দিলে ৩০ মে থেকে কঠোর কর্মসূচির হুমকি নার্সদের
ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (পাস) সমমান ঘোষণা করার প্রজ্ঞাপন জারি না হলে ৩০ মে থেকে কঠোর কর্মসূচিত যাওয়ার হুমকি দিয়েছে ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি। আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে কথা বলেন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির মন্ত্রণালয়ভিত্তিক প্রতিনিধি শিক্ষানবিশ নার্স এ বি শক্তি ও সালমান রাতুল এবং মিডওয়াইফারি শিক্ষার্থী মিথিলা ও ছোহাইমা রাফা। তাঁরা জানান, ২৯ মে তাঁদের দাবির বিষয়ে আন্তমন্ত্রণালয় সভা হওয়ার কথা রয়েছে। সেখানে যদি তাঁদের দাবি মেনে লিখিত কোনো প্রজ্ঞাপন না আসে, তাহলে তাঁরা কঠোর কর্মসূচিতে যাবেন।
এ বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির নেতারা বলেন, যে যোগ্যতা নিয়ে তাঁরা নার্সিংয়ে ভর্তি হন, তিন বছর পড়ালেখা ও পেশাগত পরীক্ষায় পাস করার পরও তাঁদের ডিগ্রির মান ভর্তিকালীনই থাকে; যা সম্পূর্ণ অমানবিক এবং শিক্ষার্ধীদের প্রতি বৈষম্য। এটি মেনে নেওয়ার কোনো সুযোগ নেই।