শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, পুঁজির সঙ্গে শ্রমের দ্বন্দ্ব চিরন্তন। পুঁজির ধর্ম হচ্ছে মজুরি কম দিয়ে মুনাফা বৃদ্ধি করা। আর শ্রমের ধর্ম নায্য মজুরি প্রতিষ্ঠা করা। এই বিপরীত স্বার্থের কারণে শিল্প ও শ্রম খাতে দ্বন্দ্ব দেখা যায়। এই দ্বন্দ্ব নিরসনে আইনি পদ্ধতি রয়েছে। এসব বাদ দিয়ে রাজপথ অবরোধ করে শিল্প ও শ্রম খাতের দ্বন্দ্ব নিরসনের চেষ্টা সঠিক নয়। এ ক্ষেত্রে সরকারকে সোচ্চার ভূমিকা রাখতে হবে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন জাতীয় কারিগরি ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। 

আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য মাহীম সুলতানা, ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাছির, বাবুল খান তাপস, গোলাম ফারুক, কবীর হোসেন, শামীম আরা, লাভলী ইয়াসমীন, মো.

ইলিয়াস, মরিয়ম আক্তার, তপন শাহা, আঁখি আক্তার, মো. শাজাহান মিয়াসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মে দিবসের চেতনা হচ্ছে সকল প্রকার শোষণ ও বৈষম্য থেকে মুক্তি। এখনও মে দিবসের চেতনার বাস্তবায়ন হয়নি। এখনও শ্রমিকদের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হয়। এই লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিক সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তুলতে হবে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: দ বন দ ব

এছাড়াও পড়ুন:

মেক্সিকোতে প্রবল বৃষ্টি-বন্যায় নিহত ৬৬, নিখোঁজ ৭৫

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর মধ্য ও পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ মৌসুমি ঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে এখনও জরুরি অবস্থা জারি রয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। 

প্রতিবেদনে বলা হয়, মধ্য মেক্সিকো ও পূর্ব উপকূলরেখা জুড়ে পাঁচটি রাজ্য সপ্তাহান্তের তীব্র বৃষ্টিপাত ও বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ৭৫ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

উপসাগরীয় উপকূলীয় রাজ্য ভেরাক্রুজ ভারী বৃষ্টিপাত ও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য কর্তৃপক্ষ ৩০ জনের মৃত্যু এবং ১৮ জনের নিখোঁজ থাকার খবর জানিয়েছে।

মধ্য মেক্সিকোর হিডালগো রাজ্যে ২১ জনের মৃত্যুর পাশাপাশি ৫০ জন নিখোঁজ রয়েছে। এ রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে। 

পুয়েবলা রাজ্য কর্তৃপক্ষ ১৪ জনের মৃত্যু ও সাতজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে। অন্যদিকে, কুয়েরেতারো কর্তৃপক্ষ একজনের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

সান লুইস পোটোসি রাজ্যে কোনো মৃত্যু বা নিখোঁজ ব্যক্তির খবর পাওয়া যায়নি, তবে অবকাঠামো ও ঘরবাড়ির উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া গেছে।

ফেডারেল সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য সামরিক কর্মী মোতায়েন করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি আশ্রয়কেন্দ্র খোলা করা হয়েছে।

সরকারি ও বেসামরিক সংস্থাগুলো ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা পৌছেঁ দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে, যার মধ্যে ১৯টি বিচ্ছিন্ন সম্প্রদায়ও রয়েছে যারা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

মানবিক সংকটের মধ্যে, অপ্রত্যাশিত মহল থেকে সহায়তা এসেছে। মেক্সিকোর সবচেয়ে সহিংস ও কুখ্যাত মাদক পাচারকারী সংগঠনগুলোর মধ্যে একটি- জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-কে ত্রাণ বিতরণ করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওগুলোতে গ্যাং সদস্যদেরকে কৌশলগত পোশাক ও অস্ত্র হাতে ত্রাণ বিতরণ করতে দেখা গেছে। 

তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ভিডিওগুলোর সত্যতা অস্বীকার করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সামরিক বাহিনীর ত্রাণ বিতরণের ছবি শেয়ার করেছেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • মেক্সিকোতে প্রবল বৃষ্টি-বন্যায় নিহত ৬৬, নিখোঁজ ৭৫