জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ১৭ বছর আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে লুটপাট করেছে। উন্নয়ন না করে প্রচার চালিয়েছে। দেশের দ্বিতীয় স্থলবন্দর এই হিলি। এখানকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী। নেই কোনো উন্নয়নের ছোঁয়া। আমরা দেখতে চাই, হিলি স্থলবন্দর এলাকা উন্নয়নের জন্য যেসব সরকারি বরাদ্দ হয়েছিল, তা কীভাবে লুটপাট হয়েছে। 

মঙ্গলবার বিকেলে দিনাজপুরের হাকিমপুরে হিলি চারমাথা মোড়ের পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, বাংলাদেশ পরিচালনার দায়িত্ব ভালো একজন নেতার হাতে তুলে দিতে হবে, সে যে দলের হোক না কেন। প্রতীক বড় বিষয় নয়। ভালো নেতা দেখে ভোট দেবেন। খারাপ লোকের ভয় বেশি, আপনারা খারাপ লোকের অপকর্ম রুখে দেবেন। দেখবেন তারা পেছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে। যেভাবে শেখ হাসিনা পালিয়েছেন।

এ সময় বক্তব্য দেন সাদিয়া ফারজানা দিনা, ডা.

আব্দুল আহাদ, ডা. আতিক মুজাহিদ, সানোয়ার তুষার, আবু সাঈদ লিওন প্রমুখ। 
এর আগে সকালে তিনি ঘোড়াঘাটের আজাদ মোড়ে পথসভা করেন। পরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

খুনিদের বিচারের আগে সরকার যেন দায়িত্ব ছাড়ার চিন্তা না করে: সারজিস     

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের ওপর মায়ের বুক খালি করেছে। ভাই-বোনদের হত্যা করেছে। এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার যেন অন্য কারো হাতে দায়িত্ব ছাড়ার চিন্তা না করে। আমরা বাংলাদেশে ওই খুনিদের বিচার দেখতে চাই। 

সোমবার দুপুরে এনসিপির পক্ষ থেকে উত্তরাঞ্চলের নীলফামারী জেলার ৬ উপজেলায় পথসভা এবং লিফলেট বিতরণ কর্মসূচির মধ্যে ডোমারে পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, আগামী নির্বাচনে অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নেই। জাতীয় নাগরিক পার্টির কাউকে ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না। কারণ আগের নির্বাচনগুলোতে নেতারা জনগণের পকেটে টাকা দিয়ে ক্ষমতায় এসে বয়স্ক ভাতাসহ সবকিছু মেরে দিয়েছে। সামনের দিনে টাকা ছাড়া কাজ হবে না, এই চর্চা আর থাকবে না।

নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, নির্বাচন দ্রুত দিতে হবে এটা কোনো কথা হতে পারে না। বরং স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার ও সংস্কার পাশাপাশি চালিয়ে যখন নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে, তখন যেন এটি হয়। 

এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম-মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিওনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • এই দেশে আর আওয়ামী লীগের পুনর্বাসন হবে না: হাসনাত আবদুল্লাহ
  • টাকা দিয়ে কেউ ভোট চাইলে তা মুখের ওপর ছুড়ে ফেলবেন: সারজিস আলম
  • নির্বাচনে মার্কা নয়, যোগ্য নেতৃত্ব দেখে ভোট দিন: হাসনাত আবদুল্লাহ
  • ভালো কাজ করলে যে দলেরেই হোক তাকে ভোট দিন: সারজিস
  • দ্রুত নির্বাচন হবে, স্বচ্ছ-সুষ্ঠু হবে না, তাহলে ওই নির্বাচন কলঙ্কে পরিণত হবে: সারজিস আলম
  • খুনিদের বিচারের আগে সরকার যেন দায়িত্ব ছাড়ার চিন্তা না করে: সারজিস     
  • হিলিতে কাস্টমসের কর্মবিরতিতে স্থবির আমদানি-রপ্তানি বাণিজ্য
  • রাজস্ব আদায়, আমদানি ও রপ্তানিতে স্থবিরতা
  • হিলি কাস্টমসের কর্মবিরতিতে শুল্কায়ন স্থবির