এমন দিনে গল ফোর্ট দেখতে চলে যাওয়াই ভালো। ষোড়শ শতাব্দীতে পর্তুগিজদের বানানো দুর্গ, পরবর্তী সময়ে যেটি দখলে ছিল ওলন্দাজ আর ব্রিটিশদের। গলের পর্যটক আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠা দুর্গ এলাকায় হোটেল, রেস্তোরাঁ, লাইব্রেরি, দোকানপাট—সব আছে। গল আন্তর্জাতিক স্টেডিয়ামের একেবারে লাগোয়া বলে খেলার সময় অনেক ক্রিকেট–দর্শকও খুঁজে পাবেন সেখানে।

গল ফোর্টের ঘাসে ঢাকা সবুজ চাতালে বসে টেস্ট ম্যাচের ‘অ্যারিয়াল ভিউ’ দেখার বাড়তি সুবিধা—এই ক্রিকেটটা দুই দলই সাদা পোশাকে খেলে বলে কে বোলিং করছে, কে ব্যাটিং করছে, সেটা চাইলে না বুঝেও থাকা যায়। পাতুম নিশাঙ্কা নাহিদ রানা নাকি নাঈম হাসানকে মারছেন কিংবা নিশাঙ্কাই যে মারছেন আর নাঈম-নাহিদরাই যে মার খাচ্ছেন, অত উঁচু থেকে এত কিছু বোঝা কষ্ট।

শুধু বুঝবেন সাদা পোশাক পরে দুটি দল ক্রিকেট খেলছে। একটি দলের ব্যাটসম্যানরা হয়তো খুব আক্রমণাত্মক ব্যাটিং করছেন, আরেক দলের বোলার-ফিল্ডাররা অসহায় হয়ে তা দেখছেন। সবুজ ঘাসে বসে নিচের সবুজ মাঠে সফেদ ক্রিকেটের মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে একটা নিরপেক্ষ স্থিতিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি প্রাকৃতিক সৌন্দর্যে ডুবে যাওয়া ক্রিকেটের রূপমাধুর্যই শুধু তারিয়ে তারিয়ে উপভোগ করবেন। কারও পক্ষ নিয়ে টেনশনে পড়ার ঝামেলা থাকবে না।

সেঞ্চুরির পর শ্রীলঙ্কার ওপেনার পাতুম নিশাঙ্কা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘সরকারের দ্বিতীয় পর্ব শুরু, প্রধান কাজ ভালো নির্বাচন’

অন্তর্বর্তী সরকার মনে করছে, তাদের প্রথম পর্ব শেষ এবং দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। দ্বিতীয় পর্বের মূল দায়িত্ব সুষ্ঠু নির্বাচন আয়োজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে প্রধান উপদেষ্টা ভালো একটি নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।

আরো পড়ুন:

‘আলোকিত স্বার্থবোধের’ ভিত্তিতে পররাষ্ট্রনীতি নিয়েছি আমরা: তৌহিদ হোসেন

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণ ভাষণ

প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা সরকারের সব পর্যায়ের কর্মচারীদের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে সংস্কার ও বিচারের কাজও চলতে থাকবে।”

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এর মধ্যে প্রধান উপদেষ্টার অফিস থেকে নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। এর মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে গেছে।”

“তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেন দ্বিতীয় অধ্যারয়ে প্রথম ও প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা,” বলেন শফিকুল আলম।

এর বাইরে সংস্কার ও বিচারক কাজও গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেন জানান প্রেস সচিব।

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ