সেপ্টেম্বরে টি-২০ ফরম্যাটে মাঠে গড়ানোর কথা এশিয়া কাপ ক্রিকেট। কিন্তু টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা কাটেনি। ভারত ও পাকিস্তান টুর্নামেন্টে অংশ নেবে কিনা। দুই দল গ্রুপ পর্বে মুখোমুখি হবে কিনা এসব নিয়ে নানা আলোচনা ছিল। টুর্নামেন্ট হলে কোথায় হবে তা নিয়েও অনিশ্চয়তা কাটেনি। 

ভারতের সংবাদ মাধ্যম দাবি করেছে, এশিয়া কাপ আয়োজন নিয়ে ইতিবাচক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তাপ থাকলেও দুই দলের মুখোমুখি হওয়া নিয়ে কোন সংকট নেয়। তবে টুর্নামেন্টটি হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। 

ক্রিকবাজের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, এসিসি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে আসরটি। 

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। তবে এশিয়া কাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে একটি আনুষ্ঠানিক বৈঠক হতে পারে। ওই বৈঠক শেষে জুলাইয়ের প্রথম সপ্তাহে এশিয়া কাপের সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করা হতে পারে। 

এশিয়া কাপের স্বাগতিক ভারত। টুর্নামেন্টটি ভারত হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করতে পারে। যেখানে পাকিস্তান তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতে খেলতে পারে। আবার ভারত পুরো টুর্নামেন্ট আরব আমিরাতে নিতে পারে।      

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আঞ্জুমান মুফিদুলকে অ্যাম্বুলেন্স দিল মিডল্যান্ড ব্যাংক

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামকে অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে মিডল্যান্ড ব্যাংক। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় ব্যাংকটি এই অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে সংস্থাটিকে। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিডল্যান্ড ব্যাংকের ইসলামি ব্যাংকিং কম্পেনসেশন তহবিল থেকে অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে। সম্প্রতি ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আঞ্জুমান মুফিদুল ইসলামের ট্রাস্টি ও সহসভাপতি মোহাম্মদ আজিম বকস ও মোহাম্মদ আসলামের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলামের যুগ্ম পরিচালক সৈয়দ লোকমান আহমেদ, ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন মো. রাশেদ আকতার, প্রধান অর্থ কর্মকর্তা দিদারুল ইসলাম, সিআরএম বিভাগের প্রধান মো. বজলুর রহমান খান, জেনারেল সার্ভিসেসের প্রধান নকুল চন্দ্র দেবনাথসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পর্কিত নিবন্ধ