পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

কোম্পানি তিনটি হলো- হা-ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেড, রহিম টেক্সটাইল মিলস লিমিটেড এবং মালেক স্পিনিং মিলস লিমিটেড।

বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

হা-ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেড, রহিম টেক্সটাইল মিলস লিমিটেড এবং মালেক স্পিনিং মিলস লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

হা-ওয়েল টেক্সটাইল ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা করে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সে হিসাবে কোম্পানিটির প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ২ টাকা করে নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডারা।

রহিম টেক্সটাইল মিলস ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা করে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সেই হিসাবে কোম্পানিটির প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা করে নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডারা।

মালেক স্পিনিং মিলস ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা করে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সেই হিসাবে কোম্পানিটির প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা করে নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানি তিনটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ঘোষিত লভ‌্যাংশ অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম লস ল ম ট ড

এছাড়াও পড়ুন:

ডিবিএইচের ১০১ কোটি টাকা মুনাফা, ১৭% লভ্যাংশ ঘোষণা

শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সুপারিশ করা হয়।  

আগামী ১৯ জুন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য যা উপস্থাপন করা হবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির এ তথ্য মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এছাড়া ডিবিএইচ একটি সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে।

এতে বলা হয়, ২০২৪ সালে ডিবিএইচ ফাইন্যান্সের কর পরবর্তী নিট মুনাফা করেছে ১০০ কোটি ৮৫ লাখ টাকা। ২০২৩ সালে ছিল ৯৮ কোটি ৪৪ লাখ টাকা। কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২০২৩ সালের ৪ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ২০২৪ সালে হয়েছে ৫ টাকা ৭ পয়সা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২০২৩ সালে ছিল ৪৩ টাকা ৬৩ পয়সা। ২০২৪ সালে বেড়ে তা দাঁড়িয়েছে ৪৭ টাকা ২৫ পয়সা। গত বছর প্রতিষ্ঠানটির গৃহঋণ বিতরণ বেড়েছে ১৫ শতাংশ এবং কোর ডিপোজিট পোর্টফোলিও বেড়েছে ১২ শতাংশ।

১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর ডিবিএইচ গত ২৮ বছর ধরে দেশে প্রায় ৬০ হাজারের বেশি পরিবারকে গৃহঋণ দিয়েছে। ডিবিএইচ বর্তমানে দেশের সব বিভাগীয় শহরসহ ১৬টি শাখার মাধ্যমে হোম লোন, ইসলামিক হাউজিং ফাইন্যান্স, সাশ্রয়ী আবাসন লোন ও ডিপোজিট সেবা দিচ্ছে। ডিবিএইচের খেলাপি ঋণের পরিমাণ ১ শতাংশেরও কম এবং প্রতিষ্ঠানটি গত ১৯ বছর ধারাবাহিকভাবে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘ট্রিপল এ’ রেটিং অর্জন করেছে।

সম্পর্কিত নিবন্ধ

  • খাদ্য মূল্যস্ফীতির লাগাম টানুন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য যত নির্দেশনা
  • শাবিপ্রবিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু জুলাইয়ে
  • বজ্রপাতে মৃত্যু: ওরা গরিব, তাই কি আমাদের গড়িমসি
  • মার্চ মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি বেড়েছে ১৪ শতাংশ
  • সামরিক সক্ষমতায় ভারত-পাকিস্তানের মধ্যে কে এগিয়ে
  • ডিবিএইচের ১০১ কোটি টাকা মুনাফা, ১৭% লভ্যাংশ ঘোষণা
  • মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি
  • ওরিয়নের কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি
  • ফনিক্স ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা