বিপিএল ছেড়ে কর্নওয়াল বললেন, ‘বিদায় বাংলাদেশ’
Published: 15th, January 2025 GMT
বিপিএলের ঢাকা পর্বে ম্যাচ খেলার সুযোগ পাননি রাকিম কর্নওয়াল। সিলেট পর্বে তিন ম্যাচ খেলেও ব্যাটে-বলে ভালো করতে পারেননি। কিন্তু চট্টগ্রাম পর্বে দলের সঙ্গে যাওয়া হলো না তার। চোট নিয়ে ‘বাংলাদেশকে বিদায়’ বলে বিপিএল ছেড়েছেন তিনি।
সিলেট স্ট্রাইকার্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে এই সংবাদ, ‘সমর্থকদের জন্য দুঃসংবাদ। চোটের কারণে রাকিম কর্নওয়াল বিপিএল ছাড়ছেন।’ ভিডিওতে কর্নওয়াল বলেন, ‘বিদায় বাংলাদেশ। আপনাদের সঙ্গে আবার সিলেটে দেখা হবে।’
সিলেটের হয়ে এবারের বিপিএলে কর্নওয়াল ৩ ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে যথাক্রমে ১৮, ০ ও ৪ রান আসে তার ব্যাট থেকে। বল হাতে নিয়েছেন ৪টি। বিদেশিদের মধ্যে সিলেটের দলে আছেন পল স্টার্লিং, জর্জ মানসে, রিস টপলি ও অ্যারন জোন্স।
এবারের বিপিএলে সিলেট টানা তিন ম্যাচে হারের মুখ দেখে। ঢাকা পর্বে পরপর দুই ম্যাচে হারের পর সিলেটে গিয়েও প্রথম ম্যাচে হারে সিলেট স্ট্রাইকার্স। এরপর জাকির হাসানের ব্যাটে চতুর্থ ও পঞ্চম ম্যাচে জিতে ঘুরে দাঁড়ানোর আশা দেয় সিলেট। কিন্তু সিলেটে নিজেদের শেষ ম্যাচে হেরেছে আরিফুল হকের নেতৃত্বাধীন দলটি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নিজেদের কোনো খেলোয়াড়কে নয়, গুগলে পাকিস্তানিরা সবচেয়ে বেশি খুঁজেছেন এক ভারতীয়কে
কৌতূহল থেকেই মানুষ গুগল সার্চ করেন। এ থেকে বোঝা যায় কাকে নিয়ে আগ্রহটা বেশি, তা–ও। ভারতের মানুষ যেমন এ বছর খেলোয়াড়দের মধ্যে গুগলে সবচেয়ে বেশি খুঁজেছেন ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে।
এমনিতে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ থাকলেও গুগলে পাকিস্তানের মানুষেরাও কিন্তু সবচেয়ে বেশি খুঁজেছেন এক ভারতীয় ক্রীড়াবিদকেই। কে হতে পারেন, সেটি অনুমান করতে পারবেন? উত্তরটা বলেই দেওয়া যাক।
গুগল ট্রেন্ডসের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে পাকিস্তানের মানুষ এ বছর গুগলে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি খুঁজেছেন অভিষেক শর্মাকে। পাকিস্তান থেকে গুগলে সার্চ দেওয়ায় শীর্ষে পাঁচের বাকি চারজনই অবশ্য পাকিস্তানের—মোহাম্মদ নেওয়াজ, ইরফান খান, সাহিবজাদা ফারহান ও মুহাম্মদ আব্বাস।
ভারতীয় ব্যাটসম্যান অভিষেককে পাকিস্তানে এতটা জনপ্রিয়তা এনে দিয়েছে তাঁর পারফরম্যান্সই। ২০২৫ সালে ১৭ ম্যাচে ১৯৬.৩৬ স্ট্রাইক রেটে ৭৫৬ রান করেছেন অভিষেক। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বে ১৩ বলে ৩১ ও সুপার ফোরে ৩৯ বলে ৭৪ রান করেছিলেন অভিষেক। ভারত শিরোপা জিতলেও ফাইনালে পাকিস্তানের বিপক্ষে অবশ্য তেমন সুবিধা করতে পারেননি—৬ বলে করেছিলেন ৫ রান।
নিজের দেশ ভারতের মানুষ অবশ্য সার্চ করার দিকে তিন নম্বরে আছেন অভিষেক শর্মা। সেখানে এক নম্বর জায়গাটা দখলে আছে সূর্যবংশীর, দুই নম্বরে আছেন প্রিয়াংশ আর্য। গুগলে ভারতে সার্চ করা শীর্ষ ১০ ক্রীড়াবিদের সবাই ক্রিকেটার। উপমহাদেশের ক্রিকেটারদের জনপ্রিয়তাটাও টের পাওয়া যায় এখান থেকেই।
আরও পড়ুনআজিজুলের নেতৃত্বেই যুব এশিয়া কাপে বাংলাদেশ, চোখ হ্যাটট্রিক শিরোপায়২ ঘণ্টা আগে