বিপিএল ছেড়ে কর্নওয়াল বললেন, ‘বিদায় বাংলাদেশ’
Published: 15th, January 2025 GMT
বিপিএলের ঢাকা পর্বে ম্যাচ খেলার সুযোগ পাননি রাকিম কর্নওয়াল। সিলেট পর্বে তিন ম্যাচ খেলেও ব্যাটে-বলে ভালো করতে পারেননি। কিন্তু চট্টগ্রাম পর্বে দলের সঙ্গে যাওয়া হলো না তার। চোট নিয়ে ‘বাংলাদেশকে বিদায়’ বলে বিপিএল ছেড়েছেন তিনি।
সিলেট স্ট্রাইকার্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে এই সংবাদ, ‘সমর্থকদের জন্য দুঃসংবাদ। চোটের কারণে রাকিম কর্নওয়াল বিপিএল ছাড়ছেন।’ ভিডিওতে কর্নওয়াল বলেন, ‘বিদায় বাংলাদেশ। আপনাদের সঙ্গে আবার সিলেটে দেখা হবে।’
সিলেটের হয়ে এবারের বিপিএলে কর্নওয়াল ৩ ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে যথাক্রমে ১৮, ০ ও ৪ রান আসে তার ব্যাট থেকে। বল হাতে নিয়েছেন ৪টি। বিদেশিদের মধ্যে সিলেটের দলে আছেন পল স্টার্লিং, জর্জ মানসে, রিস টপলি ও অ্যারন জোন্স।
এবারের বিপিএলে সিলেট টানা তিন ম্যাচে হারের মুখ দেখে। ঢাকা পর্বে পরপর দুই ম্যাচে হারের পর সিলেটে গিয়েও প্রথম ম্যাচে হারে সিলেট স্ট্রাইকার্স। এরপর জাকির হাসানের ব্যাটে চতুর্থ ও পঞ্চম ম্যাচে জিতে ঘুরে দাঁড়ানোর আশা দেয় সিলেট। কিন্তু সিলেটে নিজেদের শেষ ম্যাচে হেরেছে আরিফুল হকের নেতৃত্বাধীন দলটি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এগিয়ে গেল ভারত
দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় টি-টোয়েন্টিতে পাত্তাই দিল না ভারত। ধর্মশালায় ৭ উইকেটে জয় পেয়েছে ভারত। তাতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল তারা।
আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ১১৭ রানের বেশি করতে পারেনি। জবাব দিতে নেমে ভারত ১৫.৫ ওভারে ৭ উইকেটের জয় নিশ্চিত করে।
আরো পড়ুন:
বিশ্বকাপে পর্তুগাল-কলম্বিয়া ম্যাচের টিকিটের সবচেয়ে বেশি আবেদন
জুটির হাহাকার, তাওহীদের আর্তনাদ
ভারতের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং একটুও ভালো হয়নি। ৭ রানে ৩, ৩০ রানে ৪টি উইকেট হারায় তারা। ৪৪ রানে ইনিংসের অর্ধেক ব্যাটসম্যান সাজঘরে। সকল প্রতিকূলতার ভেতরে দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন আইডেন মার্করাম। ৪৬ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬১ রান করেন তিনি। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন ডোভান ফিরেরিয়া। ১টি করে চার ও ছক্কা আসে তার ব্যাট থেকে।
৪ ওভারে ১৩ রানে ২ উইকেট নেন আর্শদ্বীপ সিং। এছাড়া দুইটি করে উইকেট পেয়েছেন হার্শিত রানা, বরুণ চক্রবর্তি ও কুলদ্বীপ যাদব। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন আর্শদ্বীপ।
লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৬০ রান পায় ভারত। শুরুতে ঝড় তোলেন অভিষেক শর্মা। ১৮ বলে ৩টি করে চার ও ছক্কা হাঁকান তিনি। ১৯৪.৪৪ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৫। সেখান থেকে তিলক ভার্মা ও গিল দলকে ৯২ রান পর্যন্ত টেনে নেন। ধুকতে থাকা গিল ২৮ বলে ৫ বাউন্ডারিতে ২৯ রান করে জানসেনের বলে বোল্ড হন।
চারে আসা সূর্যকুমার বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ বলে ১২ রান করে আউট হন। সেখান থেকে তিলক ও দুবের ব্যাটে সহজেই জয় পায় ভারত।
তিলক ভার্মা ৩৪ বলে ২৬ রান করেন ৩ বাউন্ডারিতে। দুবে ৪ বলে ১টি করে চার ও ছক্কায় করেন ১০ রান। লক্ষৌতে দুই দলের পরের ম্যাচ ১৭ ডিসেম্বর।
ঢাকা/ইয়াসিন