বিপিএল ছেড়ে কর্নওয়াল বললেন, ‘বিদায় বাংলাদেশ’
Published: 15th, January 2025 GMT
বিপিএলের ঢাকা পর্বে ম্যাচ খেলার সুযোগ পাননি রাকিম কর্নওয়াল। সিলেট পর্বে তিন ম্যাচ খেলেও ব্যাটে-বলে ভালো করতে পারেননি। কিন্তু চট্টগ্রাম পর্বে দলের সঙ্গে যাওয়া হলো না তার। চোট নিয়ে ‘বাংলাদেশকে বিদায়’ বলে বিপিএল ছেড়েছেন তিনি।
সিলেট স্ট্রাইকার্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে এই সংবাদ, ‘সমর্থকদের জন্য দুঃসংবাদ। চোটের কারণে রাকিম কর্নওয়াল বিপিএল ছাড়ছেন।’ ভিডিওতে কর্নওয়াল বলেন, ‘বিদায় বাংলাদেশ। আপনাদের সঙ্গে আবার সিলেটে দেখা হবে।’
সিলেটের হয়ে এবারের বিপিএলে কর্নওয়াল ৩ ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে যথাক্রমে ১৮, ০ ও ৪ রান আসে তার ব্যাট থেকে। বল হাতে নিয়েছেন ৪টি। বিদেশিদের মধ্যে সিলেটের দলে আছেন পল স্টার্লিং, জর্জ মানসে, রিস টপলি ও অ্যারন জোন্স।
এবারের বিপিএলে সিলেট টানা তিন ম্যাচে হারের মুখ দেখে। ঢাকা পর্বে পরপর দুই ম্যাচে হারের পর সিলেটে গিয়েও প্রথম ম্যাচে হারে সিলেট স্ট্রাইকার্স। এরপর জাকির হাসানের ব্যাটে চতুর্থ ও পঞ্চম ম্যাচে জিতে ঘুরে দাঁড়ানোর আশা দেয় সিলেট। কিন্তু সিলেটে নিজেদের শেষ ম্যাচে হেরেছে আরিফুল হকের নেতৃত্বাধীন দলটি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মাল্টা: বোমার বৃষ্টিতে টিকে থাকার বিজয়
ভূমধ্যসাগরের নীল জলরাশির বুকে ভেসে থাকা ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র মাল্টা। ম্যাপে হয়তো একে খুঁজে পেতে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হতে পারে, কিন্তু সাহসিকতার ইতিহাসে দেশটির আকার বিশাল। আজ ৮ ডিসেম্বর, মাল্টায় উদ্যাপিত হচ্ছে ‘ইম্যাকুলেট কনসেপশন ডে’। আপাতদৃষ্টে এটি একটি ধর্মীয় উৎসব মনে হলেও মাল্টার মানুষের কাছে দিনটি তাঁদের অস্তিত্ব রক্ষা ও জাতীয় বিজয়ের এক গভীর প্রতীকে পরিণত হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, বিশেষ করে ১৯৪০ থেকে ১৯৪২ সাল পর্যন্ত মাল্টা ছিল রণকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর আফ্রিকায় অক্ষশক্তির (জার্মানি ও ইতালি) রসদ সরবরাহ বন্ধ করতে ব্রিটিশদের এই ঘাঁটি ছিল হিটলারের চোখের বালি। ফলে এই ছোট্ট দ্বীপটির ওপর নেমে আসে ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান হামলা। টানা ১৫৪ দিন ও রাত ধরে মাল্টায় বিরামহীন বোমা ফেলা হয়েছিল। ইতিহাসবিদেরা বলেন, লন্ডনের চেয়েও ভয়াবহ ছিল মাল্টার ওপর বোমাবর্ষণের তীব্রতা। খাবার নেই, জ্বালানি নেই, আকাশ থেকে শুধুই ঝরছে মৃত্যুর পরোয়ানা, তবু মাল্টা হার মানেনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির বোমাহামলায় বিধ্বস্ত ভ্যাল্লেটার অপেরা হাউস