বিপিএলের ঢাকা পর্বে ম্যাচ খেলার সুযোগ পাননি রাকিম কর্নওয়াল। সিলেট পর্বে তিন ম্যাচ খেলেও ব্যাটে-বলে ভালো করতে পারেননি। কিন্তু চট্টগ্রাম পর্বে দলের সঙ্গে যাওয়া হলো না তার। চোট নিয়ে ‘বাংলাদেশকে বিদায়’ বলে বিপিএল ছেড়েছেন তিনি। 

সিলেট স্ট্রাইকার্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে এই সংবাদ, ‘সমর্থকদের জন্য দুঃসংবাদ। চোটের কারণে রাকিম কর্নওয়াল বিপিএল ছাড়ছেন।’ ভিডিওতে কর্নওয়াল বলেন, ‘বিদায় বাংলাদেশ। আপনাদের সঙ্গে আবার সিলেটে দেখা হবে।’

সিলেটের হয়ে এবারের বিপিএলে কর্নওয়াল ৩ ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে যথাক্রমে ১৮, ০ ও ৪ রান আসে তার ব্যাট থেকে। বল হাতে নিয়েছেন ৪টি। বিদেশিদের মধ্যে সিলেটের দলে আছেন পল স্টার্লিং, জর্জ মানসে, রিস টপলি ও অ্যারন জোন্স। 

এবারের বিপিএলে সিলেট টানা তিন ম্যাচে হারের মুখ দেখে। ঢাকা পর্বে পরপর দুই ম্যাচে হারের পর সিলেটে গিয়েও প্রথম ম্যাচে হারে সিলেট স্ট্রাইকার্স। এরপর জাকির হাসানের ব্যাটে চতুর্থ ও পঞ্চম ম্যাচে জিতে ঘুরে দাঁড়ানোর আশা দেয় সিলেট। কিন্তু সিলেটে নিজেদের শেষ ম্যাচে হেরেছে আরিফুল হকের নেতৃত্বাধীন দলটি। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ব প এল

এছাড়াও পড়ুন:

ছক্কার ঝড় তুলে ৫০ বছরের পুরনো রেকর্ড ভাঙল ভারত

ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসে ব্যাট হাতে একের পর এক ইতিহাস লিখে চলেছে ভারত। এবার ছক্কার ঝড় তুলে গুঁড়িয়ে দিলো ওয়েস্ট ইন্ডিজের ৫০ বছরের পুরনো এক নজির। বিদেশের মাটিতে এক টেস্ট সিরিজে সর্বাধিক ছক্কার রেকর্ডটি এতদিন ছিল ক্যারিবিয়ানদের দখলে, এবার সেটি নিজেদের করে নিল টিম ইন্ডিয়া।

লর্ডস টেস্টের তৃতীয় দিন শেষে ভারতীয় ব্যাটারদের ব্যাট থেকে বেরিয়ে এসেছে মোট ৩৬টি ছক্কা। ১৯৭৪-৭৫ সালে ভারতে সফররত ওয়েস্ট ইন্ডিজ দলের করা ৩২ ছক্কার রেকর্ড এতদিন ছিল সর্বোচ্চ। সেই তালিকার শীর্ষে এখন ভারতের নাম।

শুধু রেকর্ড নয়, মাঠের পারফরম্যান্সেও এক কথায় দুর্দান্ত ভারতীয় দল। চলতি ইংল্যান্ড সফরে তারা এখন পর্যন্ত পাঁচটি ইনিংসেই ৩৫০-র বেশি রান তুলেছে, যা বিদেশের মাঠে ধারাবাহিক সাফল্যের স্পষ্ট প্রতিচ্ছবি। ব্যাট হাতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্ত, যার নামের পাশে ইতিমধ্যেই যোগ হয়েছে ১৩টি ছক্কা ও ৪০০-রও বেশি রান। তার ঠিক পরেই রয়েছেন অধিনায়ক শুভমান গিল—১২টি ছক্কার মালিক এই তরুণ ব্যাটারও সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন।

আরো পড়ুন:

পাঁচ বলে পাঁচ উইকেট! ইতিহাস গড়লেন আয়ারল্যান্ডের ক্যাম্ফার

রুটের ব্যাটে ইতিহাস, ভাঙলেন দ্রাবিড়-স্মিথের রেকর্ড

রান বাড়ানোর পাশাপাশি আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের চাপে রেখেছে পুরো ভারতীয় লাইনআপ। প্রতিটি ইনিংসেই দেখা গেছে স্বাধীনভাবে খেলতে নামা ব্যাটারদের, যারা সুযোগ পেলে ঝুঁকি নিতে দ্বিধা করছেন না। সে কারণেই হয়তো এত ছক্কার বন্যা।

বিদেশের মাটিতে টেস্ট সিরিজে সর্বাধিক ছক্কা হাঁকানো শীর্ষ পাঁচ দল:
ভারত: ৩৬ ছক্কা (ইংল্যান্ড সফর, ২০২৫),
ওয়েস্ট ইন্ডিজ: ৩২ ছক্কা (ভারত সফর, ১৯৭৪–৭৫),
নিউ জিল্যান্ড: ৩২ ছক্কা (পাকিস্তান সফর, ২০১৪–১৫),
ইংল্যান্ড: ৩২ ছক্কা (দ. আফ্রিকা সফর, ২০১৯–২০),
অস্ট্রেলিয়া: ৩১ ছক্কা (ভারত সফর, ২০০০–০১)। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ