শায়েস্তাগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
Published: 22nd, January 2025 GMT
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। এতে কদমতলী একাদশকে ১ শূন্য গোলে হারিয়ে বিশাউড়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে মোটরসাইকেল ও রানার্সআপ দলকে ফ্রিজ উপহার দেন।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ফরহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজান উদ্দিন আহমেদ মোহন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমন, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল জলিল।
আরো পড়ুন:
কিশোরগঞ্জে ছুরিকাঘাতে বিএনপি নেতার মৃত্যু
দেশের ৯০ ভাগ সংস্কার বিএনপি করেছে: আমীর খসরু
ঢাকা/মামুন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ফ টবল উপজ ল ব এনপ
এছাড়াও পড়ুন:
প্রেম ও দ্রোহের গল্পে সাজানো ২৬তম টোকিও ফিল্মেক্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
শরতের টোকিও যেন এক অন্তহীন চলচ্চিত্র নগরী, সারা বিশ্ব থেকে আসা নির্মাতা-অভিনেতা, চলচ্চিত্র বোদ্ধা কিংবা সাধারণ দর্শকদের পদচারণ ও মিথস্ক্রিয়ায় মুখর সর্বদা যার সড়ক-সিনেমা হল। একটি উৎসব শেষ হতে না হতেই শুরু হয় পরের আয়োজন, যদিও আদল আর আমেজে থাকে ভিন্নতা। আন্তর্জাতিক থেকে দেশীয়, ফিকশন থেকে ডকুমেন্টারি, লাইভ অ্যাকশন থেকে অ্যানিমেশন—একেক আয়োজনের রয়েছে একেক কেন্দ্রবিন্দু। টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হতে না হতেই গত ২১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নগরীর ইউরাকুচো এলাকায় অনুষ্ঠিত হলো ২৬তম টোকিও ফিল্মেক্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মূলত এশীয় চলচ্চিত্রের ওপর আলোকপাত করা এই উৎসবে নিজ দেশ বা বিশ্বের অন্যান্য অঞ্চলে বসবাসরত এশীয় নির্মাতাদের শিল্পসম্মত চলচ্চিত্র প্রদর্শিত হয়। এশীয় চলচ্চিত্রের মধ্যেই গণ্ডি সীমিত রাখলেও ফিল্মেক্স টোকিওর একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব। এতে চলচ্চিত্র নির্মাতা, সাংবাদিক ও সমালোচকদের পাশাপাশি বোদ্ধা দর্শকদের উপস্থিতিই মূলত বেশি।
২৬তম টোকিও ফিল্মেক্সের পোস্টার