যশোরের মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশের একটি দোকানের ভেতরে ঢুকে পড়েছে। এতে বাসযাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চিনেটোলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রফিক নামের এক যুবক বলেন, ‘‘ভোরে ফজরের নামাজ শেষে চিনাটোলা বাজারে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি বাস সড়কের পাশের একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এসময় বাসের ভেতরে থাকা যাত্রীরা ডাক-চিৎকার শুরু করেন। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা আসার আগেই আমরা ৭-৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’’

মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এখন দোকানের ভেতর থেকে বাসটি বের করার চেষ্টা চলছে।’’

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/প্রিয়ব্রত/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শনি গ্রহের চাঁদের তথ্য সংগ্রহে মহাকাশযান পাঠাবে ইউরোপীয় মহাকাশ সংস্থা

শনি গ্রহের বরফে আবৃত এনসেলাডাস চাঁদের বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ)। উচ্চাভিলাষী এ পরিকল্পনার আওতায় শনি গ্রহে অরবিটার ও ল্যান্ডার নামের দুটি মহাকাশযান পাঠানো হবে। ল্যান্ডার মহাকাশযানটি কয়েক কিলোমিটার বরফ ভেদ করে ড্রিল করার পরিবর্তে সরাসরি প্রাকৃতিক প্লাম থেকে নমুনা সংগ্রহ করবে। একই সময়ে অরবিটার ওপর থেকে এনসেলাডাসের বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। এ পদ্ধতিতে এনসেলাডাসে ভিনগ্রহের জীবন আছে কি না, তা জানা যাবে।

এনসেলাডাস একটি ছোট বরফে আবৃত চাঁদ। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ক্যাসিনি মিশনের মাধ্যমে চাঁদটির ভূপৃষ্ঠের নিচে মহাসাগর থাকতে পারে বলে তথ্য পাওয়া গেছে। আর তাই ইএসএর বিজ্ঞানীরা এনসেলাডাস থেকে নির্গত শক্তিশালী প্লাম বা জলীয় বাষ্প, বরফকণা ও জৈব যৌগের তথ্য সংগ্রহ করতে চান। ইএসএ আশা করছে, এনসেলাডাসে মহাকাশযান পাঠালে পৃথিবীতে বাইরে মাইক্রোবিয়াল বা আদিম জীবনের অস্তিত্ব আছে কি না, তা জানা যাবে। মিশনটি বহির্জাগতিক জীবনের চলমান অনুসন্ধানে একটি বড় সাফল্য হতে পারে।

আরও পড়ুনশনি গ্রহে অদ্ভুত বস্তুর আঘাত১১ জুলাই ২০২৫

এই মিশনে দুটি মহাকাশযানের মধ্যে শক্তিশালী সমন্বয় থাকবে বলে জানা গেছে। অরবিটার ওপর থেকে এনসেলাডাসের বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। পৃষ্ঠের মানচিত্র তৈরি করবে, পানির আধারের রাসায়নিক তথ্য সংগ্রহ করার পাশাপাশি শনি গ্রহের চৌম্বকক্ষেত্রের সঙ্গে চাঁদটির মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করবে। আর ল্যান্ডার টাইগার স্ট্রাইপস অঞ্চলের কাছাকাছি অবতরণ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। এ বিষয়ে ইএসএর বিজ্ঞানী জর্ন হেলবার্ট বলেন, ‘এনসেলাডাস এমন একটি স্থান, যেখানে আমরা সত্যিই মহাসাগরের সন্ধান পেতে পারি।’

ইএসএ সৌরশক্তি ব্যবহার করে মিশনটি পরিচালনা করবে। সবকিছু ঠিক থাকলে ২০৪০–এর দশকে উৎক্ষেপণের পরে মহাকাশযানটি শনি গ্রহের দিকে একটি দীর্ঘ আন্তগ্রহীয় যাত্রা শুরু করবে। এরপর ২০৫২ সালে এনসেলাডাসের পৃষ্ঠে পৌঁছানোর পর বৈজ্ঞানিক কার্যক্রম শুরু করবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত নিবন্ধ