নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে, আহত ২০
Published: 27th, March 2025 GMT
যশোরের মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশের একটি দোকানের ভেতরে ঢুকে পড়েছে। এতে বাসযাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চিনেটোলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রফিক নামের এক যুবক বলেন, ‘‘ভোরে ফজরের নামাজ শেষে চিনাটোলা বাজারে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি বাস সড়কের পাশের একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এসময় বাসের ভেতরে থাকা যাত্রীরা ডাক-চিৎকার শুরু করেন। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা আসার আগেই আমরা ৭-৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’’
মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এখন দোকানের ভেতর থেকে বাসটি বের করার চেষ্টা চলছে।’’
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/প্রিয়ব্রত/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এক সপ্তাহে সাত ভূমিকম্প, চারটির উৎপত্তি নরসিংদীতে
দেশে গত এক সপ্তাহে সাতবার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে চারটির উৎপত্তি নরসিংদীতে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে সর্বশেষ ভূকম্পন অনুভূত হয়। এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
আরো পড়ুন:
ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প
ভূমিকম্পে সচিবালয়ের নতুন ভবনে ফাটল
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে আজকের ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ও ঢাকা থেকে ২৩ কিলোমিটার দূরে।
রফিকুল ইসলাম নামের নরসিংদীর স্থানীয় এক বাসিন্দা বলেন, “বিকেলে দোকানে বসে ছিলাম। হঠাৎ সবকিছু কেঁপে উঠে। দ্রুত দোকান থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াই।”
গৃহিণী সুমী আক্তার বলেন, “ঘরটা কেঁপে উঠতেই বাচ্চাদের নিয়ে বাইরে ছুটে যাই। মনে হচ্ছিল, আরেকটু হলে সব ভেঙে পড়বে।”
কলেজশিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, “এক সপ্তাহে দেশে সাতবার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে, চারটির উৎপত্তি নরসিংদীতে। আমরা শঙ্কায় আছি।”
গত ২২ ও ২৩ নভেম্বর দুইদিনের ব্যবধানে ঢাকা ও এর আশপাশ এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে তিনটির উৎপত্তিস্থলই ছিল নরসিংদী এবং একটির ঢাকা।
বৃহস্পতিবার ভোরে সিলেটে এবং কক্সবাজারের টেকনাফে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। সর্বশেষ বিকেল সোয়া ৪টার দিকে ৩ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।
ঢাকা/রাজীব