তিতুমীর কলেজের কর্মচারীদের ঈদ উপহার দিল ছাত্রশিবির
Published: 27th, March 2025 GMT
সরকারি তিতুমীর কলেজে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ঈদের আনন্দে শরিক হতে ঈদ উপহার ও ফুড প্যাক বিতরণ করেছে শাখা ছাত্রশিবির।
বুধবার (২৬ মার্চ) রাতে কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন শিবিরে নেতাকর্মীরা।
তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুনতাসীর আনসারি বলেন, “ইসলামী ছাত্রশিবির সবসময় মানবিক ও কল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমাদের এ উপহার প্রদান কর্মসূচি তারই একটি অংশ।”
আরো পড়ুন:
ঈদযাত্রা: গাজীপুরে যাত্রীর ঢল, অতিরিক্ত ভাড়া আদায়
নড়াইলে ঈদের বেচাকেনা জমে উঠেছে
তিনি বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা তাদের পাশে থাকতে পেরে আনন্দিত। আশা করি, আমাদের এই ছোট্ট প্রয়াস তাদের মুখে হাসি ফোটাবে এবং ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেবে।”
শাখা সভাপতি আলফেসানি বলেন, “ইসলামী ছাত্রশিবিরের মানবিক ও কল্যাণমূলক কাজের অংশ হিসেবেই আমরা বছর জুড়ে নানা উপলক্ষে এমন উপহার সামগ্রী প্রদানের কর্মসূচি পালন করে থাকি। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ক্যাম্পাসের কর্মচারী ভাই ও বোনেরা শিক্ষার্থীদের সেবা দিয়ে থাকেন। এজন্য আমরা তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্ট করছি।”
উপহার পেয়ে কলেজের কর্মচারীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ছাত্রশিবিরের এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
ঢাকা/হাফছা/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ঈদ আনন দ উপহ র
এছাড়াও পড়ুন:
অ্যামাজনের অ্যালেক্সা+: পছন্দের পণ্যের দাম কমলে স্বয়ংক্রিয়ভাবে কেনাকাটা করবে এআই
অ্যামাজন তাদের অ্যালেক্সা+ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারীতে নতুন কিছু কেনাকাটার সুবিধা চালু করেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত সুবিধা হলো ব্যবহারকারীরা যেসব পণ্য কিনতে চান, সেগুলোর দাম কমলেই অ্যালেক্সা+ স্বয়ংক্রিয়ভাবে তা কিনে ফেলবে। অবশ্য এ সুবিধা নিয়ে উদ্বেগও রয়েছে।
সুবিধাটি প্রথম ঘোষণা করা হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। তবে দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার নির্বাচিত ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করতে পারছেন। এটি অ্যামাজনের নতুন ‘শপিং এসেনশিয়ালস’ ইন্টারফেস আপগ্রেডের অংশ। এসব আপগ্রেড প্রথম পাওয়া যাচ্ছে ইকো শো ১৫ ও ইকো শো ২১–এ।
সুবিধাটি ব্যবহার করা খুবই সহজ। ব্যবহারকারীকে কেবল বলতে হবে কোন পণ্যটি কিনতে চান এবং কোন দামসীমায় তিনি পণ্যটি কিনতে আগ্রহী। এরপর চাইলে অ্যালেক্সা+কে সেই পণ্য স্বয়ংক্রিয়ভাবে কিনতে অনুমতি দেওয়া যাবে। ক্রয়প্রক্রিয়া সম্পন্ন হবে ব্যবহারকারীর ডিফল্ট পেমেন্ট ও ডেলিভারি তথ্য ব্যবহার করে। যদিও ব্যবহারকারীর নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে, তবে এ নিয়ে অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন।
অ্যালেক্সা+ পণ্যের দাম নজর রাখার পাশাপাশি ব্যবহারকারীর শপিং কার্ট এবং শপিং লিস্টের পণ্যের সম্ভাব্য ডিলও খুঁজে দেখাবে। একই সুবিধা পাওয়া যাচ্ছে রুফাস নামের এআই সহকারীর মাধ্যমে। এটি অ্যামাজনের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে ব্যবহার করা যায়। নতুন ‘শপিং এসেনশিয়ালস’ আপগ্রেডের মাধ্যমে ব্যবহারকারীরা এক জায়গায় দেখতে পারবেন চলতি অর্ডার, ডেলিভারির জন্য প্রস্তুত থাকা পণ্য, শপিং লিস্টে থাকা পণ্যসহ আরও সব গুরুত্বপূর্ণ তথ্য। এ ছাড়া অ্যালেক্সা+তে যোগ হয়েছে ব্যক্তিগত উপহার পরামর্শ সুবিধা। ব্যবহারকারী কাকে উপহার দিতে চান, তা উল্লেখ করলে অ্যালেক্সা+ সেই অনুযায়ী উপযুক্ত পণ্যের তালিকা সাজিয়ে দেবে। অ্যালেক্সা+ এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও কানাডার নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীরাই এটি ব্যবহার করতে পারবেন।