তিতুমীর কলেজের কর্মচারীদের ঈদ উপহার দিল ছাত্রশিবির
Published: 27th, March 2025 GMT
সরকারি তিতুমীর কলেজে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ঈদের আনন্দে শরিক হতে ঈদ উপহার ও ফুড প্যাক বিতরণ করেছে শাখা ছাত্রশিবির।
বুধবার (২৬ মার্চ) রাতে কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন শিবিরে নেতাকর্মীরা।
তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুনতাসীর আনসারি বলেন, “ইসলামী ছাত্রশিবির সবসময় মানবিক ও কল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমাদের এ উপহার প্রদান কর্মসূচি তারই একটি অংশ।”
আরো পড়ুন:
ঈদযাত্রা: গাজীপুরে যাত্রীর ঢল, অতিরিক্ত ভাড়া আদায়
নড়াইলে ঈদের বেচাকেনা জমে উঠেছে
তিনি বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা তাদের পাশে থাকতে পেরে আনন্দিত। আশা করি, আমাদের এই ছোট্ট প্রয়াস তাদের মুখে হাসি ফোটাবে এবং ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেবে।”
শাখা সভাপতি আলফেসানি বলেন, “ইসলামী ছাত্রশিবিরের মানবিক ও কল্যাণমূলক কাজের অংশ হিসেবেই আমরা বছর জুড়ে নানা উপলক্ষে এমন উপহার সামগ্রী প্রদানের কর্মসূচি পালন করে থাকি। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ক্যাম্পাসের কর্মচারী ভাই ও বোনেরা শিক্ষার্থীদের সেবা দিয়ে থাকেন। এজন্য আমরা তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্ট করছি।”
উপহার পেয়ে কলেজের কর্মচারীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ছাত্রশিবিরের এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
ঢাকা/হাফছা/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ঈদ আনন দ উপহ র
এছাড়াও পড়ুন:
ওয়ানডে র্যাঙ্কিংয়ে রোহিতের কাঁধে নিঃশ্বাস ফেলছেন কোহলি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিরাট কোহলি। সর্বশেষ আইসিসি হালনাগাদে তার ঠিক ওপরে আছেন কেবল ভারত অধিনায়ক রোহিত শর্মা।
তিন ম্যাচের সিরিজে ১৫১ গড়ে ৩০২ রান করে দুই ধাপ এগিয়েছেন কোহলি। প্রথম দুই ম্যাচে টানা সেঞ্চুরি আর তৃতীয় ম্যাচে অপরাজিত ৬৫ রানের ইনিংস; সব মিলিয়ে সিরিজ সেরা নির্বাচিত হওয়ার পাশাপাশি ছিটকে দিয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে। সিরিজটি ভারত জিতেছে ২-১ ব্যবধানে।
আরো পড়ুন:
ফখর জামানকে শাস্তি দিল আইসিসি
আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তাইজুল
রোহিত অবশ্য নিজের অবস্থান অটুট রেখেছেন। তিনিও ছিলেন দুর্দান্ত ছন্দে। দুটি অর্ধশতকসহ পুরো সিরিজে করেছেন ১৪৬ রান, গড় ৪৮.৬৭। তার এখন রেটিং পয়েন্ট ৭৮১, কোহলির ৭৭৩।
ভারতের আরও দুই তারকা খেলোয়াড়ও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনে দারুণ ছাপ রাখা কেএল রাহুল উঠেছেন দুই ধাপ। এখন তিনি ব্যাটসম্যানদের তালিকায় ১২তম। প্রথম দুই ওয়ানডেতে তার ইনিংস ছিল ৬০ ও অপরাজিত ৬৬। অন্যদিকে সিরিজে সর্বোচ্চ ৯ উইকেট শিকার করে তিন ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে উঠে এসেছেন কুলদীপ যাদব।
ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিসও জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের টপ-টেন তালিকায়। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ২২ রানের ইনিংসের পর তিনি তিন ধাপ উঠে হয়েছেন অষ্টম।
অ্যাশেজ সিরিজে ধারাবাহিক দুর্দান্ত বোলিংয়ে উজ্জ্বল মিচেল স্টার্কও পেয়েছেন র্যাঙ্কিং বুস্ট। ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে ম্যাচসেরার পর তিন ধাপ এগিয়ে এখন টেস্ট বোলারদের তালিকায় ৩ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৮৫২। যা ক্যারিয়ার সেরা। সিরিজে এখন পর্যন্ত তার উইকেট ১৮টি, গড় মাত্র ১৪।
টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন জো রুট। ব্রিসবেনে তার ১৩৮* রানের ইনিংস অস্ট্রেলিয়ার মাটিতে তার প্রথম টেস্ট সেঞ্চুরি। যা তালিকার শীর্ষস্থান আরও দৃঢ় করেছে। রুটের নিচে আছেন কেন উইলিয়ামসন ও স্টিভেন স্মিথ। দুজনই এক ধাপ করে এগিয়েছেন।
উইলিয়ামসন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে করেছিলেন ৫২, আর স্মিথ অ্যাশেজে এখন পর্যন্ত করেছেন ১০৩ রান, গড় ৫১.৫০; সর্বোচ্চ স্কোর ৬১।
ঢাকা/আমিনুল