ফতুল্লায় কুপির আগুনে ছাপড়া ঘর পুড়ে প্রতিবন্ধি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় ফতুল্লার নন্দলালপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের পাশে বস্তিতে এঘটনা ঘটে। নিহত সুরুজ( ২০) ওই বস্তির মৃত. ফিরোজ মিয়া ও সাহিদা বেগমের ছেলে।

ফতুল্লা মডেল থানার এসআই শহিদুল ইসলাম জানান, সুরুজ শারিরীক প্রতিবন্ধি হাটতে পারেনা। তার বাবা নেই মা ভিক্ষা করে সংসার চালায়। রাতে ঘরের মধ্যে কেরোসিন তেলের কুপি জ্বালিয়ে সুরুজকে রেখে তার মা শাহিদা বেগম বাহিরে যায়। এরমধ্যে কুপি থেকে বস্তির ছাপড়া ঘরে আগুন ধরে যায়।

তখন মুহুর্তের মধ্যে পাশের আরো দুটি ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এসময় আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিস আসার আগেই ঘরসহ পুড়ে ছাই হয়ে যায় সুরুজ। 

এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক। নিহতের পরিবার ও এলাকাবাসী লাশ ময়না তদন্ত ছাড়া দাফনের জন্য অনুরোধ জানিয়েছে। বিষয়টি উধ্বর্তন অফিসারদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জের ৭ থানায় রদবদল হচ্ছে ওসি

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানার অফিসার ইনচার্জদের (ওসি) পদায়নে বড় পরিবর্তন আনা হয়েছে। নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে নতুন ওসিদের পদায়ন চূড়ান্ত করা হয়েছে। এই প্রক্রিয়ায় নারায়ণগঞ্জ জেলার বর্তমান দায়িত্বপ্রাপ্ত ওসিদের অন্যত্র বদলির জন্য প্রস্তাব করা হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগকে আসন্ন নির্বাচনের আগে পুলিশ প্রশাসনে নিরপেক্ষতা ও গতিশীলতা আনার প্রচেষ্টা হিসেবে দেখছেন স্থানীয় পর্যবেক্ষকরা। বর্তমান ওসিদের লটারির মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন জেলার থানায় বদলির জন্য প্রস্তাব করা হয়েছে। 

জানা গেছে, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদকে গাজীপুরের শ্রীপুর মডেল থানায়, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলমকে কাপাসিয়া, রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএমকে জয়দেবপুর, আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিনকে কালিয়াকৈর এবং বন্দর থানার ওসি লিয়াকত আলীকে কিশোরগঞ্জের মিঠামইন থানায় বদলির প্রস্তাব করা হয়েছে। 

একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলার সাত থানায় নতুন ওসি নিয়োগের প্রস্তাবও চুড়ান্ত হয়েছে। প্রস্তাব অনুযায়ী, গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বন্দর থানা, মো. সাবজেল হোসেন রূপগঞ্জ থানা, মো. মহিববুল্লাহ সোনারগাঁও থানা, মো. আব্দুল মান্নান ফতুল্লা মডেল থানা, আরমান আলী নারায়ণগঞ্জ সদর মডেল থানা, মহম্মদ আব্দুল বারিক, পিপিএম সিদ্ধিরগঞ্জ থানা, মো.আলাউদ্দিন আড়াইহাজার থানা, অচিরেই এসব প্রস্তাব অনুমোদন সাপেক্ষে কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 
 

সম্পর্কিত নিবন্ধ