ভাঙা পায়ে ক্রাচে ভর দিয়ে চলাচল করেন ৭৫ বছর বয়সী কৃষক সাদেক আলী প্রামাণিক। ১৯৭৪ সালে এসএসসি ও ১৯৭৬ সালে এইচএসসি পাস করেন তিনি। আর্থিক অসচ্ছলতার কারণে পড়ালেখার পাট চুকিয়ে কৃষিকাজে মনোনিবেশ করেন। বিয়ে করে এক ছেলে ও দুই মেয়ের বাবা হন।

‘গ্র্যাজুয়েট’ হওয়ার প্রবল ইচ্ছা ছিল সাদেক আলীর। বৃদ্ধ বয়সেও সেই ইচ্ছা ত্যাগ করেননি। তাই ভর্তি হয়েছিলেন স্নাতকে। গত সোমবার প্রকাশিত হওয়া ফলে দেখা যায়, সিজিপিএ ২.

৭৫ পেয়ে স্নাতকে উত্তীর্ণ হয়েছেন তিনি।

সাদেক আলী প্রামাণিক নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের উজানপাড়ার বাসিন্দা। এই বয়সে স্নাতক পাস করায় প্রশংসায় ভাসছেন তিনি। ইচ্ছা পূরণ হওয়ায় তিনি তো খুশি, পাশাপাশি গ্রামের মানুষও আনন্দিত। স্থানীয় লোকজনের উদ্যোগে গ্রামজুড়ে চলে মিষ্টি বিতরণ।

সাদেক আলী ২০২০ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন নাটোরের দিঘাপতিয়া এম কে ডিগ্রি কলেজে স্নাতকে (বিএ) ভর্তি হন। সাদেক আলীর একমাত্র ছেলে নাসির উদ্দিন একই কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক। বড় মেয়ে সাহিদা খাতুন ও ছোট মেয়ে ছাবিনা ইয়াসমিন। তাঁরা দুজনই কামিল পাস। দুই মেয়ে পড়ালেখা শেষ করে সংসারি হয়েছেন।

সাদেক আলী বলেন, অভাব–অনটনের কারণে পড়ালেখার ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি; কিন্তু গ্র্যাজুয়েট হওয়ার স্বপ্ন থেকে দূরে সরে যাননি। ছেলে–মেয়েরা পড়ালেখা শেষ করে সংসারি হয়েছে। এতে তাঁর ব্যস্ততাও কমে আসে। তখন তিনি বিএ ক্লাসে ভর্তি হন। তৃতীয় সেমিস্টার পরীক্ষার আগে সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যায় তাঁর। তবু পরীক্ষা দেওয়া থেকে তিনি বিরত থাকেননি। ক্রাচে ভর করে পরীক্ষার হলে গেছেন এবং পরীক্ষা শেষ করেছেন।

কৃষক সাদেক আলী প্রামাণিক। বৃহস্পতিবার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের উজানপাড়ায়

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স দ ক আল পর ক ষ

এছাড়াও পড়ুন:

ইনিংস ব‍্যবধানে জয়ের হাতছানি

আয়ারল‌্যান্ডের হাতে আছে ৫ উইকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনিংস ব‌্যবধানে হার এড়াতে তাদের করতে হবে আরো ২১৫ রান। ৩০১ রানে পিছিয়ে থেকে ব‌্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ে পড়ে আয়ারল‌্যান্ড। গতকাল তৃতীয় দিন শেষে তাদের রান ৫ উইকেটে ৮৬। 

উইকেটে বল যেভাবে টার্ন করছে এবং বাংলাদেশের বোলাররা যেই ফর্মে আছে তাতে বড়জোর দ্বিতীয় সেশন পর্যন্ত খেলা গড়াতে পারে। তবে আয়ারল‌্যান্ডের অসাধারণ কোনো পারফরম‌্যান্স বাংলাদেশকে জবাব দিলে দিতেও পারে। সেজন‌্য পাড়ি দিতে হবে লম্বা পথ। 

ম‌্যাচের ভাগ‌্য, নাটাই বাংলাদেশের হাতেই। আজ শুক্রবার চতুর্থ দিন তারা কেমন করে সেটাই দেখার।

ইনিংস ব‌্যবধানে জয়ের রেকর্ড কেমন বাংলাদেশের?

১৫৪ টেস্টে বাংলাদেশের জয় ২৩টি। এই ২৩ জয়ের ৩টি বাংলাদেশ পেয়েছে ইনিংস ব্যবধানে। সবচেয়ে বড় জয়টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মিরপুরে ২০১৮ সালে ক‌্যারিবিয়ানদের ইনিংস ও ১৮৪ রানে হারিয়েছিল বাংলাদেশ। ২০২০ সালে একই ভেনু‌্যতে জিম্বাবুয়েকে হারিয়েছিল ইনিংস ও ১০৬ রানে। ৫ বছর পর একই ব‌্যবধানে জিম্বাবুয়েকে চট্টগ্রামে হারায় বাংলাদেশ। এবার কী আয়ারল‌্যান্ডের অপেক্ষা?

 ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ