Prothomalo:
2025-05-04@07:35:49 GMT

একটা ভয় মৌনিকে তাড়া করে

Published: 3rd, May 2025 GMT

ছোট পর্দায় ‘নাগিন’রূপে দর্শকের মন জয় করেছিলেন বাঙালি কন্যা মৌনি রায়। এবার ভূতনি হয়ে আসছেন। নতুন ছবি ‘দ্য ভূতনি’ নিয়ে কথা বলতে গিয়ে মৌনি জানালেন নিজের ভেতরের দুটি ভয়ের কথা।
কী সেই ভয়? অভিনেত্রীর জবাব, ‘দুটি ভয়ের কথা না বললেই নয়। এর মধ্যে একটা ভয়কে আমি জয় করেছি। আরেকটা ভয় আমাকে সব সময় তাড়া করে বেড়ায়। যে ভয় আমি জয় করতে পারিনি, সেটা হলো মানুষকে হারানোর ভয়। তাই বোধ হয় আমি জীবনকে খুব ভালোবাসি। আর কাছের মানুষ ও প্রিয়জনদের হাত শক্ত করে ধরে থাকি। ওদের আঁকড়ে থাকি। কারণ, খুব কম বয়সে আমি আমার অত্যন্ত কাছের মানুষদের হারানোর যন্ত্রণা পেয়েছি। আমি যখন আমার প্রিয় বন্ধুকে হারাই, তখন আমার বয়স ছিল ২৩। আর মাত্র ২৪ বছর বয়সে আমার বাবাকে হারিয়েছি। আহা, সেকি হারানোর ভয়! এই ভয়টা আমি কোনো দিন পুরোপুরি জয় করতে পারব বলে মনে করি না।’

মৌনি আরও বলেন, ‘আমি যে ভয় জয় করেছি, সেটা হলো জাজ করা। এখন মানুষ আমার ব্যাপারে কী ভাবল বা কী বলল, তাতে আমার কিছু যায় আসে না। কারণ, আমার ভালো বা মন্দ সময়ে এরা কেউই আমার পাশে থাকবে না।

মৌনি রায়। ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নারীবিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশ নিয়ে হাইকোর্টে রিট

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের কিছু সুপারিশ নিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী রিটটি দায়ের করেছেন। এই আইনজীবী প্রথম আলোকে বলেন, আগামীকাল সোমবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে।

রিট আবেদনে বলা হয়েছে, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনটি সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ও আলোচিত হয়েছে। প্রতিবেদনের বিভিন্ন সুপারিশ ইসলামি শরিয়তের বিধানের পরিপন্থী। দেশের জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী। বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই এই বিষয়ে রিট দায়ের করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জাতীয়ভাবে স্পর্শকাতর।

রিটে সংশ্লিষ্ট তিনটি মন্ত্রণালয় ও নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। রিটে রুল জারির আরজি রয়েছে। কমিশনের প্রতিবেদনের ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ অধ্যায়ে অন্তর্ভুক্ত সুপারিশগুলো কেন বেআইনিভাবে প্রণীত ও আইনগত কার্যকারিতা–বহির্ভূত ঘোষণা করা হবে না—এই মর্মে রুল রুল চাওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ