শমশেরনগর বাজার ময়লার স্তূপে বন্ধ নালার মুখ
Published: 3rd, May 2025 GMT
কমলগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ হাট শমশেরনগর কাঁচাবাজারের ময়লা-আবর্জনা ফেলে চা বাগানের ঝিলের পানিপ্রবাহের নালার মুখ বন্ধ হয়ে গেছে। ময়লা পানি উপচে পড়ছে রাস্তার ওপর।
এমন পরিস্থিতিতে এসব ময়লা পানি মাড়িয়ে চলাচল করছেন শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও সাধারণ মানুষ। নালার ময়লা-আবর্জনা পরিষ্কারের দায়িত্ব ইজারাদারের হলেও নতুন ও পুরোনো ইজারাদারের ঠেলাঠেলিতে জনদুর্ভোগ ব্যাপক আকার ধারণ করেছে।
কমলগঞ্জ উপজেলার সবচেয়ে বড় হাট হচ্ছে শমশেরনগর বাজার। এখানে প্রতিদিন ভোর থেকে রাত ১২টা পর্যন্ত বেচাকেনা চলে। কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার কমপক্ষে ২৫টি ইউনিয়নের মানুষজন এ বাজারে নিত্য আসা-যাওয়া করেন। ফলে এখানকার কাঁচাবাজার ব্যস্ত থাকে। শমশেরনগর কাঁচাবাজারের সব ময়লা ফেলা হয় শমশেরনগর-কমলগঞ্জ সড়কের আইডিয়াল কিন্ডারগার্টেন ও হাজী মো.
হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিক বলেন, স্কুলে এখন এসএসসি পরীক্ষা চলছে। নালার মুখ বন্ধ থাকায় শিক্ষার্থীরা রাস্তার ময়লা পানি মাড়িয়ে কেন্দ্রে আসছে। আইডিয়াল কিন্ডারগার্টেনের শিক্ষক আইনুন নিশাত বলেন, গত বছরও ভরা বর্ষায় এ নালার মুখ বন্ধ থাকায় স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে ঝিলের পানি তাদের স্কুলে ও আশপাশের বাসাবাড়িতে উঠেছিল। পরে এলাকাবাসী মিলে নালার মুখ পরিষ্কার করলে স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত হয়।
শমশেরনগরের ইউপি সদস্য ইয়াকুব আলী বলেন, বাজারের ময়লা-আবর্জনা ও ঝিলের পানিপ্রবাহের কারণে নালার মুখ বন্ধ হয়। চা বাগানের বিভিন্ন টিলার বৃষ্টির পানি নেমে এ নালা দিয়ে প্রবাহিত হয়। এখন নালার মুখ না খুলে দিলে ঝিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চা প্লান্টেশন এলাকায় পানি প্রবেশ করবে। এক সপ্তাহে দুই বার চা বাগান থেকে এ নালার মুখ পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছিল। দেয়ালের বাইরের অংশের অবৈধ স্থাপনার কারণে আবর্জনা পরিষ্কার করতে পারেনি তারা।
উৎস: Samakal
কীওয়ার্ড: ময়ল র স ত প ন ল র ম খ বন ধ শমশ রনগর প ন প রব হ কমলগঞ জ পর ষ ক র র ময়ল
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সায়েন্সে মাস্টার্স, আবেদন শেষ ২০ আগস্ট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগে ফল-২০২৫ সেশনে এনভায়রনমেন্টাল সায়েন্সেস অ্যান্ড ম্যানেজমেন্টে মাস্টার্স প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। এটি একটি উইকেন্ড প্রোগ্রাম।
যাঁরা আবেদন করতে পারবেন—১. আবেদনকারীর সংশ্লিষ্ট যেকোনো সাবজেস্ট/ডিসিপ্লিনে কমপক্ষে অনার্সসহ ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি অথবা ৩ বছরের অনার্স এবং ১ বছরের মাস্টার্স ডিগ্রি।
২. শিক্ষাক্রমে কোনো তৃতীয় বিভাগ/ক্লাস অথবা সিজিপিএ ২.৫ এর (অথবা সমমান) নিচে হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
৩. সংশ্লিষ্ট বিষয়ে একাডেমিক ডিগ্রি অথবা পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
৪. আবেদনপত্র অনলাইন অথবা বিভাগীয় কার্যালয়ে সরাসরি জমা দেওয়া যাবে।
আরও পড়ুনযুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের পরিবর্তে উচ্চশিক্ষায় ভারতীয়রা কেন ঝুঁকছেন বাংলাদেশ–সিঙ্গাপুর–উজবেকিস্তান–রাশিয়ার দিকে৪ ঘণ্টা আগেকোর্সের বিস্তারিত—১.কোর্সের সময়কাল: ১ বছর, ৩ সেমিস্টার,
২. ক্লাসের সময়: শুক্র ও শনিবার (অর্ধদিবস)।
ভর্তির বিস্তারিত তথ্য—১. আবেদনপত্রের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫।
২. ভর্তি পরীক্ষা: ২২ আগস্ট ১৮ এপ্রিল ২০২৫, সকাল ১০টায়।
৩. ফলাফল প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫।
৪. মেধাতালিকা থেকে ভর্তি: ২৪ আগস্ট থেকে ২৬ আগস্ট ২০২৫।
৫.অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি: ২৭ আগস্ট থেকে ২৮ আগস্ট ২০২৫।
৬. ওরিয়েন্টেশন: ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার।
বিস্তারিত তথ্য জানতে ঢু মারুন ওয়েবসাইটে।
আরও পড়ুনঅস্ট্রেলিয়ার আরটিপি বৃত্তি, টিউশন ফি মওকুফ, উপবৃত্তি-ভ্রমণ ভাতাসহ নানা সুযোগ ৮ ঘণ্টা আগে