চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক-ব্রিজঘাট সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন গোল্ডেন সন লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকেরা। বকেয়া বেতন পরিশোধ করার দাবিতে আজ রোববার সকাল ৬টা থেকে সকাল পৌনে ৯টা পর্যন্ত শ্রমিকদের এই অবরোধ কর্মসূচি চলে। পরে সেনাবাহিনীর একটি দল এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

গোল্ডেন সন লিমিটেড নামের কারখানাটি অবস্থিত উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামে সৈন্যারটেক এলাকায়। এর বিভিন্ন ইউনিটে ইলেকট্রনিক ফ্যান, খেলনা, পারফিউমসহ নানা ধরনের পণ্য উৎপাদন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার ফটকের সামনে সড়ক অবরোধ শুরু করেন শ্রমিকেরা। অবরোধের কারণে সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন ধরনের যানবাহন আটকে পড়ে।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, গত মার্চ ও এপ্রিলের বেতন শোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এর বাইরে কিছু শ্রমিক রয়েছেন, যাঁরা বেশ কয়েক মাস ধরে বেতন পাননি। ফলে বাসাভাড়াসহ বিভিন্ন ব্যয় নির্বাহ করতে বিপাকে পড়তে হচ্ছে তাঁদের।

শ্রমিকদের অভিযোগের বিষয়ে জানতে কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা ( সিইও) আমিনুল ইসলাম এবং মানবসম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা মো.

রুম্মান ইমামকে ফোন করা হয়। তাঁরা দুজনই কল রিসিভ করেননি। তাই তাঁদের বক্তব্যও জানা সম্ভব হয়নি।

জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ বলেন, কারখানার মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা হয়েছে। শিগগিরই দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে, এমন আশ্বাসে শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করেছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবর ধ

এছাড়াও পড়ুন:

গিলের জয়ের আনন্দ, স্টোকসের আফসোস

ম্যাচ জিততে পারবেন, এই আত্মবিশ্বাস কি ছিল? ভারতের অধিনায়ক শুবমান গিলের উত্তর, হ্যাঁ ছিল।

হ্যারি ব্রুকেরও একই বিশ্বাস ছিল। পুরস্কার বিতরণী মঞ্চে মাইকেল আথারটনকে বলেন, ‘আত্মবিশ্বাস ছিল আজকের দিনে। দুজন ভালো ব্যাটসম্যান ছিল (ক্রিজে)। ভেবেছিলাম, সহজেই জিতব।’

আরও পড়ুনওভালে অবিশ্বাস্য নাটক, ভারতের অসাধারণ জয়৫ ঘণ্টা আগে

আত্মবিশ্বাস তো তাঁর থাকতেই হবে। ওভাল টেস্ট জিততে আজ শেষ দিনে হাতে ৪ উইকেট রেখে ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান। ক্রিজে জেমি স্মিথের মতো স্বীকৃত ব্যাটসম্যার এবং জেমি ওভারটনের মতো অলরাউন্ডার, যিনি কিনা ব্যাটিংটাও ভালো করেন। এ অবস্থায় ব্রুকদের জয়ের আত্মবিশ্বাস না থাকাটাই বরং অস্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড ৬ রানে হারার পর এই টেস্ট না খেলা দলটির মূল অধিনায়ক বেন স্টোকস বলতে বাধ্য হলেন, ‘আমরা পারলাম না!’

ওভাল টেস্টে জয়ের পর ভারতের খেলোয়াড়দের উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ