চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের তিন ঘণ্টা সড়ক অবরোধ
Published: 4th, May 2025 GMT
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক-ব্রিজঘাট সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন গোল্ডেন সন লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকেরা। বকেয়া বেতন পরিশোধ করার দাবিতে আজ রোববার সকাল ৬টা থেকে সকাল পৌনে ৯টা পর্যন্ত শ্রমিকদের এই অবরোধ কর্মসূচি চলে। পরে সেনাবাহিনীর একটি দল এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।
গোল্ডেন সন লিমিটেড নামের কারখানাটি অবস্থিত উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামে সৈন্যারটেক এলাকায়। এর বিভিন্ন ইউনিটে ইলেকট্রনিক ফ্যান, খেলনা, পারফিউমসহ নানা ধরনের পণ্য উৎপাদন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার ফটকের সামনে সড়ক অবরোধ শুরু করেন শ্রমিকেরা। অবরোধের কারণে সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন ধরনের যানবাহন আটকে পড়ে।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, গত মার্চ ও এপ্রিলের বেতন শোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এর বাইরে কিছু শ্রমিক রয়েছেন, যাঁরা বেশ কয়েক মাস ধরে বেতন পাননি। ফলে বাসাভাড়াসহ বিভিন্ন ব্যয় নির্বাহ করতে বিপাকে পড়তে হচ্ছে তাঁদের।
শ্রমিকদের অভিযোগের বিষয়ে জানতে কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা ( সিইও) আমিনুল ইসলাম এবং মানবসম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা মো.
জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ বলেন, কারখানার মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা হয়েছে। শিগগিরই দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে, এমন আশ্বাসে শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করেছেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অবর ধ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ