সন্জীদা খাতুনের শ্রদ্ধা ও স্মরণানুষ্ঠান—‘মম হৃদয়ে রহো’
Published: 5th, May 2025 GMT
অন্ধকার মঞ্চে আলো পড়েছে শিল্পীর মুখের ওপর। থেমে গেছে তবলার বোল, স্তব্ধ বেহালা। এক কোণে সংগীতের বাতিঘর সন্জীদা খাতুনের ছবির নিচে রাখা ফুল আর প্রদীপ। নীরবতা ভেদ করে ভেসে আসছে গান, ‘বড়ো বেদনার মতো বেজেছ তুমি হে আমার প্রাণে...ভেসে গেছে মন প্রাণ মরণ টানে’। গানের সেই সুর ও কথা যেন প্রেম আর মায়ায় মাখামাখি। মাখামাখি শ্রদ্ধা ও ভালোবাসায়।
গতকাল রোববার রাতে প্রয়াত সংগীতজ্ঞ সন্জীদা খাতুনের শ্রদ্ধা ও স্মরণ অনুষ্ঠানটি এমন এক মায়াময় আবহ তৈরি করে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। প্রয়াত এই সংগীতজ্ঞের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম। শিল্পী লাইসা আহমেদের গান, স্মৃতিচারণা ও কথামালায় সাজানো হয় অনুষ্ঠানটি।
অতিথি আর কী, তিনি তো সন্জীদা খাতুনের ঘরেরই মানুষ। লাইসা আহমেদ স্মৃতিচারণা করেন এভাবে—‘তাঁর মধ্যে সংগীতের জন্য, দেশের জন্য, এত প্রেম, এত আবেগ দেখে আসছি বুদ্ধি হওয়ার পর থেকে। ৩০ বছর ঘরের একজন হয়ে দেখেছি সংগীতে তাঁর একাগ্রতা। গুরু হিসেবে একটা কাঠিন্য তাঁর মধ্যে। কিন্তু এর মধ্যেও কেউ একটা ফুল উপহার দিলে একেবারে সরল হাসি ঝরে পড়ত মুখে।’
শিল্পী লাইসা আহমেদ প্রথমে কণ্ঠে টেনে নিলেন সন্জীদা খাতুনের শেখানো রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের একটি গান, ‘তুমি একলা ঘরে বসে বসে কী সুর বাজালে প্রভু, আমার জীবনে’। ‘সন্জীদা খাতুনের ব্যক্তিগত জীবনেও ভাঙন ছিল। সেটাকে এক পাশে রেখে সমাজের জন্য, দেশের জন্য, একসঙ্গে কাজ করে গেছেন। সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার কাজ করে গেছেন’, বললেন লাইসা আহমেদ।
এরপর গাইলেন পূজা পর্যায়ের আরেকটি গান, ‘যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে। জানি নাই তো তুমি এলে আমার ঘরে’। ভীত, কুণ্ঠিত ও পদে পদে বাধাগ্রস্ত মানুষকে সন্জীদা খাতুনে প্রেরণা খোঁজার আশাও জাগালেন লাইসা আহমেদ। একে একে গাইলেন ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’, ‘যদি প্রেম দিলে না প্রাণে’ গানগুলো।
‘মম হৃদয়ে রহো’ শীর্ষক শ্রদ্ধা অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন পরিষদের সহসভাপতি লেখক ও গবেষক মফিদুল হক। অনির্বাণ ভট্টাচার্যের সঞ্চালনায় কথামালায় অংশ নেন অনুবাদক আলম খোরশেদ। স্বাগত বক্তব্য দেন পরিষদের চট্টগ্রামের সম্পাদক শিল্পী শ্রেয়সী রায়।
মফিদুল হক বলেন, ‘সন্জীদা খাতুন মানে আমাদের অনেকের মিনু আপা বা মিনুদি। তিনি দীর্ঘ পথপরিক্রমায় নিজেকে অতিক্রম করে গেছেন বারেবারে। ভেদাভেদহীন অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম ও পথচলা অনুপ্রেরণা জুগিয়ে যায়।’
দেশ ও সমাজের জন্য সন্জীদা খাতুনের পিতা কাজী মোতাহার হোসেনের নানা কর্মকাণ্ডের সঙ্গে প্রয়াত শিল্পীর কর্মের যোগসূত্রও উল্লেখ করেন মফিদুল হক। তিনি বলেন, কিশোর বয়সে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, ভাষা আন্দোলনে ও সর্বোপরি একাত্তরের মুক্তিসংগ্রামে স্বাধীন বাংলা শিল্পী সংস্থা গঠনের মধ্য দিয়ে মুক্তির বাণী ছড়িয়েছেন সন্জীদা খাতুনেরা। সন্জীদা খাতুন বেঁচে থাকবেন বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মধ্যে।
সন্জীদা খাতুনকে শ্রদ্ধা জানিয়ে পরিষদের শিল্পীরা কখনো সমবেত, কখনো একক কণ্ঠে গেয়ে উঠলেন ‘ঝরা পাতা গো আমি তোমারি দলে’, ‘হে সখা, মম হৃদয়ে রহো’ গানগুলো। কথামালায় উঠে এসেছে সন্জীদা খাতুনের সঙ্গে শান্তিনিকেতনের সম্পর্ক, আবেগ ও ভালোবাসার কথা। সেখানে থাকাকালে নানা স্মৃতি।
প্রথমা প্রকাশন থেকে সন্জীদা খাতুনের ‘শান্তিনিকেতনের দিনগুলি’ নামে একটি বই প্রকাশিত হয়েছিল। বইটিতে সন্জীদা খাতুন প্রয়াত বিভিন্ন ব্যক্তিকে শান্তিনিকেতনে গানে গানে শ্রদ্ধা জানানোর স্মৃতি উল্লেখ করেছিলেন। তিনি লিখেছেন, প্রভাত মুখোপাধ্যায়ের স্ত্রী সুধাদির মৃত্যুর পর বাড়ির ভেতরেই প্রার্থনার আয়োজন হয়েছিল।
‘এখন আমার সময় হল’ গানটি গেয়েছিলাম। সেখানে ওদের এক বয়স্ক আত্মীয়া সেদিন বায়না জানিয়ে গেলেন, তাঁর মৃত্যুতেও যেন আমি ওই গানখানি গাই। শ্রদ্ধা ও স্মরণানুষ্ঠানটিতেও গানে গানে যেন সংগীতের বাতিঘর শিল্পী সন্জীদা খাতুনকে শিল্পীরা খুঁজে ফিরেছেন এভাবে, ‘তোমায় নতুন করেই পাব বলে হারাই ক্ষণে ক্ষণ, ও মোর ভালোবাসার ধন’।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন র জন য স মরণ আহম দ
এছাড়াও পড়ুন:
ঢাবিতে ‘হাসিনার পলায়নের’ বর্ষপূর্তিতে বিভিন্ন দলের কর্মসূচি
ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান এবং স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষে র্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ ও শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর পৌনে ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে র্যালিটি শুরু করে সাদা দল। পরে রাজু ভাস্কর্য ঘুরে ভিসি চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এর আগে, জুলাই অভ্যুত্থান ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সাদা দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাবির কলা অনুষদের ডিন ছিদ্দিকুর রহমান খান বলেন, “গত বছর এই দিনে ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনী ও পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারফিউ ভেঙে দাঁড়িয়েছিলাম। শহীদদের স্বপ্ন পূরণের অংশ হিসেবেই আমাদের লড়াই অব্যাহত থাকবে। ঢাবি শিক্ষকরা অতীতের মত ভবিষ্যতেও এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন। আশা করছি, অচিরেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। তারাই ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রুখে দেবে।”
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবাইদুল ইসলাম বলেন, “গত বছর ৫ আগস্ট দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনের পর শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার জনগণের আন্দোলনের মুখে পালাতে বাধ্য হয়েছিল। সেদিন কারফিউ উপেক্ষা করে ছাত্র-জনতা রাজপথে নেমে নতুন ইতিহাস রচনা করেছে। এর পেছনে রয়েছে জুলাই আন্দোলন ও গত ১৬ বছরের শহীদদের রক্ত, নিপীড়ন ও গুম-খুনের ইতিহাস। তাই বিজয়ের দিন হিসেবে উদযাপনের পাশপাশি স্মরণ করছি আন্দোলনের শহীদদের। আমাদের আনন্দের মাঝেই রয়েছে তাদের ত্যাগের ইতিহাস।”
তিনি বলেন, “৫ আগস্টের বিজয় ছিল অভ্যন্তরীণ এক ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে, যেখানে সরকার নিজ দেশের জনগণের ওপরই দমন চালিয়েছে। এই নিন্দনীয় দমননীতির দ্রুত বিচার আমরা দাবি করছি। বিচার বিলম্ব মানেই অন্যায়কে উৎসাহ দেওয়া, সমাজে অন্যায়কে স্থায়ী করে তোলা।”
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, “ফ্যাসিস্ট সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। এই দিনটিকে আমরা শুধু বিজয় নয়, গণতন্ত্র ও জনগণের শক্তির প্রতীক হিসেবেও স্মরণ করি। যখনই বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতা হুমকির মুখে পড়বে, তখনই আমরা সাধারণ ছাত্র-জনতার পাশে থাকব।”
ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমরা রাস্তায় নেমেছিলাম একটি বৈষম্যহীন ও ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন নিয়ে। আশা করছি এখন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ পাবো। আমাদের স্বাধীনতা যুদ্ধের মালিকানা চলে গিয়েছিল অল্প কয়েকজন মানুষের হাতে। ফলে মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি। আমরা চাই, ২০২৪ সালের আন্দোলনেও যেন একই ঘটনা পুনরাবৃত্তি না হয়।”
সাদা দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম বলেন, “গত ১৬-১৭ বছর ধরে দেশকে জিম্মি করে রেখেছিল স্বৈরাচার হাসিনা সরকার। এই সময়ের মধ্যে অসংখ্য জীবন ধ্বংস করেছে। বিশেষ করে গত বছরের জুলাই-আগস্টে শত শত মানুষকে হত্যা করেছে। হেলিকপ্টার থেকে শিশুদের ওপর গুলি চালানো হয়েছে। এই দমন-পীড়নের বিরুদ্ধে মানুষ জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিল, শুধু বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ার জন্য।”
ফ্যাসিবাদের দোসরদের বিচারের বিষয়ে তিনি বলেন, “দেশের দু-এক জায়গায় বিচারের কিছু উদ্যোগ আছে। ঢাবিতে ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনী ও দোসর শিক্ষকদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি। অবিলম্বে যারা ফ্যাসিবাদীদের হাতকে শক্তিশালী করার কাজ করেছেন, তাদের বিচার নিশ্চিত করতে হবে। যারা দেশের বাইরে পালিয়ে আছেন, তাদের ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে।”
এদিকে, ‘ফতহে গণভবন সাইকেল র্যালি’ শীর্ষক গণভবন অভিমুখে সাইকেল র্যালি করেছে ঢাবি শাখা ছাত্রশিবির। মঙ্গলবার সকাল ৬টায় টিএসসি থেকে শুরু করে শাহবাগ,কাওরান বাজার, ফার্মগেট, বিজয় সরণি হয়ে গণভবনের সামনের সড়কে পৌঁছায়। সেখান থেকে র্যালিটি আবার রওনা দিয়ে আসাদগেট, ধানমন্ডি, সাইন্সল্যাব, নীলক্ষেত হয়ে টিএসসিতে এসে শেষ হয়। পুরো পথজুড়ে সাইকেল শোভাযাত্রায় সুশৃঙ্খল, প্রাণবন্ত এবং ব্যতিক্রমী স্লোগান দেখা যায়, যা গণতন্ত্র ও মুক্তির আহ্বানকে তুলে ধরে।
র্যালিতে উপস্থিত ছিলেন, শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন খানসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী।
র্যালির শুরুতে অংশগ্রহণকারীদের মাঝে বিশেষ টিশার্ট বিতরণ করা হয়, যাতে লেখা ছিল-‘৩৬ শে জুলাই, আমরা থামব না’। বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকাও ছিল সবার সাইকেলে সাইকেলে।
র্যালি শেষে টিএসসিতে উপস্থিত সবাইকে প্রাতঃরাশ সরবরাহ করা হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যে ছাত্রশিবিরের নেতারা বাংলাদেশের ছাত্রসমাজকে অধিকার সচেতন, নৈতিক এবং গণতান্ত্রিক লড়াইয়ের সাহসী সৈনিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এ সময় নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “আজ থেকে ১ বছর আগে স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিজয়ী হয়েছিলেন দেশের আপামর জনগণ। আজকের র্যালির মাধ্যমে আমরা সেই বিজয়ের চেতনা ও অঙ্গীকারকে নতুনভাবে ধারণ করছি। ছাত্রসমাজের শক্তিই ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের মূল চালিকাশক্তি।”
ঢাকা/সৌরভ/মেহেদী