লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন ট্রেন্ট অ্যালেক্সজান্ডার আর্নল্ড। ২০ বছর পর ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‘এটা জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। লিভারপুলের কাছে আমি চিরঋণী থাকব।’

অ্যালেক্সজান্ডার আর্নল্ড ফ্রি এজেন্টে লিভারপুল ছাড়ছেন। একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি। জুনের ক্লাব বিশ্বকাপেই লস ব্লাঙ্কোসদের জার্সিতে দেখা যেতে পারে তাকে। প্রিমিয়ার লিগে লিভারপুলের এখনো তিন ম্যাচ বাকি থাকায় নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারছে না কোন পক্ষ।

আর্নল্ড লিভারপুলের একাডেমিতে বড় হয়েছেন। ২০১৬ সালে মাত্র ১৭ বছর বয়সে তার অল রেডসদের জার্সিতে অভিষেক হয়। সব মিলিয়ে লিভারপুলের জার্সিতে ২৫৭ ম্যাচ খেলা ২৬ বছর বয়সীয় আর্নল্ড ক্লাব ছাড়ার ঘোষণায় বলেন, ‘২০ বছর লিভারপুলে খেলার পর ঘোষণা করতে হচ্ছে যে, এটাই আমার অ্যানফিল্ডে শেষ মৌসুম। জীবনে এখন পর্যন্ত নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এটাই। এই ক্লাব ২০ বছর ধরে আমার সবকিছু ছিল, আমার পৃথিবী ছিল। একাডেমি থেকে এখন পর্যন্ত যে ভালোবাসা ও সমর্থন এখান থেকে পেয়েছি তা সারাজীবন সঙ্গী হয়ে থাকবে। এই ক্লাবের কাছে আমি চিরঋণী।

আমার ক্লাব ছাড়ার সিদ্ধান্ত পরিচিত বলয় থেকে বেরিয়ে পেশাদার ও ব্যক্তিগত জীবনে নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য। প্রতিটা মুহূর্ত আমি এই ক্লাবের জন্য নিজেকে উজাড় করে খেলেছি। কোচ, সতীর্থ, স্টাফ ও সমর্থনদের হৃদয়ের অন্তস্তল থেকে ধন্যবাদ দিতে চাই। স্বপ্নের মতো ২০টা বছর এখানে পার করতে পারায় আমি অবশ্যই ভাগ্যবান। এই ভালোবাসা আমি কখনই অগ্রাহ্য করবো না। এই ক্লাবের সকলের সঙ্গে এতোটা বছর কাটাতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার। এই ভালোবাসা কখনো মরবে না।’

২৫ মে লিভারপুল লিগের শেষ ম্যাচ খেলবে। ক্লাব বিশ্বকাপের জন্য ১ থেকে ১০ জুন পর্যন্ত দলবদলের ছোট্ট একটা দরজা খোলা হবে। আর্নল্ড ওই সময়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারতে পারেন। এরপর চুক্তির ঘোষণা দেওয়া হতে পারে। লিভারপুলের সঙ্গে আর্নল্ডের জুন পর্যন্ত চুক্তি আছে। সমঝোতা করে এক মাস আগে ওই চুক্তি বাতিল করে রিয়ালে আসতে পারেন তিনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল দলবদল এই ক ল ব

এছাড়াও পড়ুন:

মিশনপাড়া পঞ্চায়েত পরিষদ কার্যালয়ের শুভ উদ্বোধন 

‎নারায়ণগঞ্জ শহরের অন্যতম এলাকা মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‎

সোমবার (২২শে সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের মহাসচিব আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

‎‎এ-সময় অনুষ্ঠানে মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে একটি প্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের মহাসচিব আবু জাফর আহমেদ বাবুল। পরে মিশনপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম মুফতী মোহাম্মদ জামির হোসেন বিশেষ দোয়া পরিচালনা করেন।

‎‎মিশনপাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে এ সংগঠনের নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সমাজসেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন কার্যালয় বিনির্মানে বিশেষ অবদান রাখা বিশিষ্ট সমাজ সেবক জহির আহমেদ সোহেল।

‎‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ রেজা রিপন, মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ, ভাইস চেয়ারম্যান আল-আমিন, যুগ্ম মহাসচিব জাহিদ আহমেদ, সাংগঠনিক সচিব আতিকা খানম শিউলী, সহ-সাংগঠনিক সচিব মোঃ সায়েম কবীর, অর্থ সচিব মোঃ আরিফ দিপু, দপ্তর সচিব মোঃ জামাল উদ্দিন, ধর্ম বিষয়ক সচিব মোসাদ্দেক আহমেদ, প্ৰচার বিষয়ক সচিব প্রদীপ কুমার ধর চন্দন, সাংস্কৃতিক বিষয়ক সচিব অহিদুর রহমান আরিফ, মহিলা বিষয়ক সচিব শাহিনা ইসলাম মুক্তি, নির্বাহী সদস্য কাজী আব্দুস সাত্তার, নাসিম আল জাহিদ, আব্দুল হাই মিলন, তানসেন আহমেদ, কাজী রাসেদুল ইসলাম দিপু, ফজলুল হক, খাজা মহিউদ্দিন, কামরুল হাসান চৌধুরী আশিক, মোঃ শরিফুল ইসলাম আরফান, আসাদুজ্জামান প্যারিস ও এড. রফিক আহমেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ