ডিম্বাশয় ক্যানসার: প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে বেঁচে থাকার হার ৮৮ শতাংশ
Published: 6th, May 2025 GMT
কোষের অস্বাভাবিক বৃদ্ধি হলেই ডিম্বাশয়ে ক্যানসার সৃষ্টি হয়। পঞ্চাশোর্ধ্ব নারীদের মধ্যেই এই ক্যানসারের ঝুঁকি বেশি। কিছু কিছু ক্ষেত্রে অল্প বয়সী নারীদেরও ডিম্বাশয়ের ক্যানসার হতে পারে। এই ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে রোগীর বেঁচে থাকার হার ৮৮ শতাংশ।
ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে এসকেএফ অনকোলজির নিয়মিত আয়োজন ‘বিশ্বমানের ক্যানসার চিকিৎসা এখন বাংলাদেশে’ শীর্ষক অনলাইন আলোচনায় এসব কথা উঠে আসে। অনুষ্ঠানটি গতকাল সোমবার সরাসরি সম্প্রচারিত হয় প্রথম আলো ডটকম এবং প্রথম আলো, এসকেএফ অনকোলজি ও এসকেএফের ফেসবুক পেজে।
নাসিহা তাহসিনের উপস্থাপনায় এ আলোচনায় অতিথি ছিলেন মেডিনোভা জেনারেল হাসপাতাল অ্যান্ড অনকোলজি সেন্টার, বগুড়ার ক্যানসার বিশেষজ্ঞ ডা.
অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপক জানান, ‘বিশ্বব্যাপী নারীদের মধ্যে একটি সাধারণ ক্যানসার হলো ডিম্বাশয় বা ওভারিয়ান ক্যানসার। আমাদের বর্তমান জীবনযাত্রাই মূলত এর প্রধান কারণ। আমেরিকান ক্যানসার সোসাইটির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি ৮৭ জন নারীর মধ্যে ১ জনের ডিম্বাশয় বা ওভারিয়ান ক্যানসারের ঝুঁকি রয়েছে। অনুমান করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে এর হার ৫৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে এটি শনাক্ত করা গেলে এই ক্যানসারে বেঁচে থাকার হার ৮৮ শতাংশ।
এরপর তিনি অতিথির কাছে জানতে চান, ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি কাদের সবচেয়ে বেশি?
উত্তরে ডা. শাকেরা সুলতানা বলেন, ‘নারীদের প্রজননতন্ত্রের একটি অংশ হলো ডিম্বাশয়। এই ডিম্বাশয় থেকেই ডিম্বাণু তৈরি হয়। এ ছাড়া এখান থেকে বিভিন্ন হরমোন নিঃসৃত হয়। এখানে কোষের অস্বাভাবিক বৃদ্ধি হলেই ডিম্বাশয়ের ক্যানসার সৃষ্টি হয়। পঞ্চাশোর্ধ্ব নারীদের মধ্যেই মূলত এই ক্যানসারের ঝুঁকি বেশি থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে অল্প বয়সী নারীদেরও ডিম্বাশয়ের ক্যানসার দেখা দিতে পারে। সেই সঙ্গে যাঁদের বাচ্চা হতে দেরি হয় বা বাচ্চা হয় না, তাঁদের ডিম্বাশয়ে সমস্যা হয়ে থাকে। পাশাপাশি যাঁদের পরিবারে কারও ওভারি, ব্রেস্ট কিংবা কোলন ক্যানসার রয়েছে, তাঁদেরও ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি থাকে।’
ওভারিয়ান ক্যানসারের উপসর্গগুলো সম্পর্কে জানতে চাওয়া হলে ডা. শাকেরা সুলতানা বলেন, ‘ডিম্বাশয় ক্যানসারের খুব বেশি উপসর্গ প্রকাশ পায় না বললেই চলে। যার কারণে এই ক্যানসারের শনাক্ত হতে দেরি হয়ে যায়। তবে অনিয়মিত মাসিক, বমি বমি ভাব, খাবারে অরুচি, দুর্বলতা, তলপেট ফুলে যাওয়ার মতো সমস্যাগুলো দেখা দিতে পারে।’
ক্যানসারের স্ক্রিনিং ও ডায়াগনসিসের মধ্যে পার্থক্য কী? এমন প্রশ্নের উত্তরে ডা. শাকেরা সুলতানা বলেন, ‘স্ক্রিনিংয়ের মাধ্যমে ক্যানসারের লক্ষণ আছে কি না, তা জানা যায় আর ডায়াগনসিসের ক্ষেত্রে লক্ষণ প্রকাশ পেয়ে যায় এবং সেই লক্ষণগুলো দেখে রোগ নির্ণয় করা হয়।’
ব্রেস্ট ক্যানসারের ক্ষেত্রে যেমন সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করা যায়, ডিম্বাশয় ক্যানসারের ক্ষেত্রে এ ধরনের কিছু রয়েছে কি না? এ প্রসঙ্গে ডা. শাকেরা সুলতানা বলেন, ‘ব্রেস্ট ক্যানসারের ক্ষেত্রে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন প্রক্রিয়া থাকলেও ডিম্বাশয়ের ক্যানসারের ক্ষেত্রে এ ধরনের কোনো প্রক্রিয়া নেই। ডিম্বাশয় ক্যানসারের ক্ষেত্রে ব্লাড টেস্ট ও আলট্রাসনোগ্রাফি করতে হয়। কারও পরিবারে মা, বোন বা ফুফু—এমন কারও ক্যানসার থাকলে ৩০ বছরের পর থেকেই স্ক্রিনিং শুরু করে দেওয়া উচিত।’
বাংলাদেশে ডিম্বাশয় ক্যানসারের বর্তমান পরিস্থিতি, ডায়াগনসিস, আধুনিক চিকিৎসাব্যবস্থা, সচেতনতা ও প্রতিরোধব্যবস্থা ইত্যাদি বিষয়ে পরামর্শ দেন ডা. শাকেরা সুলতানা (ডানে)উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকার আকাশ সকালে এমন ছিল কেন, জানালেন আবহাওয়াবিদ
রাজধানীতে আজ শনিবার সকাল থেকেই আকাশ ছিল ঘোলাটে। খানিকটা মনে হচ্ছিল যেন কুয়াশা পড়ছে। এর সঙ্গে ছিল প্রচণ্ড গরম আর গুমোট ভাব। সকাল ৬টা থেকে প্রায় ১০টা পর্যন্ত এমন আবহাওয়া দেখা গেছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য গুমোট ভাব কাটতে শুরু করেছে। রোদের দেখাও মিলেছে। সেই সঙ্গে ভ্যাপসা গরম আছে। হঠাৎ করে সকালের এমন আবহাওয়ার কয়েকটি কারণ রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ শনিবার সকালে প্রথম আলোকে বলেন, এখন মৌসুমি বায়ুর ক্রান্তিকাল। এই বায়ু চলে যাওয়ার সময় হয়ে গেছে। এ সময়টায় কখনো মেঘ কখনো বৃষ্টি—এটাই বৈশিষ্ট্য। তবে আজকে সকালে মূলত ‘লো ক্লাউড’ বা মেঘ নিচে নেমে আসার জন্য এমন ঘোলাটে আবহাওয়া হয়। এর সঙ্গে আবহাওয়াগত কারণ যতটা, তার চেয়ে বেশি আছে পরিবেশদূষণ।
আজকের বায়ুদূষণ পরিস্থিতি আবহাওয়াবিদের এ মতকে কিন্তু সমর্থন করছে। বর্ষার সময় সাধারণত ঢাকার বায়ুদূষণ কম থাকে। গত কয়েক দিন বৃষ্টির মধ্যে ঢাকার বায়ু নির্মল ছিল। কিন্তু আজ বেলা সাড়ে ১০টার দিকে বিশ্বের ১ হাজার ২৫৭টি শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। আইকিউ এয়ারে ঢাকার বায়ুমান ১৭০। এ মানকে স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর বলে গণ্য করা হয়।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলছিলেন, বাতাসে আর্দ্রতার পরিমাণ এখন অনেক। আর গুমোট ভাবের কারণও সেটাই।
এরই মধ্যে সাগরে আবার লঘুচাপ দেখা দেওয়ার সম্ভাবনা হয়েছে। আগামী বুধবার থেকে এই লঘুচাপ সৃষ্টি হতে পারে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায়। তবে এর প্রভাব কতটা হবে আবহাওয়াবিদেরা তা পরিষ্কার করে কিছু বলছেন না।
আজ ঢাকা এবং এর আশপাশে বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। আগামীকাল অবশ্য বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে জানান তিনি।
গতকাল শুক্রবার রাজধানীতে কোনো বৃষ্টি হয়নি। বেশির ভাগ এলাকা ছিল বৃষ্টিহীন। তবে এ সময় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৯১ মিলিমিটার।