শেখ হেলাল ও শেখ তন্ময়ের বিরুদ্ধে ২০ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে মামলা
Published: 6th, May 2025 GMT
বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, তাঁর ছেলে বাগেরহাট–২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ পাঁচজনের বিরুদ্ধে ২০০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। ৬ বছর আগে ভয়ভীতি দেখিয়ে ২ দফায় ২০ কোটি টাকা চাঁদা নিয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
গতকাল সোমবার বাগেরহাট সদর মডেল থানায় মামলাটি করেন স্থানীয় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান তালুকদার। মামলার পর গতকালই পুলিশ মো.                
      
				
মামলার বাদী মান্নান তালুকদার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অর্থ পাচারের মামলার আসামি। ওই মামলায় দীর্ঘ সময় কারাভোগের পর সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিনে বের হয়েছেন। ২০১৯ সালের ৩০ মে বাগেরহাট সদর মডেল থানায় দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক (এডি) মো. শাওন মিয়া বাদী হয়ে মামলাটি করেছিলেন। ওই মামলায় নিউ বসুন্ধরা রিয়েল স্টেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল মান্নান তালুকদার ও তাঁর প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে ১১০ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়।
আরও পড়ুনবাগেরহাটে হেলাল-তন্ময়, সাবেক পুলিশ সুপারসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা০৯ ফেব্রুয়ারি ২০২৫চাঁদাবাজির মামলার এজাহারের বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ-উল-হাসান আজ মঙ্গলবার বিকেলে বলেন, ২০১৮ সালের ১৫ নভেম্বর রাতে বাগেরহাটের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, তাঁর ছেলে শেখ সারহান নাসের তন্ময়, তাঁদের দুই ব্যক্তিগত সহকারী ফিরোজ, শাহীনসহ পাঁচজন নিউ বসুন্ধরা রিয়েল স্টেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান তালুকদারের শহরের সরুই কার্যালয়ে গিয়ে ২০০ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, মিথ্যা মামলায় জড়ানোসহ জানে মেরে ফেলার হুমকি দেন আসামিরা। আবদুল মান্নান তালুকদার ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষার্থে তাৎক্ষণিক গ্রাহকের রক্ষিত টাকা থেকে ৭ কোটি ৩০ লাখ টাকা দিয়ে দিলে তাঁরা বাকি টাকা দ্রুত দিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যান। এরপর ২০১৯ সালের ৩ জানুয়ারি আসামিরা আবার আবদুল মান্নানের অফিসে এসে বাকি টাকা পরিশোধের জন্য হুমকি দিলে তিনি তাঁদের ১২ কোটি ৭০ লাখ টাকা চাঁদা দেন।
দুই দফায় আসামিরা ভয়ভীতি প্রদর্শন করে আবদুল মান্নান তালুকদারের কাছ থেকে মোট ২০ কোটি টাকা আদায় করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। আসামিরা ফ্যাসিবাদী সরকারের প্রভাবশালী ব্যক্তি হওয়ায় আগে তিনি থানা বা আদালতে মামলা করার সাহস পাননি। এখন পরিবেশ তৈরি হওয়ায় মামলাটি করেছেন।
ওসি মাহামুদ-উল-হাসান বলেন, পুলিশ বাদীর লিখিত অভিযোগ হাতে পেয়ে ৩৮৬ ও ৩৮৭ পেনাল কোড অনুযায়ী মামলাটি গ্রহণ করেছে। এই মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
আরও পড়ুনশেখ তন্ময় ও শেখ সালাহউদ্দিনসহ ৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা২৪ এপ্রিল ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু
দেশের সবচেয়ে পাঠকপ্রিয় সংবাদপত্র প্রথম আলো আজ মঙ্গলবার (৪ নভেম্বর) উদ্যাপন করছে প্রতিষ্ঠার ২৭তম বর্ষপূর্তি। এ বছর ‘সত্যই সাহস’ স্লোগান সামনে রেখে নানা আয়োজনে দিনটি পালন করছে প্রতিষ্ঠানটি।
 প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সারা দেশের কর্মীদের অংশগ্রহণে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
 সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। সহযোগী সম্পাদক সুমনা শারমীনের সঞ্চালনায় দিনব্যাপী এ আয়োজনে আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও সেরা কর্মীদের পুরস্কারসহ থাকছে নানা অনুষ্ঠান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলায় জেলায় চলবে নানা আয়োজন। চলছে প্রথম আলোর লেখক–সুধী পাঠক আর শুভানুধ্যায়ীদের নিয়ে সম্মিলনীর প্রস্তুতি। কাগজে, অনলাইনে, ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে প্রথম আলোর বিভিন্ন আয়োজন।
প্রথম আলো কাগজটি মোট ৪ দিন প্রকাশিত হবে বর্ধিত কলেবরে। ৪ দিনে থাকবে ৪টি ক্রোড়পত্র। এতে লিখেছেন নিজ নিজ ক্ষেত্রে সেরা লেখকেরা। থাকবে দেশবরেণ্য শিল্পীদের আঁকা প্রচ্ছদ।
৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার বের হয়েছে ‘বৈষম্য পেরিয়ে’।
২০২৪ সালের বিপুল অভ্যুত্থানে ছাত্র–জনতা পথে এসেছিল বৈষম্যের বিলোপ চেয়ে। এই ক্রোড়পত্রে লেখকেরা খুঁজে দেখেছেন রাষ্ট্রের ক্ষমতাকাঠামোয়, বিভিন্ন প্রতিষ্ঠানে ও রাজনীতির অঙ্গনে বৈষম্যের রূপ। খোঁজার চেষ্টা করেছেন উত্তরণের উপায়।
৫ নভেম্বর ২০২৫, বুধবার প্রকাশ পাবে ‘বৈষম্যের অন্দরে’
সমাজ আর জনগোষ্ঠীর গভীরে থেকে যাওয়া বৈষম্য প্রতিফলিত হয় রাষ্ট্রে। আবার রাষ্ট্রীয় বৈষম্য সামাজিক বৈষম্যকে ভিত্তি দেয়। দেশের নারী–লেখক ও ভাবুকেরা উন্মোচন করে দেখিয়েছেন সমাজে ছড়িয়ে থাকা নানা বৈষম্যের চেহারা।
৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার আসছে ‘তারুণ্যের দিগন্ত’
তরুণদের সামনে নতুন পৃথিবীর আহ্বান। কিন্তু সে আহ্বানে সাড়া দেওয়ার পথে শত বাধা ও বৈষম্যের প্রাচীর। আবার তরুণেরাই সেসব বৈষম্যের বাধা উপড়ে ফেলে এগিয়ে চলেন। তরুণদের পথের সেসব বাধা আর বাধা পেরোনোর গল্প নিয়ে এই ক্রোড়পত্র।
৭ নভেম্বর ২০২৫, শুক্রবার প্রকাশিত হবে ‘আলোর গল্প’
সাংবাদিকতা শেষ পর্যন্ত জনমানুষের জন্য। সত্য ও তথ্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য প্রথম আলো সেসব মানুষের প্রতি দায়বদ্ধ। প্রথম আলোর নানা উদ্যোগের লক্ষ্যও মানুষ। এই ক্রোড়পত্র গত একটি বছরে প্রথম আলোর সঙ্গে মানুষের সম্পর্কের গল্পের সমাবেশ।
অনলাইনে থাকছে আকর্ষণীয় আয়োজন
লেখা, ছবি, ভিডিও, পডকাস্টসহ নানা কনটেন্ট দিয়ে সাজানো হবে প্রথম আলো ডটকম। প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দালোকিত দিনগুলোতে প্রথম আলো ডটকম থাকবে জমজমাট। পাশাপাশি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকসহ সামাজিক মাধ্যমগুলোতে প্রথম আলোর ফলোয়ারদের জন্য থাকবে বাড়তি কিছু, উৎসবের উপহার।
এরই মধ্যে সারা দেশে প্রথম আলোর শতাধিক বন্ধুসভা ‘একটি করে ভালো কাজ’ শীর্ষক কর্মসূচি পালন করেছে। দেশের বিভিন্ন স্থানে সুধী সম্মিলনী আয়োজনের জন্য প্রথম আলোর প্রতিনিধিদের সঙ্গে বন্ধুসভা কাজ করে চলেছে উৎসাহের সঙ্গে। ঢাকা বন্ধুসভাও ১৩ নভেম্বর আয়োজন করতে যাচ্ছে বন্ধুদের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব।
২০২৩ সালে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল ‘হারবে না বাংলাদেশ।’ গত বছর প্রথম আলো বলেছিল ‘জেগেছে বাংলাদেশ’। সত্যে তথ্যে ২৫, সত্যে তথ্যে ২৬ পেরিয়ে এল ২৭ বছর পূর্তির উৎসব।