বিজেজিইএ’র চেয়ারম্যান বাবুল, সিনিয়র ভাইস চেয়ারম্যান রেজাউল
Published: 7th, May 2025 GMT
বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজেজিইএ) ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সদস্যরা ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও রাজনীতিবিদ কাজী সাইয়েদুল আলম বাবুল (সাগরিকা ইন্টারন্যাশনাল)। তিনি বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। বাবুল এর আগে তিনবার বিজেজিইএ’র চেয়ারম্যান ছিলেন। এবার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এছাড়া সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রেজাউল করিম পিন্টু (বিকো জুট), ভাইস চেয়ারম্যান যথাক্রমে হাসানুল ইসলাম (লিপ্টন জুট ট্রেড ইন্টারন্যাশনাল) ও ড.
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৩ মে ৫৪তম এজিএমের মাধ্যমে নির্বাচিত কার্যনির্বাহী কমিটি দায়িত্ব বুঝে নিয়েছেন।
বিজেজিইএ’র নির্বাচিত পরিচালকরা হলেন- সাজেদুর রহমান (জুট ওয়ার্ল্ড এক্সপোর্ট), মুরিদুল আলম চৌধুরী (ইউনিভার্স জুট ফাইবার অ্যান্ড ব্যাগ কর্পোরেশন), মো. রুহল আমিন (আমিন জুট প্রোডাক্টস), মোহাম্মদ জিল্লুর রহমান খান (জিল্লুর অ্যান্ড ডটার্স), সুফিয়ান আহমেদ ওসমানী (মায়ামি ট্রেডিং), মো. সোহরাব হোসেন (এসএনএল ইন্টারন্যাশনাল), মো. গোলাম মোর্তজা (জুট মার্ট ইন্টারন্যাশনাল), কাজী মো. মনির হোসেন (অপরাজেয় লিমিটেড) ও জিয়াউদ্দিন আহমেদ (এবি জুট ট্রেডিং)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজেজিইএ’র নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ দেশের ঐতিহ্যবাহী পাট শিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও দৃঢ়ভাবে উপস্থাপন ও রপ্তানি বাজার সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ত হয় ছ
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
আইপিএল
পাঞ্জাব কিংস–দিল্লি ক্যাপিটালস
রাত ৮টা;
টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১।
পিএসএল
পেশোয়ার জালমি–করাচি কিংস
সরাসরি, রাত ৯টা;
নাগরিক টিভি।
ফুটবল
উয়েফা ইউরোপা লিগ
সেমিফাইনাল দ্বিতীয় লেগ
ম্যানচেস্টার ইউনাইটেড–বিলবাও
সরাসরি, রাত ১টা;
সনি স্পোর্টস টেন ২।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
গ্লিমট–টটেনহ্যাম
সরাসরি, রাত ১টা;
সনি স্পোর্টস টেন ১।
উয়েফা কনফারেন্স লিগ
সেমিফাইনাল দ্বিতীয় লেগ
চেলসি–জুরগার্ডেনস
সরাসরি, রাত ১টা;
সনি স্পোর্টস টেন ৫।
ফিওরেন্তিনা–রিয়াল বেতিস
সরাসরি, রাত ১টা;
সনি লিভ।
টেনিস
ইতালিয়ান ওপেন
সরাসরি, দুপুর ২টা;
সনি স্পোর্টস টেন ৫।
ঢাকা/নাভিদ