অযথা ও উচ্চশব্দে হর্ন বাজানো যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এগুলো শনাক্ত করতে পারে, এমন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি বসাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার দুপুরে যানবাহনে হর্ন বাজানো নিরুৎসাহিতকরণের একটি কর্মসূচিতে অংশ নিয়ে এমন প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ।

রাজধানীর গুলশান-২ নম্বর গোলচত্বর এলাকায় ট্রাফিক সিগন্যালে শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধিতে ‘ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজাতে নিরুৎসাহিতকরণ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসক এজাজ এ ঘোষণা দেন।

মোহাম্মদ এজাজ বলেন, ঢাকা উত্তরের গুরুত্বপূর্ণ করিডরের ট্রাফিক সিগন্যালগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি স্থাপন করা হবে। এ প্রযুক্তি অযথা হর্ন বাজানো গাড়ির চালককে শনাক্ত করবে এবং প্রচলিত আইন অনুযায়ী তাঁদের শাস্তির আওতায় আনা হবে। জনগণের সচেতনতাই ঢাকা শহরকে শব্দদূষণের ভয়াবহতা থেকে রক্ষা করতে পারবে। এ জন্য জনসচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলার সঠিক প্রয়োগের মাধ্যমে শব্দদূষণ প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।

প্রশাসক এ সময় বলেন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাইক ব্যবহারে সৃষ্ট শব্দদূষণ কমাতে এগুলো ব্যবহারের সময়সীমা ও পরিধি সীমাবদ্ধ রাখতে হবে। কারণ, বৃদ্ধ ও অসুস্থ, সর্বোপরি সব মানুষের জন্য শব্দদূষণ অত্যন্ত ক্ষতিকর। শব্দদূষণ কমাতে যত্রতত্র অপ্রয়োজনীয় মাইক ব্যবহার বন্ধে পদক্ষেপ গ্রহণ করতে ঢাকা উত্তর সিটির আঞ্চলিক কার্যালয়গুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কর্মসূচি উদ্বোধন করার পরে একটি শোভাযাত্রা হয়। এ সময় বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান আহমেদ কামরুজ্জামান মজুমদার ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভয়েসের শতাধিক স্বেচ্ছাসেবকেরা শোভাযাত্রায় অংশ নেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

ডিএসইর উদ্যোগে বন্ধক রাখা শেয়ার বাজেয়াপ্তকরণ কর্মশালা 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিস্টিং বিধিমালা অনুযায়ী, ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ‘বন্ধক রাখা শেয়ার বাজেয়াপ্তকরণ’ বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ডিএসই লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের উদ্যোগে ডিএসই ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত এই কর্মশালাটি হাইব্রিড (অনলাইন ও ফিজিক্যাল) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।

আরো পড়ুন:

বিএসইসির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বিএসইসির বিনিয়োগ শিক্ষা লিংক জাতীয় তথ্য বাতায়নে যুক্ত 

ডিএসইর পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান কর্মশালার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “শুধু আইন জানা যথেষ্ট নয়, নৈতিকতার চর্চাও জরুরি—তাহলেই আমরা একটি পরিছন্ন পুঁজিবাজার গড়ে তুলতে পারব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান পরিচালনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান, লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সহকারী মহাব্যবস্থাপক মো. রবিউল ইসলাম এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর মহাব্যবস্থাপক রাকিবুল ইসলাম চৌধুরী।

কর্মশালায় সিকিউরিটিজ বন্ধক, অবমুক্তকরণ এবং বাজেয়াপ্তকরণের প্রক্রিয়া, ডিএসই তালিকাভুক্তি নিয়ন্ত্রণ, সিডিবিএল এর ডিপি অপারেশন এবং সংশ্লিষ্ট আইন-বিধিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • ডিএসইর উদ্যোগে বন্ধক রাখা শেয়ার বাজেয়াপ্তকরণ কর্মশালা