চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কাছে হেরে বিদায় নিতে হয়েছে আর্সেনালকে। তবে এই পরাজয়ের পর প্রতিপক্ষ পিএসজির প্রতি শুভকামনা জানাতে ভোলেননি আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তিনি চান, এবার যেন বহু কাঙ্ক্ষিত ইউরোপ সেরার মুকুটটা অবশেষে ঘরে তোলে ফরাসি জায়ান্টরা।

বুধবার (০৭ মে) রাতে পার্ক দেস প্রিন্সে দ্বিতীয় লেগে ২-১ গোলে জেতে পিএসজি। প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে তারা ১-০ গোলে জয় পেয়েছিল। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে আর্সেনালকে হারিয়ে ৩১ মে তারিখে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের টিকিট নিশ্চিত করে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। ওদিকে প্রথম সেমিফাইনালে বার্সেলোনাকে দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে হারিয়ে ফাইনালের অপর দল হয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।

ম্যাচ শেষে ফ্রেঞ্চ টিভি চ্যানেল ‘ক্যানাল প্লাস’-এর সঙ্গে কথা বলার সময় আর্তেতা বলেন, “আমি সত্যি মন থেকে চাই পিএসজি এবার চ্যাম্পিয়ন হোক। এখানকার (ফ্রান্স) সঙ্গে আমার অতীত সম্পর্ক আছে বলেই এমনটা বলছি।”

আরো পড়ুন:

এবারের চ্যাম্পিয়নস লিগ বিজয়ী দল পাবে রেকর্ড পরিমাণ প্রাইজমানি

২০২৬ বিশ্বকাপে কি খেলতে পারবে রাশিয়া, যা জানালেন ট্রাম্প

তিনি আরও যোগ করেন, “এখনই হয়তো ‘গো প্যারিস’ বলার সময় নয়, কিন্তু ফাইনালে যখন ওরা খেলবে, তখন আমি ওদের পক্ষেই থাকবো।”

নিজ দলের প্রশংসা করতেও ভুল করেননি আর্সেনাল কোচ। একের পর এক ইনজুরির ধাক্কা সামলেও যেভাবে লড়াই করেছে তার দল, তাতে সন্তুষ্ট আর্তেতা।

“আমি ছেলেদের ওপর দারুণ গর্বিত। এত ইনজুরি সমস্যার মধ্যেও তারা যেভাবে লড়েছে, সেটা প্রশংসার যোগ্য,” বলেন তিনি।

“আমরা এখানে এসেছি একেবারে বাজে অবস্থায়। এমন ম্যাচে সফল হতে হলে পুরো স্কোয়াড ফিট থাকা দরকার। ওদের হাতে ছিল পুরো এক সপ্তাহের প্রস্তুতি, আর আমরা এসেছি ইনজুরি আর ক্লান্তি নিয়ে। তবু এই পরিস্থিতিতে দল যেভাবে লড়েছে, সেটা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।”

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ চ য ম প য়নস ল গ আর স ন ল আর ত ত ফ ইন ল প এসজ

এছাড়াও পড়ুন:

পাকিস্তান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে, দাবি ভারতের

কাশ্মীরের জম্মু ও উদহামপুর এবং পাঞ্জাবের পাঠানকোটে ভারতীয় সেনাবাহিনী তিনটি অবস্থান লক্ষ্য করে পাকিস্তান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছিল বলে দাবি করেছে ভারত। দেশটি বলেছে, এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যার পর কাশ্মীরে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ওই এলাকা বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়ে। রয়টার্সের একজন সাংবাদিক জানান, সাইরেন বাজার পাশাপাশি জম্মুর আকাশে লাল শিখা ও ‘প্রজেক্টাইল’ দেখা যায়। সে সময় নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ভারতীয় একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, জম্মুর বেশ কয়েক জায়গা এবং পাশের শহর আখনুর, সাম্বা ও কাঠুয়ায় হামলা হয়েছে।

তখন ভারতের একাধিক প্রতিরক্ষাসূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়, পাকিস্তান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র নিশানায় আঘাত হানার আগেই মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুর সাতওয়ারি, সাম্বা, আরএস পুরা ও আরনিয়ার দিকে ছোড়া হয়েছিল। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে সেগুলো মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে।

পরে বিবিসি লাইভে ভারতীয় সেনাবাহিনীর একটি বিবৃতির উল্লেখ করা হয়। তাতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, কাশ্মীরের জম্মু ও উদহামপুর এবং পাঞ্জাব জেলার পাঠানকোটে ভারতীয় সেনাবাহিনী তিনটি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে পাকিস্তান। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে ভারতে হামলার কথা অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জম্মুতে হামলার যে খবর ভারতীয় সংবাদমাধ্যম প্রচার করেছে, তা ‘ভুয়া ও মিথ্যা’। পাকিস্তানের কয়েকটি নিরাপত্তাসূত্র এই দাবি করেছে। সূত্রগুলোর বরাতে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি নিউজ এই খবর প্রচার করেছে।

পিটিভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছে। এতে নিরাপত্তাসূত্রের বরাতে বলা হয়েছে, ‘ভারতীয় সংবাদমাধ্যমে কাশ্মীরে হামলার যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ভুয়া খবর ছড়ানোর উদ্দেশ্য হলো এই ভ্রান্ত ও ব্যর্থ ধারণা তৈরি করা যে পাকিস্তানও ভারতের ওপর হামলা চালাচ্ছে।’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও এই হামলা চালানোর কথা অস্বীকার করেছেন। তিনি রাতে বিবিসিকে বলেছেন, পাকিস্তান যখন হামলা চালানোর সিদ্ধান্ত নেবে, তখন সারা বিশ্ব তা জানবে।

এই হামলা চালানোর কথা অস্বীকার করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে চলমান বেপরোয়া অপপ্রচারের অংশ।

অবশ্য কাশ্মীরের অবস্থা ‘খুবই উদ্বেগজনক’ বলে জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জানিয়েছেন। তিনি এক্সে এক পোস্টে লিখেছেন, ‘জম্মুর জনগণ, বিশেষ করে যাঁরা সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল।’

উদ্ভূত পরিস্থিতিতে কাশ্মীরে শুক্রবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নয়াদিল্লি দাবি করে, বুধবার দিবাগত রাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ভারতে হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। তারা আরও দাবি করে, তাদের হামলায় লাহোরে পাকিস্তানের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে।
ইসলামাবাদ পাল্টা দাবি করেছে, বৃহস্পতিবার ভোরে পাকিস্তানে ২৯টি (আগে বলা হয়েছিল ২৫টি) ড্রোন পাঠিয়েছিল ভারত, যার সবগুলোই ধ্বংস করা হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাত একটার পর পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান। এরপর থেকে কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলে দফায় দফায় পাল্টাপাল্টি গোলাবর্ষণের ঘটনা ঘটে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, ভারতের মঙ্গলবার রাতের হামলায় নারী-শিশুসহ ৩১ জন বেসামরিক নাগরিক নিহত ও ৫৭ জন আহত হন।

অন্যদিকে ভারতের সেনাবাহিনীর তথ্য অনুসারে, হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে ১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জন। গোলার আঘাতে ভারতের নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ