ময়মনসিংহ নগরে ইয়াসিন আলী (৩৫) নামের বিএনপির এক কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে নগরের গন্ড্রপা মোড়ে নিজ দোকানে দুর্বৃত্তদের হামলার শিকার হন ইয়াসিন।

ইয়াসিন নগরের গন্ড্রপা এলাকার বাসিন্দা ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে দলে তাঁর কোনো পদ নেই। তিনি ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকারের সঙ্গে ঘোরাফেরা করেন বলে জানান স্বজনেরা। পাশাপাশি তিনি আনন্দ মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার রোলে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনদের দাবি, একটি হত্যা মামলা প্রত্যাহার করাতে রাজি না হওয়ায় ইয়াসিনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। একই এলাকার দেলোয়ার হোসেন ওরফে দিলীপের (৩৬) নেতৃত্বে তাঁর ওপর এ হামলা হয়েছে।

একাধিক প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা জানান, গতকাল রাত ৯টার দিকে গন্ড্রপা মোড়ে ইয়াসিনের নিজের ফেক্সিলোড ও কসমেটিকসের দোকানে একদল দুর্বৃত্ত হামলা করে। এ সময় তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কোপাতে শুরু করে দুর্বৃত্ত দলটি। একপর্যায়ে ইয়াসিনের চাচাতো ভাই আমির হোসেনকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে ইয়াসিন মারা যান। আমির এখনো চিকিৎসাধীন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ২০২২ সালের ১ জুলাই লুডুখেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ইয়াসিনের প্রতিবেশী চাচা পারভেজ মঞ্জিলকে কুপিয়ে হত্যা করা হয়। সেই ঘটনায় দেলোয়ার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন ইয়াসিনের চাচা সাদ্দাম হোসেন। বর্তমানে মামলাটি বিচারাধীন এবং আসামিরা জামিনে আছেন।

ইয়াসিনের চাচাতো ভাই আকরাম হোসেন বলেন, ওই মামলার মূল অভিযুক্ত দিলীপ গতকাল সন্ধ্যার পর ইয়াসিনের দোকানে গিয়ে পারভেজ হত্যা মামলাটি তুলে নিতে সাদ্দামকে চাপ দেওয়ার পরামর্শ দেন। এটি তাঁর পক্ষে সম্ভব নয় জানিয়ে জবাব দেন ইয়াসিন। এতে ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে যান দিলীপ। পরে রাত ৯টার দিকে ৮-১০ জন নিয়ে ইয়াসিনের দোকানে গিয়ে তাঁর ওপর হামলা চালায় দেলোয়ার। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ইয়াসিনকে গুরুতর জখম করা হয়।

পারভেজ হত্যা মামলার বাদী ও ইয়াসিনের চাচা সাদ্দাম হোসেন বলেন, ‘মামলা করার পর থেকেই নানাভাবে হুমকি দিয়ে আসছেন দিলীপ ও তাঁর সহযোগীরা। আমি দুইবার থানায় জিডি করে আদালতকে জানিয়েছি। গতকাল আমার ভাতিজা ইয়াসিনকে মামলা তুলে নেওয়ার ব্যবস্থা করতে চাপ দেওয়া হয়। এ নিয়ে দুই ভাতিজাকে কোপালে একজনের মৃত্যু হয়। আসামিরা জামিনে বের হতে না পারলে এ হত্যাকাণ্ড ঘটত না।’

ঘটনার পরপরই অভিযুক্ত দোলোয়ার পলাতক আছেন। অভিযোগের বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে দলীয় সম্পৃক্ততার কথা জানতে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র গতক ল

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে এলাকাবাসীর সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

ময়মনসিংহের গফরগাঁওয়ে এলাকাবাসীর সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের যাত্রীরা। 

শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সংশ্লিষ্টরা এসে ভাঙা লাইন মেরামত করলে প্রায় পৌনে এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কাওরাইদ-মশাখালী স্টেশনের মধ্যবর্তী শহীদনগর এলাকার ৩৪৭ এর ৩/২ কিমি পয়েন্টে স্থানীয় লোকজন রেললাইনে ভাঙা দেখতে পান। এ সময় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন মশাখালী স্টেশন অতিক্রম করে আসছিল। এ অবস্থায় লোকজন অগ্রসর হয়ে সংকেত দিয়ে ট্রেনটি থামান। এতে অল্পের জন্য ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। খবর পেয়ে সংশ্লিষ্টরা গফরগাঁও থেকে গিয়ে ভাঙা রেললাইন মেরামত করলে আটকে থাকা কমিউটার ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।

শহীদনগর গ্রামের আব্দুল মজিদ (৬৩) বলেন, সময় মতো সাধারণ সচেতন মানুষ যদি এগিয়ে গিয়ে সংকেত দিয়ে ট্রেন না থামাত, তাহলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারত।

গফরগাঁও রেলওয়ের সিনিয়র উপসহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল শহীদ নগরে গত ৩ বা ৪ মাসে তিনবার লাইন ভেঙেছে। এই রেলপথের লাইনগুলো বহু বছর আগেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এখন জোড়াতালি দিয়ে চলছে। তবে আমরা খুব সতর্ক থাকি যাতে বড় দুর্ঘটনা না ঘটে।

সম্পর্কিত নিবন্ধ

  • মামলার সাক্ষী হওয়ায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • তীব্র গরমে জনশূন্য ব্যস্ততম নগরী ময়মনসিংহ
  • ময়মনসিংহে এলাকাবাসীর সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন
  • চাচার ৩ বছর পর ভাতিজাকেও হত্যা
  • লাম্পি স্কিনের ভ্যাকসিন সংকট
  • চট্টগ্রামে ছয় সিবিএ নেতার জামিন শুনানিতে হট্টগোল, বিব্রত বিচারক
  • ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যানকে লাঠিপেটার ভিডিও ভাইরাল
  • রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি বাতিল দাবিতে বিক্ষোভ
  • দেশের প্রথম বাণিজ্যিক রকেট ‘বিদ্রোহী’র প্রদর্শনী