বাংলাদেশ টি২০ দল গতকাল দুই ভাগে আরব আমিরাতে গেছে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলতে। রিশাদ হোসেনরা গেছেন সকালে, সন্ধ্যার বিমান ধরেছেন নাজমুল হোসেন শান্তরা। দুই ভাগে গেলেও রাতে হোটেলে মিলিত হয়েছেন লিটন কুমার দাসরা। বাংলাদেশ টি২০ দলের দুবাই যাওয়ার কারণ স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে ১৭ ও ১৯ মে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলা। 

এই সিরিজটি ছিল পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ। কিন্তু ভারত-পাকিস্তান সামরিক হামলার পর এটি হয়ে গেছে মূল সিরিজ। কারণ, বাংলাদেশ দলের পাকিস্তান সফর নাও হতে পারে। অস্ত্রবিরতির পর পাকিস্তান সফর নিয়ে বিসিবি কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। ১৩ মে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাকিস্তান সফরের ব্যাপারে সিদ্ধান্ত চেয়ে চিঠি দিয়েছে। গতকাল পর্যন্ত সফরের ব্যাপারে সরকার থেকে কোনো সিদ্ধান্ত পায়নি বিসিবি।

বিসিবির ঊর্ধ্বতন দুই কর্মকর্তার একজন বলেন, ‘এ মুহূর্তে পাকিস্তান সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া কঠিন। সে কারণে সরকারের ওপর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক ভালো। ক্রিকেটীয় সম্পর্ক আগে থেকেই ভালো। সে কারণে আমরা মানা করতে পারব না। সরকার থেকে সফর করতে বলা হলে ক্রিকেটারদের মতামত জানতে চাওয়া হবে। বিষয়টি সময়সাপেক্ষ।’ 

সিদ্ধান্ত নিতে হলে ১৮ মের মধ্যে হতে হবে। কারণ, বাংলাদেশ আমিরাতে সিরিজ শেষ করবে ১৯ মে। পাকিস্তানে যেতে হলে দুবাই বা লাহোরে ক্যাম্প করতে হবে লিটনদের।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প ক স ত ন সফর র সফর র ব সরক র

এছাড়াও পড়ুন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ন্যায়সঙ্গত দাবি মেনে নিন: জামায়াত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

বৃহস্প‌তিবার (১৫ মে) এক বিবৃ‌তি‌তে তি‌নি ব‌লেন, “আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা তাদের আবাসন সংকটসহ কিছু দাবি নিয়ে গত কয়েক দিন ধরে আন্দোলন করছে।তাদের আন্দোলনের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ব্যাহত হচ্ছে এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। শিক্ষাঙ্গণে এ ধরনের অশান্ত অবস্থা কারো কাম্য নয়।”

তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা দীর্ঘদিন ধরে আবাসন সংকটসহ নানা সমস্যায় ভুগছেন। অতীতের কোনো সরকারই তাদের এসব সমস্যা সমাধান করেনি। ফলে ছাত্র-শিক্ষকরা তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। অবিলম্বে ছাত্র-শিক্ষকদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের ন্যায্য দাবিসমূহের ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করা সরকারের দায়িত্ব।”

আরো পড়ুন:

উসকানির ঘটনায় জড়ানো ঠিক হবে না: জামায়াত আমির

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ
টাঙ্গাইলে জামায়াতের শোকরানা মিছিল

ছাত্র-শিক্ষকদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের নিকট জোর দা‌বি জানান জামায়া‌তের এই ভারপ্রাপ্ত সে‌ক্রেটা‌রি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ