পাকিস্তান সফরের বিষয়ে শেষ সিদ্ধান্ত সরকারের
Published: 15th, May 2025 GMT
বাংলাদেশ টি২০ দল গতকাল দুই ভাগে আরব আমিরাতে গেছে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলতে। রিশাদ হোসেনরা গেছেন সকালে, সন্ধ্যার বিমান ধরেছেন নাজমুল হোসেন শান্তরা। দুই ভাগে গেলেও রাতে হোটেলে মিলিত হয়েছেন লিটন কুমার দাসরা। বাংলাদেশ টি২০ দলের দুবাই যাওয়ার কারণ স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে ১৭ ও ১৯ মে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলা।
এই সিরিজটি ছিল পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ। কিন্তু ভারত-পাকিস্তান সামরিক হামলার পর এটি হয়ে গেছে মূল সিরিজ। কারণ, বাংলাদেশ দলের পাকিস্তান সফর নাও হতে পারে। অস্ত্রবিরতির পর পাকিস্তান সফর নিয়ে বিসিবি কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। ১৩ মে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাকিস্তান সফরের ব্যাপারে সিদ্ধান্ত চেয়ে চিঠি দিয়েছে। গতকাল পর্যন্ত সফরের ব্যাপারে সরকার থেকে কোনো সিদ্ধান্ত পায়নি বিসিবি।
বিসিবির ঊর্ধ্বতন দুই কর্মকর্তার একজন বলেন, ‘এ মুহূর্তে পাকিস্তান সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া কঠিন। সে কারণে সরকারের ওপর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক ভালো। ক্রিকেটীয় সম্পর্ক আগে থেকেই ভালো। সে কারণে আমরা মানা করতে পারব না। সরকার থেকে সফর করতে বলা হলে ক্রিকেটারদের মতামত জানতে চাওয়া হবে। বিষয়টি সময়সাপেক্ষ।’
সিদ্ধান্ত নিতে হলে ১৮ মের মধ্যে হতে হবে। কারণ, বাংলাদেশ আমিরাতে সিরিজ শেষ করবে ১৯ মে। পাকিস্তানে যেতে হলে দুবাই বা লাহোরে ক্যাম্প করতে হবে লিটনদের।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প ক স ত ন সফর র সফর র ব সরক র
এছাড়াও পড়ুন:
‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’
ছবি: প্রথম আলো