দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিও এবং এনসিপির সাবেক এক নেতাকে গ্রেপ্তারের দাবি
Published: 15th, May 2025 GMT
দুর্নীতির অভিযোগ ওঠার পর অব্যাহতি পাওয়া এক উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস), আরেক উপদেষ্টার একজন সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এক নেতাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনকে দেওয়া এক স্মারকলিপিতে এই দাবি জানায় সংগঠনটি। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে সেগুনবাগিচায় দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন যুব অধিকার পরিষদের নেতা–কর্মীরা।
স্মারকলিপিতে বলা হয়, দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মো.
আশঙ্কা প্রকাশ করে স্মারকলিপিতে যুব অধিকার পরিষদ বলেছে, রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে তদন্তের বিষয়টি আড়াল করার চেষ্টা করা হতে পারে। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের এবং গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে জিজ্ঞাসাবাদের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
যুব অধিকার পরিষদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তদন্তের অগ্রগতি লিখিতভাবে জানানোর জন্য দুদক চেয়ারম্যানের কাছে দাবি জানান।
প্রতিনিধিদলে ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সহসভাপতি রাহুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম ও অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান।
আরও পড়ুনদুই উপদেষ্টার এপিএস-পিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে কাজ করছে দুদক: মহাপরিচালক২৭ এপ্রিল ২০২৫এর আগে অবস্থান কর্মসূচিতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেন, বিগত শেখ হাসিনা সরকারের সময় নিয়োগ পাওয়া লোকেরা এখনো দুদকে রয়েছে। সবার আগে দুদক সংস্কার জরুরি। দুদক থেকে ফ্যাসিবাদের দোসরদের সরাতে হবে।
আবু হানিফ বলেন, দুদক একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, অথচ এটি সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। দুদকের কাজ হচ্ছে দুর্নীতি দমনে কাজ করা, কিন্তু বিগত সময়ে অনেক দুদক কর্মকর্তা দুর্নীতিতে জড়িয়েছেন। তাই দুদককে সংস্কার করে দুর্নীতিমুক্ত করতে হবে।
আরও পড়ুনসংস্কার আর দুর্নীতি কি একসঙ্গে চলতে পারে২৫ এপ্রিল ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৮
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি।
বৃহস্পতিবার (১৫ মে) রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন:
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত
নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খুলনার মংলা থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। এসময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকসহ ৩ জন নিহত ও ২৮ জন আহত হয়।
খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা/বাদল/ফিরোজ