ছুরিকাঘাতে প্রাণ হারালেন তরুণ, গ্রেপ্তার ২
Published: 15th, May 2025 GMT
নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহাদাত (২৪) নামে এক তরুণ নিহত হয়েছেন। গত বুধবার রাতে নগরীর সিটি পার্ক গেটের সামনে এ ঘটনা ঘটে। তিনি নতুন জিমখানা এলাকার গিয়াসউদ্দিন মিয়ার ছেলে এবং স্থানীয় স্বপনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কয়েকজন যুবকের সঙ্গে শাহাদাতের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাঁকে তিন-চারজন ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তরুণের বড় বোন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। পুলিশ জানিয়েছে, নিহত শাহাদাতের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। তিনি চিহ্নিত মাদক কারবারি। লাশ ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ বলেন, পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, লোহা চুরি করে বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। এর সঙ্গে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে বিবস্ত্র করে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
ছবি: প্রথম আলো