কুমিল্লায় গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা দুই তরুণ নিহত
Published: 16th, May 2025 GMT
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাসচাপায় মোটরসাইকেলে থাকা দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারসংলগ্ন ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রাজধানীর মোহাম্মদপুর সরাই জাফরাবাদ এলাকার মো. ছালামের ছেলে শাকিল হোসেন (২২) এবং ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব গোপাল এলাকার পেয়ার আহম্মদের ছেলে সাহেদ শিমুল (২৪)।
পুলিশ জানায়, তাঁরা বন্ধু ছিলেন এবং মোটরসাইকেলে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি গাড়ি তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজনের বরাতে পুলিশ জানায়, ওই দুই তরুণকে চাপা দেওয়া গাড়িটি একটি বাস ছিল। এটি চট্টগ্রামমুখী লেনে চলছিল। মহাসড়ক ফাঁকা থাকায় দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, নিহত দুই তরুণের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনেরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। চাপা দেওয়া গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হোয়াটসঅ্যাপে নতুন দুই সুবিধা
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি বিভিন্ন অ্যাপে একে অপরের সঙ্গে বার্তার মাধ্যমে নিয়মিত যোগাযোগ করেন অনেকেই। তবে ব্যস্ততার কারণে অপরিচিত ব্যক্তিদের পাঠানো সব বার্তার উত্তর দেওয়া সব সময় সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে মেটা এআই চ্যাটবটের মাধ্যমে অন্যদের পাঠানো সব বার্তার সারসংক্ষেপ জানার সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর ফলে বার্তাগুলো না পড়েই উল্লেখযোগ্য তথ্য জানার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, মেটার প্রাইভেট প্রসেসিং প্রযুক্তি কাজে লাগিয়ে অন্যদের পাঠানো সব বার্তার সারসংক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে লিখে দেবে ‘মেটা এআই’ চ্যাটবট। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘এআই মেসেজ সামারি’ সুবিধাটি ঐচ্ছিক হওয়ায় ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী চালু বা বন্ধ করতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্য সুবিধাটি চালু করা হয়েছে। বছরের শেষ নাগাদ অন্যান্য দেশে সুবিধাটি চালু করা হবে।
হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহারকারীদের জন্যও ভয়েস কলের পরিধি বাড়ানো হয়েছে। এত দিন এ সুবিধা শুধু ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের অ্যাকাউন্টে ব্যবহার করা গেলেও এবার বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নিজেদের অ্যাকাউন্টের মাধ্যমে ভয়েস কল করতে পারবে। এর ফলে গ্রাহকেরা সরাসরি ফোন করে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোও গ্রাহকের নম্বরে কল করে বিভিন্ন সেবা দিতে পারবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ভয়েস কলের পাশাপাশি ভয়েস বার্তা আদান-প্রদানের সুযোগও শিগগিরই চালু করা হবে।
হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, ভয়েস কল ও বার্তার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভয়েস এজেন্ট যুক্ত করা যাবে। প্রতিষ্ঠানগুলো চাইলে অন্যান্য প্রতিষ্ঠানের তৈরি এআই ভয়েস এজেন্ট যুক্ত করে হোয়াটসঅ্যাপেই স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকসেবা পরিচালনা করতে পারবে।
সূত্র: দ্য ভার্জ, টেক ক্র্যাঞ্চ