কুমিল্লায় গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা দুই তরুণ নিহত
Published: 16th, May 2025 GMT
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাসচাপায় মোটরসাইকেলে থাকা দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারসংলগ্ন ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রাজধানীর মোহাম্মদপুর সরাই জাফরাবাদ এলাকার মো. ছালামের ছেলে শাকিল হোসেন (২২) এবং ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব গোপাল এলাকার পেয়ার আহম্মদের ছেলে সাহেদ শিমুল (২৪)।
পুলিশ জানায়, তাঁরা বন্ধু ছিলেন এবং মোটরসাইকেলে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি গাড়ি তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজনের বরাতে পুলিশ জানায়, ওই দুই তরুণকে চাপা দেওয়া গাড়িটি একটি বাস ছিল। এটি চট্টগ্রামমুখী লেনে চলছিল। মহাসড়ক ফাঁকা থাকায় দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, নিহত দুই তরুণের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনেরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। চাপা দেওয়া গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামের আড়তে সবজির দাম কম হলেও খুচরায় কেন বেশি
চট্টগ্রামের আড়ত ও পাইকারি পর্যায়ে সবজির দাম কমলেও খুচরা বাজারে কমেনি। গত এক সপ্তাহের ব্যবধানে আড়তে সবজি ভেদে ৫ থেকে ৭ টাকা পর্যন্ত দাম কমেছে। তবে চট্টগ্রাম নগরের কাঁচা বাজারগুলোয় এর প্রভাব পড়েনি। তদারকি না থাকার সুযোগে অনেক বাজারে বিক্রেতারা খেয়ালখুশি অনুযায়ী সবজির দাম রাখছেন।
চট্টগ্রাম নগরের রাহাত্তারপুল এলাকার বাসিন্দা মোহাম্মদ জুবায়ের বাজার করতে গিয়েছিলেন দুই নম্বর গেট এলাকায়। আজ শুক্রবার জুমার নামাজের পর কর্ণফুলী কমপ্লেক্স বাজারে কথা হয় তাঁর সঙ্গে। সবজি বিক্রেতার সঙ্গে দর-কষাকষি করছিলেন তিনি। একপর্যায়ে না কিনেই ফিরে যান।
মোহাম্মদ জুবায়ের বলেন, ব্যক্তিগত কাজ শেষে বাসায় ফেরার সময় সবজি কিনতে এসেছিলেন বাজারে। তবে অস্বাভাবিক দাম দেখে আর কেনেননি। জানালেন, একদিন আগেও ঢ্যাঁড়স কিনেছেন ২০ টাকা কেজি দরে। অথচ এখানে ৫০ টাকা চাওয়া হচ্ছিল। আর এই ঢ্যাঁড়স আড়ত পর্যায়ে কেজি প্রতি ১০ টাকা দরে বিক্রি হয়েছে। অর্থাৎ পাইকারি বাজারের চেয়ে কর্ণফুলী কমপ্লেক্সের ওই বিক্রেতা কেজিতে অন্তত ৪০ টাকা বেশি চেয়েছেন মোহাম্মদ জুবায়েরের কাছ থেকে।
চট্টগ্রামে সবজির সবচেয়ে বড় পাইকারি আড়ত রিয়াজউদ্দিন বাজার। এ ছাড়া বহদ্দারহাট, চকবাজার ও কর্নেল হাটবাজারেও পাইকারি পর্যায়ে সবজি বিক্রি হয়ে থাকে। এর বাইরে কাজির দেউড়ি, কর্ণফুলী কমপ্লেক্স, কর্ণফুলী মার্কেট, স্টিল মিল বাজারসহ আরও ১৫ থেকে ২০টি বাজারে খুচরা পর্যায়ে সবজি বিক্রি হয়। অধিকাংশ ক্রেতাই খুচরা পর্যায়ে বাজার করেন।
রিয়াজউদ্দিন বাজারে আড়তদারদের তথ্য অনুযায়ী, গরমের কারণে প্রায় সব সবজির দাম এখন কম। বাজারে আলু, লাউ, পটোল, ঢ্যাঁড়স, করলা, ঝিঙে, কাঁচা মরিচ, টমেটোসহ অধিকাংশ সবজির দাম প্রতিকেজি ১০ থেকে ২০ টাকার মধ্যে। কেবল বেগুন, শিম ও ফুলকপির দাম ৩০ থেকে ৫০ টাকা। বাজারে সরবরাহও পর্যাপ্ত। তবে গরমের কারণে সবজি নষ্ট হচ্ছে, তাই দাম কমতির দিকে।
নগরের কাজীর দেউড়ি, চকবাজার ও কর্ণফুলী কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, আড়তের তুলনায় খুচরা বাজারে অনন্ত ২০ টাকা বেশি দামে সবজি বিক্রি হচ্ছে। যেমন বাজারে লাউ, করলা, ঝিঙে, বেগুন—এসব সবজি বিক্রি হয়েছে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে। আবার কাঁচা পেঁপে, কাঁকরোল, শসা, গাজর—এসব বিক্রি হয়েছে ৫০ থেকে ৭০ টাকার বেশি দামে। অথচ আড়তে দাম ২০ থেকে ২৫ টাকার আশপাশে।
রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফারুক শিবলী বলেন, গরমে সব সবজির দামই এখন কম। খুচরা বিক্রেতাদের কিছু সবজি নষ্ট হয়। তাই হয়তো দাম সমন্বয় করে বিক্রি করছেন। তবে এত বেশি হওয়ার কথা না। দাম প্রতিদিনই ওঠা-নামা করে। সরবরাহ মোটামুটি আছে। কৃষকদের কিছু ফসল নষ্ট হয়েছে গরমের কারণে।